আজ বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১ | ১৪ রজব ১৪৪৬ | সকাল ১১:৩৩

রূপগঞ্জে দুই গ্রæপের মধ্যে গোলাগুলি গুলিবিদ্ধসহ ৭জন আহত

ডান্ডিবার্তা | ১৫ জানুয়ারি, ২০২৫ | ১০:৪৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকা দুই গ্রæপের মধ্যে ককটেল বিষ্ফেরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৩জন গুলিবিদ্ধসহ ৭ জন আহত হয়েছে। এ সময় রিয়াজ ও মোঃ আলীর গ্রæপের ছোড়া গুলিতে রাকিব ওরফে গুই রাকিব গুলিবিদ্ধ হয়। এসময় বিজয় ও বাবুকে রাম দা দিয়ে এলাপাতারী কুপিয়ে গুরুতর আহত করে। গতকাল মঙ্গলবার দুপুরে মাছিমপুর এলকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রাকিব (২৫) মাছিমপুর এলাকার সামছুল হকের ছেলে, বিজয় (২০), বাবু (২৪) গোলজার হোসেনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মাছিমপুর এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে দীর্ঘদিন ধরে রিয়াজ ও মোঃ আলী গ্রæপের মামুন, সোহাগ বাবুসহ তাদের গ্রæপের লোকজনের সঙ্গে একই এলাকার রাকিব ওরফে গুই রাকিব ও তার সহযোগী রাসেল, হামিদ, রাহাত ও বাবুদের সঙ্গে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার দুপুরে দুই গ্রæপের লোকজন ককটেল বিষ্ফোরণও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষ ২৫/৩০টি ককটেল বিষ্ফোরণ ঘটায়। এসময় এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ করে গুলি বর্ষণ করে। রিয়াজ ও মোঃ আলীর গ্রæপের ছোড়া গুলিতে রাকিব গুলিবিদ্ধ হয় বলে রাকিবের পরিবার দাবী করে। পরে রাকিব গ্রæপের বিজয় ও বাবুকে রাম দা দিয়ে এলাপাতারী কুপিয়ে গুরুতর আহত করে রিয়াজ ও মোঃ আলী গ্রæপের লোকজন। সংঘর্ষে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোন সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবেনা। অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা