আজ বুধবার | ২২ জানুয়ারি ২০২৫ | ৮ মাঘ ১৪৩১ | ২১ রজব ১৪৪৬ | বিকাল ৫:১৪

হোসিয়ারী অ্যাসোসিয়েশনের নির্বাচনে বদু প্যানেলের প্রার্থীরা মাঠে

ডান্ডিবার্তা | ১৬ জানুয়ারি, ২০২৫ | ১০:৫৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) নির্বাচন উপলক্ষে ভোটারদের ধারে ধারে ভোট চাইছেন আলহাজ্ব বদিউজ্জামান বদু প্যানেল। এ নির্বাচনকে সামনে রেখে আলহাজ্ব বদু প্যানেলের ব্যাপক প্রচারনা এগিযে চলেছে দূর্বার গতিতে। গতকাল বুধবার সকালে নগরীর নয়ামাটি এলাকার মার্কেট সহ বিভিন্ন হোসিয়ারী দোকান মালিকদের দোকানে ভোট চাইতে বেড়িয়ে পরেন আলহাজ্ব বদিউজ্জামান বদু প্যানেল এর জেনারেল গ্রæপ ও এসোসিয়েট গ্রæপের সকল সদস্যবৃন্দ। নির্বাচনকে উদ্দেশ্য করে বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি পদ প্রার্থী আলহাজ্ব বদিউজ্জামান বদু বলেন,নয়ামাটি, উকিলপাড়া ও দেওভোগ মার্কেটসহ হোসিয়ারী পল্লিগুলোতে আগের মত ঘমঘম করবে পাইকাররা। যাতে করে তারা এখানে এসে সহজেই ব্যবসা বাণিজ্য করতে পারে। আমি এ জন্য আপনাদের সকলের দোয়া, ভালবাসা ও সমর্থন চাই।ভোট আপনাদের মূল্যবান একটি আমানত।করো কথায় নয় এই আমানত আপনারা যোগ্য ব্যাক্তিকেই বাছাই করে দিবেন। আমার দৃঢ বিশ্বাশ আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে সকল হোশিয়ারী ব্যাবসবয়ী ভাইদের খেদমত করার সুযোগ দিবেন। আমাদের প্যানেলের পক্ষ থেকে একটাই অনুরোধ থাকবে সম্মানিত ভোটার ভাইদের প্রতি আপনারা ভাল মানুষকেই বেছে নিবেন কোন বিতর্কিত ব্যাক্েিতক নয়। এসময় আরও উপস্থিত ছিলেন, সাধারণ গ্রæপের পরিচালন পদ প্রার্থী আব্দুস সবুর খান সেন্টু মনির হোসেন খান, মো.দুলাল মল্লিক, আতাউর রহমান, মো.মিজানুর রহমান, আলহাজ্ব মো.মনির হোসেন, হাজী মো.শাহীন, মো.আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো.মাসুদুর রহমান, মো.পারভেজ মল্লিক ও এসোসিয়েট গ্রæপ থেকে সাঈদ আহমেদ স্বপন, মো.নাসির শেখ, মো.বিল্লাল হোসেন, অনিল বাবু, হিরু শেখ, নাসিম আহমেদ। প্রসঙ্গত, আগামী ১৮ জানুয়ারি প্রার্থীদের ক্রমিক নম্বরসহ তালিকা প্রকাশ করা হবে এবং ৩ ফেব্রæয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাবে ভোট গ্রহণ চলবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা