ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকা দুই গ্রæপের মধ্যে ককটেল বিষ্ফেরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৩জন গুলিবিদ্ধসহ ৭ জন আহত হয়েছে। এ সময় রিয়াজ ও মোঃ আলীর গ্রæপের ছোড়া গুলিতে রাকিব ওরফে গুই রাকিব গুলিবিদ্ধ হয়। এসময় বিজয় ও বাবুকে রাম দা দিয়ে এলাপাতারী কুপিয়ে গুরুতর আহত করে। গতকাল মঙ্গলবার দুপুরে মাছিমপুর এলকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রাকিব (২৫) মাছিমপুর এলাকার সামছুল হকের ছেলে, বিজয় (২০), বাবু (২৪) গোলজার হোসেনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মাছিমপুর এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে দীর্ঘদিন ধরে রিয়াজ ও মোঃ আলী গ্রæপের মামুন, সোহাগ বাবুসহ তাদের গ্রæপের লোকজনের সঙ্গে একই এলাকার রাকিব ওরফে গুই রাকিব ও তার সহযোগী রাসেল, হামিদ, রাহাত ও বাবুদের সঙ্গে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার দুপুরে দুই গ্রæপের লোকজন ককটেল বিষ্ফোরণও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষ ২৫/৩০টি ককটেল বিষ্ফোরণ ঘটায়। এসময় এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ করে গুলি বর্ষণ করে। রিয়াজ ও মোঃ আলীর গ্রæপের ছোড়া গুলিতে রাকিব গুলিবিদ্ধ হয় বলে রাকিবের পরিবার দাবী করে। পরে রাকিব গ্রæপের বিজয় ও বাবুকে রাম দা দিয়ে এলাপাতারী কুপিয়ে গুরুতর আহত করে রিয়াজ ও মোঃ আলী গ্রæপের লোকজন। সংঘর্ষে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোন সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবেনা। অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯