আজ বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১ | ১৪ রজব ১৪৪৬ | বিকাল ৪:০৯

বন্দরে রেলের পুকুর দখল নিতে অনুপ্রবেশকারী বিএনপি নেতার হামলায় যুবদল নেতা মৃত্যু শয্যায়

ডান্ডিবার্তা | ১৫ জানুয়ারি, ২০২৫ | ১০:৩৫ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি
বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির উল্ল্যাহ টিপুর রেলের লিজকৃত পুকুর দখলের চেষ্টা ও যুবদল নেতা রছিকে পিটিয়েছে অনুপ্রবেশকারী বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ ও তার বাহিনী। গত সোমবার রাত ১১ টায় উপজেলার এনায়েতনগর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জানা গেছে, বন্দর উপজেলার হাজীপুর এলাকায় রেলওয়ের পশ্চিম দিকে একটি জলাশায় পুকুরের জন্য লিজ নেয় পানাউল্ল্যাহ। তবে গত ৩ মাস ধরে পানাউল্ল্যাহ কাছ থেকে ৩ বছরের জন্য রেলওয়ের পুকুর ভাড়া নেন বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির উল্ল্যাহ টিপু। হাসতাপালে আহত যুবদল নেতা রছি জানান, পুকুর দখল নেওয়ার জন্য গত রাতে শাহেন শাহ লোকজন নিয়ে তাকে মারধর করেছে। নাছির উল্ল্যাহ টিপু জানান, বিএনপি কোন দখলের রাজনীতি করে না, আমি বৈধভাবে পানাউল্ল্যাহ কাছ থেকে ৩ বছরের জন্য চুক্তিনামায় বৈধভাবে ব্যবসা করে আসছি। পুকুরটি দখল করতে অনেকদিন যাবৎ চেষ্টা করছে বিএনপিতে অনরুপ্রবেশকারী এক সময়ের সন্ত্রাসী শাহেন শাহ। গত রাতে তারা আমার ছোট ভাই রছিকে একা পেয়ে দলবল নিয়ে শাহেন শাহ নিজেই মারধর করেছে এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়েছে। মহানগর বিএনপির সদস্য সচিব আল ইউসুফ খান টিপুকে জানিয়েছে সে বিষয়টি দেখবে বলে জানান। বর্তমানে যুবদল নেতা হাসপতালে চিৎিসাধীন। তার অবস্থা আশঙ্ক্ জনক। সে এখন মৃত্যু শয্যায়। রেলওয়ের লিজকৃত পুকুর দখল নিতে যুবদলের নেতাকে মারধর করার বিষয়ে অস্বীকার করে বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ জানান, আল্লাহ আমাকে অনেক দিয়েছে, আমি কেন রেলওয়ের পুকুর দখল করবো, এগুলো সব মিথ্যা কথা। এ ব্যপারে বন্দর থানার ওসি বলেন, থানায় এখনো কেহ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা