আজ বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১ | ১৪ রজব ১৪৪৬ | সকাল ১১:৩৩

আজীবন ধর্মীয় প্রতিষ্ঠানের কল্যাণে পাশে থাকতে চাই: মাকসুদ হোসেন

ডান্ডিবার্তা | ১৫ জানুয়ারি, ২০২৫ | ১০:৪৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গত সোমবার রাতে বন্দর থানাধীন (নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডের) কুটিরবন এলাকায় জামিয়া হাবিবীয়া মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও ৩য় তলার কাজ শুরু উপলক্ষ্যে দোয়া ও মাহফিল সম্পন্ন হয়েছে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন। এসময় উপস্থিতদের উদ্দেশ্য করে তিনি তার বক্তব্যে বলেন, ‘মাদ্রাসায় শিক্ষা লাভ করে শিক্ষার্থীরা ইসলামের প্রচারে ছড়িয়ে পড়ে। ইসলামী শিক্ষার প্রসারে মাদ্রাসার গুরুত্ব অপরিসীম। মাওলানা ইউসুফ অনেক কষ্ট করে ও সাহস নিয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তার স্বদিচ্ছা ও আপনাদের সকলের ঐকান্তিক চেষ্টায় এই মাদ্রাসা এগিয়ে যাচ্ছে। সকলে মাদ্রাসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। একসাথে ৮জন ছাত্র হাফেজ হয়েছে এবং তারা পাগড়ী নিচ্ছে। বিষয়টি অত্যন্ত বরকতময় এবং শিক্ষকদের আন্তরিকতা ও নিরলস চেষ্টার কারণে এটা সম্ভব হয়েছে। আমি আজীবন মসজিদ মাদ্রাসার কল্যাণে পাশে থাকতে চাই। তাই সকলে আমার জন্য দোয়া করবেন’। এসময় অত্র মাদরাসার মুতাওয়াল্লী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মাস্টারের সভাপতিত্বে ও অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ইউসুফ রশিদীর সার্বিক আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট সমাজসেবক মোঃ ফারুক উপস্থিত ছিলেন। উক্ত দোয়া ও মাহফিলে বাংলার প্রখ্যাত ওলামায়ে কেরামগণ কুরআন ও সুন্নাহর আলোকে বয়ান পেশ করেন। যেখানে শত শত তৌহিদী জনতা ওয়াজ শ্রবণ করেছেন।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা