ডান্ডিবার্তা রিপোর্ট
কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ বলেছেন, এই জুলাই-আগস্টের আন্দোলনে মানুষকে যে গণহত্যা করেছে আর এই গণহত্যার জন্য যারা ইনভেস্ট করেছে তাদেরও কিন্তু দৃষ্টান্তমুলক শাস্তি হতে হবে। এখনো কোন মামলার তদন্ত শেষ হচ্ছে না। এভাবে চলতে থাকলে কবে এইসকল বিচার শেষ হবে তা আমার বোধগম্য নয়। মেয়র আইভীতো আওয়ামী লীগেরই একটা পার্ট, সে তো তখন তাদেরি সাথে ছিলো এবং কাজ করেছে। আর সে যখন নারায়ণগঞ্জ শহরেই অবস্থান করে তাহলে সে কেন গ্রেফতার হবে না। তার নামে তো মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সাথে নারায়ণগঞ্জ জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গের এক সতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সাবেক ডিসি মাহমুদুল হকের বিষয়ে তিনি বলেন, আগের যে ডিসি ছিলেন সে এইসব দেখেননি। কারন উনি তো তাদেরই একটা পার্ট ছিলো। এমরা কিন্তু এসব না দেখে তাকে সর্বাত্মক ভাবে সহযোগীতা করেছি। আসলে সব কিছু তো আর চাপা থাকে না, কোন না কোন ভাবে বের হয়েই আসে। আমাদের সামনে তার আচরণটা ছিলো সুমধুর, কিন্তু ইন্টার্নালি সে আওয়ামী লীগের পারপাস সার্ভ করার চেষ্টা করেছে। গত ১৭ বছরে যারা দেশের ১২টা বাজিয়েছে উনি তাদের পারপাস সার্ভ করেছেন। আমি নারায়ণগঞ্জ বিএনপির পক্ষ থেকে বলতে চাই, আমরা একটি সুন্দর, মাদকমুক্ত নারায়ণগঞ্জ চাই। যানজট আপনারা খুব সহজেই নিয়ন্ত্রন করতে পারবেন এসপি সাহেবকে সাথে নিয়ে। বৈষম্যবিরোধী যে আন্দোলন হলো, এটি কিন্তু গত ১৭ বছর ধরে চলছে। ১৭ বছর ধরে আমরা এই আন্দোলন করছি আর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারেক রহমান। আর এই জুলাই আন্দোলনেও আমাদের প্রায় ৪৮৩জন নেতাকর্মী নিহত হয়েছেন। এসময় আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি, বিএনপির কেন্দ্রীয় কমিটি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, ইসলামি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাসুম বিল্লাহ, খেলাফতে মজলিসের যুগ্ম মহাসচিব সিরাজুল ইসলাম মামুন, মহানগর জামায়াতে ইসলামীর আমীর আব্দুল জব্বার, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান প্রমুখ।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের অকল্পনীয় পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিনও ভাবেনি তার সরকারের শুধু পতনই ঘটবে না, বরং তাকে চুপিসারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আওয়ামীলীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর পরই আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। এর […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯