আজ বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১ | ১৪ রজব ১৪৪৬ | বিকাল ৫:১৮

ছিনতাইকারীদের অভয়ারণ্য ২নং রেল গেইট!

ডান্ডিবার্তা | ১৪ জানুয়ারি, ২০২৫ | ৮:৪৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
শহরের আলী আহাম্মদ চুনকা সড়কের পাশ্ববর্তী ২নং রেল গেইট সংলগ্ন সড়কটিতে সাবেক মেয়র আইভী রাজনৈতিক সুবিধার্থে মিনিপার্ক করায় তা এখন মাদকসেবীদের আস্তনায় পরিনত হয়েছে। এই পার্কটি এখন ২নং রেল গেইট ও আশে পাশের এলাকায় যানজটের অন্যতম কারণ হিসাবে দেখা দিয়েছে। কথিত এই পার্কটি দেওভোগবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া জনসাধারনের চলাচলের জন্য সড়কটি তৈরী করা হলেও এখন অটো স্ট্যান্ডসহ বিভিন্ন দোকানীদের দখলে চলে যাওয়ায় এই পথ দিয়ে প্রতিদিন চলাচলকারী লক্ষাধীক মানুষের দুভোর্গ চরমে পৌছেছে। বর্তমানে এই পার্কের ভেতরে অবস্থান করছেন ভয়স্কর ছিনতাইতারী, নেশাখোর আর পতিতারা। আর এই পার্কের ভেতর থেকেই শহরের বিভিন্ স্থানে ছিনতাইকারীরা তাদের ছিনতাইকাজ সম্পন্ন করে। নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্পটগুলো যেন ছিনতাইকারীদের নিরাপদ অভয়ারণ্যে পরিনত হয়েছে। দিনের আলোতে এবং রাতের অধারে ঘটে চলছে ভয়াবহ ছিনতাই। এ সকল ছিনতাই কারীদের কবলে পরে কেই প্রান হারাচ্ছেন আবার কেউবা টাকা-পয়সা, স্বর্ণালংকার খুইয়ে হচ্ছেন সর্বশান্ত। ঘড় থেকে বেরিয়ে কেউ নিরাপদে বাড়ি ফিরবে তার কোন নিশ্চয়তা নেই। এসব ছিনতাইকারীদের কারনে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানের মালিকগণ তাদের ব্যাবসা পরিচালনা করতে পরছেন না।প্রতিদিন নগরীর প্রধান প্রধান সড়ক এবং পাড়া মহল্লায় ছিনতাইয়ের শিকার হচ্ছেন অনেকে। অন্য জেলা থেকে আসা ব্যবসায়ী, শিক্ষার্থী, সবজি বিক্রেতা ও হোসিয়ারী শ্রমিকসহ কেউ রেহাই পাচ্ছেনা ভয়াবহ এই অপরাধীদের কাছ থেকে। ভোর সকাল আর গভীর রাতে সুযোগ বুঝে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তারা নিয়ে যাচ্ছে নগদ টাকা, মোবাইল ফোন বা যে কোনো মালামাল। এ সময় কেউ তাদের ইচ্ছার বাইরে গেলেই ঘটছে বিপদ। গতকাল সোমবার সরেজমিন ঘুরে শহরের ২নং লের গেইট সংলগ্ন আলী আহাম্মদ চুনকা সড়কের পাশে গড়ে উঠা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর তত্বাবধানে থাকা পার্কটিতে মধ্য রাত থেকে ভোর পর্যন্ত ছিনতাই কাজ সংগঠিত করে নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি করার পর নেশায় আসক্ত হন ছিনতাইকারীরা। আরো দেখা যায় এসব দূর্ধষ ছিনতাই কারীদের বিরুদ্ধে ভয়ে কথা বলার সাহস পায়না পথচারী থেকে শুরু করে সাধারন মানুষ। ছিনতাইকারীদোর কারনে চুনকা সড়কের রাস্তার পাশে গড়ে উঠা।বিভিন্ন পলিথিনের মার্কেট, চা-পান দোকানদার, হোটেল নেস্তরা মালিকরা দিনে ও রাতে চোখের সামনে ছিনতাই করতে দেখেও কিছু বলার সাহস পায়না। কারন ছিনতাই কারীদের হাতে থাকের চাকু, ছুড়ি সহ দেশীয় অস্ত্র। সূত্র জানায়, ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালিন মেয়র শহরের ২নং রেল গেইটে রহমতউল্লাহ্ মুসলিম ইনস্টিটিউট ভবনের উপর স্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে তার পক্ষে দায়ের করা আপিল খারিজ করে দিয়েছিলো আদালত। নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এই আদেশ দিযেছিলেন।পৌরসভার দায়িত্বে থাকার সময় ২০০৮ সালে একবার ভবনটি ভাঙ্গার উদ্যোগ নিয়ে ছিলো সেলিনা হায়াত আইভী। সেই সময় ভবনটির উচ্ছেদের বিরুদ্ধে উচ্চ আদালতে একটি রীট (যাহার নং-১৫২৮/২০০৮) করা হয়। উচ্চ আদালত রীটের প্রেক্ষিতে উচ্ছেদ কার্যক্রম না করতে ১০ দিনের অন্তবর্তীকালিন নিষেধাজ্ঞা জারি করে। পরে একই বছরের ৯ মার্চ নারায়ণগঞ্জ চতুর্থ সিনিয়র সহকারি জজ আদালতে শুধু মাত্র সেলিনা হায়াত আইভীকে বিবাদী করে ভবনটি উচ্ছেদের বিরুদ্ধে দেওয়ানি মামলা করা হয় (মামলা নং-২৩/২০০৮)। ২০১৩ সালের ১৩ নভেম্বর ‘রহমত উল্লাহ ইনস্টিটিউট ভাঙ্গা বা বিবাদীদের বেদখল করার বিষয়ে স্থায়ী নিষেধাজ্ঞা জারি’ করে মেয়র সেলিনা হায়াৎ আইভী। সেই স্থায়ী নিষেধাজ্ঞার কোন রকম আপিল না করে ২০১৯ সালের ২০ জুন ভবনটি ভেঙ্গে দেওয়া হয়। এ ঘটনায় মেয়র আইভীর বিরুদ্ধে ‘আদালতের নির্দেশ অবমাননা’র মামলা করে ভুক্তভোগী ৩৫ জন দোকানী। পরে আদালতে মেয়র সেলিনা হায়াৎ আইভীর পক্ষ থেকে স্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করা হলে আদালত তাদরকে অন্যত্র পূর্ণ:বাসনের ব্যাবস্থা করে এই জায়গায় একটি পার্ক নির্মাণ করেন। ছিনতাইকারীদের ভয়ে নারায়ণগঞ্জে বিবি রোডে রাতে ১২টার পর একেবারে নীরব হয়ে যায়। বিবি রোডে হেটে যাওয়া যেমন দুষ্কর হয়েছে একই চলমান রিক্সায়ও অনিরাপদ জায়গা গুলো। বিশেষ করে নূর মসজিদের পাশের গলি, সাধু পৌলের গির্জার সামনে, গলাচিপার মোড়, উকিলপাড়ার মোড়, পুরান পালপাড়া, রেল লাইন, চুনকা পাঠাগার, ডিআইটি, মন্ডলপাড়া, নিতাইগঞ্জসহ ভীতিকর পরিস্থিতির শিকার হয় সাধারণ জনগণ। যদিও সাবেক মেয়র আইভী রহমাতউল্লাহ ইনিস্টিটিউটের পুরাতন ভবনটি ভেঙ্গে সড়ক প্রস্থ করার ওয়াদা করেছিল। কিন্ত পরবর্তিতে নিজস্ব দলীয় স্বার্থে বঙ্গবন্ধুর মূরাড় ব্যবহারের জন্য পার্ক নাম দিয়ে জায়গাটি দখলে রাখায় দিনভর এই সড়কে যানজট লেগেই থাকে। স¤প্রতি ২০২৪ সালের ১৩ ডিসেম্বর শহরের দেওভোগ মিন্নত আলী মাজারের সামনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে রাজধানীর একটি বেসরকারি কলেজের ছাত্র সীমান্ত (২০) নিহত হন। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ হোসিয়ারী সমিতির সাবেক সভাপতি বদিউজ্জামান বদু বলেন, র‌্যালী বাগানের কিছু ছেলে এর সাথে জড়িত। এর বাহিরেও আরো অনেকে ছিনতাই করছে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে হোসিয়ারী শ্রমিকরা যখন বেতন নিয়ে রাতে বাড়িতে যায় তখন তাদের টার্গেট করে ছিনতাইকারীরা। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি এবং ব্যবসায়ীরাও সংগঠিত হয়েছি। চেষ্টা করছি এগুলো কমিয়ে আনতে। আমরা যদি সম্মলিত ভাবে দ্রæত যদি এই সমস্যার সমাধান না করি তাহলে আমাদের বদনাম হবে। নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহাম্মদ এ বিষয়ে জানান, আমরা ছিনতাই প্রতিরোধের চেষ্টা করছি। আমাদের লোকবলও আগের চেয়ে বেড়েছে। নারায়ণগঞ্জ শহর অনেক বড় এখানে এমন সমস্যা কাম্য নয়। তাই আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি ছিনতাইকারীদের ধরতে। এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, মানুষের সাথে যদি এমন কোন ঘটনা ঘটে সেটা থানায় এসে অভিযোগ করতে হবে, পুলিশকে জানাতে হবে। আমরা আসলে ব্যবস্থা গ্রহন করবো। শহরে আমাদের টহল আছে, হয়তো জনবল কিছুটা সংকট আছে তার পরও আমাদের যথেষ্ট টহল আছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা