ডান্ডিবার্তা রিপোর্ট
বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘এ সভায় আমরা বিশেষ কিছু বিষয় মেনশন করেছি। আমরা বিশেষ করে যেন ২৬ সালে আমরা গ্র্যাজুয়েশনে যেতে পারি। এই ক্ষেত্রে যদি বাংলাদেশ সরকার স্থগিত দেয় বা এক্সটেনশন করে, সে ক্ষেত্রে আমরা তাদের কাছে সহযোগিতা চেয়েছি। যে বিষয়গুলোতে কাজ করছি সেগুলো অনেক ব্যয়বহুল, আমরা তাদের কাছে সহযোগিতা চেয়েছি যাতে বায়ের রা আমাদের ন্যায্য মূল্যটা দেয়। এছাড়াও লেবার নিয়ে আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশের যে ইন্ডাস্ট্রির উনার গুলো আছে তারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ইন্ডাস্ট্রি করার জন্য মাইন্ড সেট করেছে। অলরেডি প্রতিনিধিরা ভিজিট করে সে প্রমাণ পেয়েছেন।’ গতকাল সোমবার বিকেএমইএ’র নেতৃবৃন্দ’র সাথে কারখানা পরিদর্শনে আসেন ইউরোপিয়ান রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার। পরবর্তীতে নগরীর চাষাঢ়ায় বিকেএমইএ এর প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোহাম্মদ হাতেম। এসময় তিরি আরও বলেন, ‘আমরা বিশ্বের সব থেকে ভালো কমপ্লায়েন্স এবং সেফটি মেইনটেইন করছি। যেখানে আমরা বিশ্বের মিনিমাম স্ট্যান্ডার্ড মেইনটেইন করছে, সেখানে মূলের ক্ষেত্রেও যেন স্ট্যান্ডার্ড প্রাইস টা আমরা পাই। এলডিসি গ্র্যাজুয়েশন আমরা যখন শুরু করেছিলাম তখন এর তুলনায় এখনের অর্থনীতি অনেক নিচে। ২০১৮ সালের রিজার্ভ আর বর্তমানে রিজার্ভ যদি হিসাব করা যায় তাহলে আমাদের এনডিসি গ্রাজুয়েশনে যাওয়ার মত পরিস্থিতি নেই। আমরা বলেছি পাঁচ বছরের মতো এটা স্থগিত করা হোক। পরিস্থিতি উন্নতি হলে এটা অটোমেটিকলি রান করবে। লেবার ল নিয়ে আমাদের কথা হয়েছে যখন যে বিষয়টা প্রয়োজন আমরা সেটা নিয়ে কাজ করছি। পরিদর্শনে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আশ্বস্তের পাশাপাশি শ্রমিক আইনের উপর জোর দেন। মাইকেল মিলার প্রথমে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এপিলিয়ন নিটওয়্যারস লিমিটেড নামের একটি কারখানা পরিদর্শন করেন। পরে আবার সদর উপজেলার ফতুল্লা অ্যাপারেলস লিমিটেড পরিদর্শন করেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯