ডান্ডিবার্তা রিপোর্ট
দীর্ঘ ১৬ বছর এক টানা ক্ষমতায় আসিন ছিল আওয়ামীলীগ। দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা কালে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতৃবৃন্দ বিভিন্ন সেক্টর দখলের মাধ্যমে অঢেল সম্পত্তির মালিক বনে যান। এমনকি এক সময়ের টোকাইরাও আওয়ামীলীগের সাইনবোর্ড ব্যবহার করে কোটিপতি বনে গেছেন এমন নজিরও কম নেই। তবে, ব্যতিক্রম ঘটেছে মাঠ পর্যায়ের আওয়ামীলীগের নেতাকর্মীদের ক্ষেত্রে। দলের দুঃসময়ে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা জীবনের ঝঁকি নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করার মাধ্যমে দল ক্ষমতায় আসলেও গত ১৬ বছরের আওয়ামীলীগের শাসনামলে কোন ধরনের সুযোগ সুবিধাতো গ্রহন করতে পারেনি উল্টো হাইব্রীড আওয়ামীলীগের কথিত নেতাদের মাধ্যমে হতে হয়েছে লাঞ্চিত। ঠিক একই অবস্থা বিরাজ করছে দীর্ঘ ১৬ বছর ধরে নির্যাতন সহ্য করা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ক্ষেত্রেও। আগষ্টের ছাত্র আন্দোলনের তোপের মুখে স্বেরাচার খেতাব নিয়ে আওয়ামী সরকারের পতনের মধ্যদিয়ে নতুন ধোয়ার খোলে বিএনপিসহ আওয়ামী বিরোধী সকল রাজনৈতিক দলগুলোর জন্য। স্বেরাচারী সরকারের পতনের পর পরই তাদের নিয়ন্ত্রনে থাকা বিভিন্ন সেক্টর বিএনপির নেতৃবৃন্দের দখলে চলে আসে। এরপরই সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের বিভিন্ন সেক্টর বিএনপির দখলে চলে আসে। তবে, অভিযোগ উঠেছে বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দও আওয়ামীলীগের নেতৃবৃন্দের পথে হাটছে। বরাবরের মতই বিএনপির তৃনমূল নেতৃবৃন্দ অবহেলিত ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা তাদের অভিযোগে বলেন, দীর্ঘ ১৬ বছর ক্ষমতার বাহিরে ছিল দল। গত ১৬ বছরে আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালে হামলা মামলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের নির্যাতনের স্বীকার হতে হয় তাদের। এমনকি, নির্যাতনের মাত্রা এতটাই প্রকট ছিল বাড়ীঘর ছেড়ে পলাতক জীবন অতিবাহিত করতে হয়েছে বছরের পর বছর। দীর্ঘ সময় পর যখন ছাত্র জনতা আন্দোলনের মুখে স্বেরাচারী সরকারের পতন ঘটলেও তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। উল্টো নামধারী বিএনপি নেতাদের রোষানালের মুখে পড়তে হচ্ছে তাদের। এমতবস্থা বিরাজমান থাকলে সামনে বিএনপির জন্য ক্ষতির কারন বয়ে আনবে বলে তৃনমূল পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ মনে করেন। এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ছাত্র আন্দোলনের তোপের মুখে স্বেরাচারী সরকারের পতন ঘটলেও নারায়ণগঞ্জে এখনো তাদের দোসররা সক্রিয় রয়েছে। বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মাঝে বিষ ডুকিয়ে দিচ্ছে। তবে, আমি বিশ্বাস করি আমাদের কর্মীরা পরীক্ষীত। আওয়ামী দোসরদের পাতা ফাঁদে তারা পা দিবে না। তাছাড়া, বিএনপি হচ্ছে বৃহত্তর একটি রাজনৈতিক দল। এত বড় একটি দলে সামান্য ভূল ত্রæটি থাকবে এটাই স্বাভাবিক। আমরা বরাবরই বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়ন করে আসছি। যদি সাধারন নেতাকর্মীদের কোন অভিযোগ কিংবা আক্ষেপ থাকে তাহলে দলের সিনিয়র নেতাদের অবহিত করার জন্য বিশেষভাবে তিনি অনুরোধ করেন। মহানগর বিএনপির সভাপতি এড.সাখাওয়াত হোসেন খাঁন বলেন, বর্তমানে দলে বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। একটা চক্র নেতাকর্মীদের ভূল বুজিয়ে দলের মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাই সাধারন নেতাকর্মীদের সে ফাঁদে পা না দেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি এবং নেতাকর্মীদের কোন ধরনের কথা থাকলে তাদের জানাতে অনুরোধ করেছেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের অকল্পনীয় পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিনও ভাবেনি তার সরকারের শুধু পতনই ঘটবে না, বরং তাকে চুপিসারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আওয়ামীলীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর পরই আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। এর […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯