আজ বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১ | ১৪ রজব ১৪৪৬ | সকাল ১১:৩৩

সেলিম ওসমান-আইভীকে গ্রেপ্তার দাবি টিপুর

ডান্ডিবার্তা | ১৫ জানুয়ারি, ২০২৫ | ১০:৫৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বৈষম্য বিরোধী ছাত্র -জনতা হত্যা মামলার আসামি সাবেক এমপি সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও লিফলেট বিতরণ এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি দাবি করেন। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় শহরের কিল্লারপুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, খুনি সেলিম ওসমান এখনো বাংলাদেশে রয়েছে তাকে গ্রেপ্তার করুন আর খুনের মামলার আসামি হয়ে মেয়র আইভী বাড়িতে বসে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের ডেকে নিয়ে বৈঠক করে এবং ষড়যন্ত্র করছে। আমি নারায়ণগঞ্জের এসপি ও ডিসিকে বলতে চাই অনতিবিলম্বে খুনি সেলিম ওসমান ও মেয়র আইভীকে গ্রেপ্তার করবে নারায়ণগঞ্জবাসীকে সুখে শান্তিসে বসবাস করার সুযোগ করে দিবেন। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৫ আগস্টের পরে একটি ঘোষণা দিয়েছেন ১৬ বছর আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা করবে না। বিএনপি কোন সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজ এবং মাদক ব্যবসায়ীদেরকে প্রশ্রয় দিবো না। যদি কেউ বিএনপির নাম ব্যবহার করে এ সকল অপকর্মের সাথে জড়িত থাকে তাহলে তাদেরকে ধরে প্রশাসনকে খবর দিবেন আর প্রয়োজনে আমাদেরকে বলবেন আমরা এসে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করব। বিএনপিতে তাদের কোন স্থান নেই। মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ বিএনপি’র যুগ্ম আহŸায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের আহŸায়ক মনিরুল ইসলাম সজল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা