ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে “ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়” শীর্ষক কর্মশালায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ভোটার তালিকা তৈরির ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কেউ না কেউ দায়ী। গতকাল সোমবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের আইসিটি সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের (সিবিটিইপি) উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। “ভোটার তালিকা একটি জাতীয় আমানত। এটি রক্ষায় সৎ উদ্দেশ্য এবং সতর্কতার কোনো বিকল্প নেই। আমানত খেয়ানতের অবস্থান জাহান্নামে। তাই আমাদের সবাইকে নির্ভেজাল ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে একযোগে কাজ করতে হবে।” জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনার বলেন,“জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের দেশপ্রেম এবং গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট দেখে আমরা মুগ্ধ। তারা নির্ভেজাল গণতন্ত্র চায়। তারা জানিয়ে দিয়েছেন, যদি সুষ্ঠু নির্বাচন না হয়, তবে তারা আবারো আন্দোলনে নামবে। এটি প্রমাণ করে যে জনগণ একটি স্বচ্ছ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া চায়।” এনআইডি সেবার অতীত বদনাম উল্লেখ করে তিনি সতর্কতার সঙ্গে ভোটার তালিকা তৈরির ওপর জোর দেন। তিনি বলেন, “মানসিক শক্তি, সৎ উদ্দেশ্য এবং সিনসিয়ারিটি থাকলে নির্ভেজাল ভোটার তালিকা তৈরি করা সম্ভব। জাতিকে আমরা একটি সঠিক ও স্বচ্ছ ভোটার তালিকা উপহার দিতে চাই।” নারায়ণগঞ্জের বৈশিষ্ট্য উল্লেখ করে তিনি বলেন, “এ শহরের বৈশিষ্ট্য ভিন্ন। এখানে ভালো ঐতিহ্যের পাশাপাশি খারাপ দিকও রয়েছে। তবে সঠিক পরিকল্পনা এবং সদিচ্ছা থাকলে এখানেও নির্ভুল কাজ করা সম্ভব।” কর্মশালায় ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইডি মহাপরিচালক হুমায়ুন কবির, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আলী নেওয়াজ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা খাতুনসহ প্রমুখ।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯