আজ বুধবার | ২২ জানুয়ারি ২০২৫ | ৮ মাঘ ১৪৩১ | ২১ রজব ১৪৪৬ | বিকাল ৩:৫৮

চিটাগাং রোডে নিষিদ্ধ পলিথিন জব্দ তিন প্রতিষ্ঠানের জরিমানা

ডান্ডিবার্তা | ১৭ জানুয়ারি, ২০২৫ | ১১:৫৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের তিনটি প্রতিষ্ঠান থেকে প্রায় ৬১৬ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় অবস্থিত তিনটি প্রতিষ্ঠান—সাহারিয়া স্টোর, বায়েজিদ স্টোর এবং শাওন স্টোরে এই অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(খ) ধারা অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬১৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করার পাশাপাশি এই তিন প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ অভিযানের প্রসিকিউশন প্রদান করেন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিনের বিক্রয়, প্রদর্শন, মজুদ ও ব্যবহার রোধে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা