ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতা ভোগ করে গোগনগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কামাল হোসেন জার্সি বদলে এখন বিএনপি নেতা বনে গেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তিনি এলাকায় সদর-বন্দর আসনের সংসদ সদস্য সেলিম ওসামনের লোক হিসেবে পরিচিত ছিল। এলাকায় প্রভাব বিস্তার করেছেন এমপির লোক হিসেবে। পুরাতন সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির পরিচালনা পর্ষদের সদস্য হয়েছে এমপি সেলিম ওসমানের সুপারিশে। ক্ষমতার পটপরিবর্তনের সাথে সাথে তিনি এখন বিএনপি নেতা বনে গেছেন। স¤প্রতি মহানগর বিএনপি নেতা মাজহারুল ইসলাম জোসেফের উদ্যোগে আয়োজিত শহরের ২নং রেলগেট এলাকায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে মিছিল নিয়ে যোগ দিয়েছেন। সমাবেশ মঞ্চে উঠে তিনি সেলফি বন্ধি হয়ে সেটি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, কামাল হোসেনের পুরো পরিবার বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। এক সময় তিনিও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ২০০৮ সালে মহাজোট ক্ষমতায় আসার পর কামাল হোসেন প্রবাসে চলে যান। কয়েক বছর প্রবাসে এসে তিনি দেশে ফিরে আসেন। দেশে তিনি গোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দুইবার নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হওয়া জসিম উদ্দিনের সাথে রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেন। কিন্তু আওয়ামী লীগ দলে যে কোন কমিটিতে পদ পাওয়া এতোটা সহজ নয় এটা তিনি বুঝতে পারেন। গোগনগর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মকবুল হোসেন বিদেশে চলে গেলে তার খালি পদে নিজেকে অধিষ্ঠিত করেন কামাল হোসেন। ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হওয়ার সুবাধে প্রায়শই এমপি সেলিম ওসমানের ডাকে তার ব্যবসা প্রতিষ্ঠান উইজডম অ্যাটায়ার্স লিমিটেড এ মিটিংয়ে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। এতে করে তিনি এমপি সেলিম ওসমানের কাছাকাছি চলে যান। কিন্তু স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান ফজর আলীর সাথে বিরুদ্ধে গিয়ে জসিম উদ্দিনের পক্ষে নৌকার নির্বাচন করায় এলাকায় খুব একটা সুবিধা করতে পারছিলেন না বুঝতে পেরে ফজর আলীর সাথে তিনি আপোস করে বিরোধ মিটিয়ে নেন। ফলে এলাকায় রাজনৈতিক ভাবে প্রভাব বিস্তার করতে শুরু করছিলেন কামাল হোসেন। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের সাথে সাথে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের নেতারা। অ্যাম্বুলেন্সে করে এলাকা ছাড়েন স্থানীয় চেয়ারম্যান ফজর আলী। সদর-বন্দর আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের অবস্থান সম্পর্কে স্পষ্ট কোন বার্তা এখন পর্যন্ত পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে কামাল হোসেনে নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বিএনপির সমাবেশ মঞ্চে উঠে মাজহারুল ইসলাম জোসেফের হাত ধরে বিএনপি নেতা বনে গেছেন। এ ব্যাপারে কামাল হোসেনের বক্তব্য জানতে তার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯