আজ বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১ | ১৪ রজব ১৪৪৬ | রাত ১০:১৫

ট্রাকচাপায় দুই ছাত্রদল কর্মী নিহত

ডান্ডিবার্তা | ১৪ জানুয়ারি, ২০২৫ | ৮:৩৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় দুই ছাত্রদল কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে আদমজী ইপিজেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শুভ (২২) ও ইমন (২১), তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মুজিববাগ এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় রবিন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহত রবিন জানান, তারা তিন বন্ধু মোটরসাইকেলে করে সোনামিয়া মার্কেট থেকে সিদ্ধিরগঞ্জ পুলের উদ্দেশে যাচ্ছিলেন। আদমজী ইপিজেডের সামনে পৌঁছালে অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে দুইজন পড়ে যান। এ সময় দ্রæতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই শুভ ও ইমনের মৃত্যু হয়। নিহতদের ছাত্রদলের কর্মী হিসেবে নিশ্চিত করেছেন মহানগর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আন্দালিব রহমান মিরাজ। তিনি বলেন, “ইমন ও শুভ ছাত্রদলের নিবেদিত কর্মী ছিল। তারা আমার সাথেই রাজনীতি করত। তাদের এমন মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর। আমরা ট্রাক চালকের কঠোর শাস্তির দাবি জানাই।” সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে পাঠায়। তবে তাদের মৃত্যুর ঘটনা আমাদের পৌঁছানোর আগেই ঘটে।” থানার পরিদর্শক (অপারেশন) ওমর ফারুক জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ট্রাকচালক আনোয়ার হোসেনকে (৪০) আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা