ডান্ডিবার্তা রিপোর্ট
ঢক চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও সাইনবোর্ড (নারায়ণগঞ্জ লিংকরোড) এলাকায় অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় অভিযানে নেতৃত্বে দেন হাইওয়ে পুলিশ গাজীপুর অঞ্চলের সদ্য পদোন্নাতিপ্রাপ্ত পুলিশ সুপার সীমা রানী সরকার। বেলা ২ টা ৩০ মিনিট পর্যন্ত লে অভিযান। সকালে অভিযান করে মহাসড়কের উপর থেকে কয়েকশত দোকানপাট ও অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হলেও বিকেলেই আবার পূর্ণদমে মহাসড়কের শিমরাইল ও সাইনবোর্ড এলাকায় আবারও দোকানপাট বসে যায়। স্থানীয় ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন, ও পোশাককর্মী মোঃ হিরন মিয়া বলেন, উচ্ছেদের নামে হাইওয়ে পুলিশের এটা আইওয়াশ মাত্র।পরিবহন ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, উচ্ছেদ করার পর হাইওয়ে পুলিশের যদি তৎপরতা কিংবা তদারকি না থাকে তবেতো দখল হওয়াটাই স্বাভাবিক। তিনি আরও বলেন সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও সাইনবোর্ড এলাকায় মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হলেও বিকেলে হাইওয়ে পুলিশ মহাসড়কে না থাকায় অবৈধ দখলদারীরা আগের মতোই মহাসড়ক দখল করে দোনপাটের পসরা বসিয়েছে। হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের পুলিশ সুপার ( অ্যাডিশনাল ডিআইজি হিসেবে পদোন্নতি প্রাপ্ত) ড. আ.ক.ম আক্তারুজ্জামান বসুনিয়া বলেন যারা দখলবাজ তাদের চিহ্নিত করে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো এবং মহসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি। তিনি আরও বলেন আমাদের অভিযান শেষ হয়নি, ২৮ জানুয়ারী পর্যন্ত অভিযান চলবে। উচ্ছেদ অভিযানের পর ফের মহাসড়ক দখল করে দোকানপাট বসেগেছে এ বিষয়ে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই ( ট্রাফিক ইন্সপেক্টর) মোঃ আবু নাঈম সিদ্দিকী বলেন, আমরা উচ্ছেদ অভিযানে কয়েক ট্রাক অবৈধ স্থাপনা বাঁশ, খুঁটি, টেবিল, টুল উচ্ছেদ করে ট্রাকে তুলে সরিয়ে দিয়েছি, বিকেলেও আমি ছিলাম মহাসড়কে। সাইনবোর্ড ও শিমরাইলে মহাসড়কের উপর এবং মহাসড়ক ঁেঘষে কোন প্রকার অবৈধ দোকানপাট থাকবেনা আমাদের অভিযান চলমান থাকবে। হাইওয়ে পুলিশের কাঁচপুর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, উচ্ছেদ অভিযানে আমিও ছিলাম, কাঁচপুর এলাকায় অভিযান হয়নি মদনপুরে কিছু থ্রী হুইলারে অভিযান করেছি। তবে পর্যায়ক্রমে কাঁচপুর, মদনপুর মোগড়াপাড়ায় মহাসড়কের উপর এবং মহাসড়ক ঘেঁষে কোন প্রকার অবৈধ স্থাপনা ও দোকানপাট থাকবেনা।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯