আজ বুধবার | ২২ জানুয়ারি ২০২৫ | ৮ মাঘ ১৪৩১ | ২১ রজব ১৪৪৬ | বিকাল ৫:০০

দীর্ঘ দিন কারাভোগী বন্দীদের মুক্তির দাবিতে স্বজনদের মানববন্ধন

ডান্ডিবার্তা | ১৬ জানুয়ারি, ২০২৫ | ১০:৫৬ পূর্বাহ্ণ

ষ্টাফ রিপোটার
স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী হাসিনা সরকারের আমলে মিথ্যা মামলায় দীর্ঘ সময় কারাভোগ করে আসছেন শত শত সাধারন মানুষ। বছরের পর বছর হাসিনা সরকারের সময় দায়েরকৃত মিথ্যা মামলায় চার দেয়ালের অন্ধকারে জীবন অতিবাহিত করে আসছেন তারা। মিথ্যা মামলায় কারাভোগ করা সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের বন্দীদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন বন্দীদের স্বজনরা। গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাহমুদ হাসান রনির সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহŸায়ক ও স্বাধীনতা অধিকার আন্দোলনের চেয়ারম্যান ড. কাজী মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা মনিরুজ্জামান মনির তার বক্তব্যে বলেন, ছাত্র আন্দোলনের মুখে পতন ঘটে স্বেরাচারী হাসিনা সরকারের। তবে, স্বেরাচার সরকারের পতন হলেও তাদের নির্যাতনের ক্ষত এখনো রয়ে গেছে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারনে একের পর এক মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে বন্দী রাখা হয়েছে শত শত মানুষকে। কিন্তু বর্তমান সরকার মিথ্যা মামলায় দীর্ঘ সময় কারাভোগ করা বন্দীদের মুক্তির ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছেন না। আশাবাদ ব্যাক্ত করি, বর্তমান অন্তবর্তীকালীন সরকার মিথ্যা মামলায় দীর্ঘ সময় কারাভোগ করা বন্দীদের মুক্তির বিষয়ে দ্রæত ব্যবস্থা নিবেন। বন্দীদের স্বজনরা বলেন, রাজনৈতিক পরিচয়ের কারনে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে বন্দি করে রাখা হয়েছে নিরপরাধ সাধারন মানুষদের। ৫ আগষ্টের পর অন্তর্বতীকালীন সরকার ক্ষমতায় আসেন, কিন্তু বর্তমানে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার কিংবা কারাগার থেকে মুক্তির কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা অন্তর্বতীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, অতিদ্রæত আমাদের পরিবারের ভুক্তভোগী যারা বিনা বিচারে কারাগারে বন্দি রয়েছে তাদের দ্রæত মুক্তি দেওয়া হোক। ভুক্তভোগী পরিবারের মধ্যে উপস্থিত ছিলেন ইফতি, দীপ্তি, জিতু, আইরিন বেগম, মাহমুদা বেগম সহ তিন শতাধিক সদস্য। প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা কারাগারে কারা বিধি ৫৬৯ ধারায় যে সকল বন্দীরা ২০ বছরের অধিক সময় সাজা ভোগ করেছেন তাদের মধ্যে নাসির পিতা- দুদু মিয়া, আঃ হালিম পিতা-আবুল কালাম, রমযান পিতা-আঃ রব, সৈয়দ পিতা-নাসির উদ্দিন, ছোট শাহাদাত পিতা-আবুল কাশেম, বড় শাহাদাত পিতা-মৃত হাজী আলী আহাম্মদ, নারায়ণ সরকার পিতা-মৃত-চান মোহন সরকার, আঃ রব, মজিবর, জুয়েল, আক্তার, আরিফ, রানা, গৌতম, সাইফুলসহ আরো অনেকে দেশের বিভিন্ন কারাগারে কারাভোগ করছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা