আজ রবিবার | ২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯ মাঘ ১৪৩১ | ২ শাবান ১৪৪৬ | সকাল ১১:৪৯
শিরোনাম:
বিতর্কিত কর্মকাÐে গিয়াস বলয়ের পতন!    ♦     যুবদলের তৃনমুলে ক্ষোভ বাড়ছে    ♦     পুরনো রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে দেশ চলতে পারে না : নুরুল হক নুর    ♦     হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদিউজ্জামান বদু প্যানেলের গণসংযোগ    ♦     শীতলক্ষ্যাপাড়ে ওয়াকওয়েতে বেড়েছে ছিনতাই    ♦     প্রকাশ্যে দাপুটে মহড়ায় শামীম ওসমানের বিশ্বস্ত দুই নৌকার চেয়ারম্যান!    ♦     সিদ্ধিরগঞ্জে একই মঞ্চে বিএনপি ও আ’লীগ নেতাদের উপস্থিতি নিয়ে সমালোচনার ঝড়    ♦     আড়াইহাজারে জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত    ♦     দেশে গভীর ষড়যন্ত্র চলছে-তারেক রহমান    ♦     আইসিইউ থেকে এইচডিইউতে সাবিনা ইয়াসমিন    ♦    

অতিরিক্ত মূল্যে না’গঞ্জে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

ডান্ডিবার্তা | ১৬ জানুয়ারি, ২০২৫ | ১১:১৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ভোক্তাপর্যায়ে এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এলপিজি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারে দাম ৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য ঠিক করা হয়েছে ১ হাজার ৪৫৯ টাকায়। তবে নারায়ণগঞ্জে বিভিন্ন কোম্পানির নামে এই এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে ১৫০০ টাকা থেকে ১৫৫০ টাকায়। সরকারের প্রজ্ঞাপনের ২৪ ঘন্টা পার না হতেই অতিরিক্ত দামে গ্যাস বিক্রি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ ক্রেতারা। গতকাল বুধবার নগরীর বিভিন্ন দোকান ঘুড়ে পাওয়া যায় এমন তথ্য। যেখানে সরকার দাম বাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডারে ৪ টাকা সেখানে স্থানীয় ব্যবসায়িরা বিক্রি করছে ৫০ থেকে ১০০ টাকা বেশি দরে। তবে প্লাস্টিকের সিলিন্ডারের দাম আরও বেশি বলে জানিয়েছেন তারা। কালির বাজার কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট সংলগ্ন তানভীর এন্টারপ্রাইজের কর্মী বলেন, ‘গ্যাসের দাম তো ওঠা নামা করেই। কিন্তু আমরা তো আনি ডিলারের কাছে থেকে। প্রথমে কোম্পানি বিক্রি করে ডিস্ট্রিবিউটরের কাছে তারপর সেখান থেকে আমাদের কাছে আসে। তাই একটু দাম বাড়ে। সরকার দাম যতোই নির্ধারন করুক কোম্পানি থেকে ডিস্ট্রিবিউটরই বোতল প্রতি দাম বাড়ায় ৩০ টাকা। আরেক ব্যবসায়ি জানায়, ১২ কেজির সিলিন্ডারের দাম এখন ১৫৫০ টাকা আর ১৫ কেজির সিলিন্ডারের দাম ১৯৫০ থেকে প্রায় ২০০০ টাকা পর্যন্ত আছে। নামিদামি সিলিন্ডারের দাম বরাবর একটু বেশি থাকে যেমন বসুন্ধরা, টোটালসহ আর কিছু। ক্রেতা আসলাম বলেন, সরকার একসময় ৪৪ টাকা একসময় ৪ টাকা করে তো দাম বাড়িয়ে যাচ্ছে। আমাদের আগে সিলিন্ডারের ব্যবস্থা ছিলো না। সরাসরি গ্যাসের সংযোগ ছিলো। একচুলা দুই চুলা হিসেবে টাকা দিতাম। কিন্তু এইযে গ্যাস নেই হিসাবে এই গ্যাস দামে বেশি পরে। আর খুব হিসাব করে চলা লাগে। মাছ, মাংশ তেল কোন জিনিসটা নাই যেটার দাম বাড়ে নাই। সবকিছুর দাম যদি এই সম্বনয় সমন্বয় বলেই বাড়ানো হয় তাহলে তো আমোদের মতো মধ্যবিত্ত পরিবারের চলা কষ্ট হয়ে যাবে। প্রসঙ্গত, ১৪ জানুয়ারি সন্ধ্যায় এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিইআরসি। ভ্যাট সমন্বয় করে গ্রাহক পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারন করা হয় ১ হাজার ৪৫৯ টাকা। এ ছাড়া বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি কেজি গ্যাসের দাম ১২১ টাকা ৫৬ পয়সা ও রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম ১১৭ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা