আজ বুধবার | ২২ জানুয়ারি ২০২৫ | ৮ মাঘ ১৪৩১ | ২১ রজব ১৪৪৬ | বিকাল ৫:০৬

ভাগ্যের চাকা ঘুরছে না জেলা যুবদর্লে

ডান্ডিবার্তা | ১৮ জানুয়ারি, ২০২৫ | ৯:৪৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জেলা বিএনপির সব চাইতে সহযোগী সংগঠন নারায়ণগঞ্জ জেলা যুবদল তিনভাগে বিভক্ত থাকায় আন্দোলন থেকে শুরু করে বর্তমানে সাংগঠনিক কার্যক্রমে ধীরগতি থাকায় প্রশ্নবিদ্ধ অবস্থায় রয়েছে। এদিকে একই দিনে আংশিক কমিটি আসলে ও গত ১৪ জানুয়ারী মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসলে ও এখনো জেলা যুবদলের কমিটি নিয়ে কোন প্রকারের আলোচনা। এদিকে জেলা যুবদল তিনভাগে বিভক্ত থাকায় এখনো এক টেবিলে বসা হয়নি নেতাকর্মীদের আর পূর্ণাঙ্গ কমিটি নিয়েও ছিলো না কোন প্রকারের আলোচনা। যাকে ঘিরে কেন্দ্রেক চোখে ‘রেড লাইনে’ রয়েছে জেলা যুবদলের র্বর্তমান তিন সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি। বর্তমানে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বলছেন, দ্রæত জেলা যুবদলের কমিটি বিলুপ্তের মাধ্যমে নতুন রূপের কমিটি গঠন করা হলে এখানে কোন বৈষম্য থাকবে না। সে সময় কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানাতে হবেই তা না হলে কোনঠাসা হয়ে পরবেন নিজেরাই। তা ছাড়া বর্তমানে জেলা যুবদলের তিন সদস্য বিশিষ্ট কমিটির তিনজনের বিরুদ্ধে গত ৫ আগষ্টের পর বিভিন্ন অভিযোগ গোয়েন্দা সংস্থার তদন্তের ভিত্তিতে দলীয় নেতৃবৃন্দের মাধ্যমে কেন্দ্রীয় হাইকমান্ড পর্যন্ত পৌঁছে গেছে। এদিকে কমিটি গঠনের ১৭ মাসে ও সাদেকুর রহমান সাদেক, মশিউর রহমান রনি ও খায়রুল ইসলাম সজীব দলের স্বার্থে এতত্রিত হয়ে কমিটি পূর্ণাঙ্গ ও ইউনিট কমিটি গঠনের কোন আগ্রহ ছিলো না। যাকে ঘিরে তাদের এই ব্যর্থতা ফুটে উঠেছে নিজ সংগঠনের নেতাকর্মী থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ পর্যন্ত। তা ছাড়া পট পরিবর্তনের পর এদের কার্যক্রম কি ধরণের তাও প্রকাশ্যে রয়েছে। সূত্র জানিয়েছে, গত ২০২৩ সালের (২৯ আগষ্ট) জেলা যুবদলের ৩ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি ঘোষণা করা হয়েছে যেখানে আহবায়ক পদে সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, সিনিয়র যুগ্ম আহŸায়ক খায়রুল ইসলাম সজীব। এর পর থেকেই এদের একত্রিত কোন পোগ্রামে দেখা যায়নি। এ ছাড়া নয়া কমিটি গঠনের পর পরই রনি এক সাইডে ও সাদেক-সজীব আলাদা মিছিল মিটিংয়ে যোগদান করলে ও গত ৫ আগষ্টের পর একটি বা দুইটি পোগ্রামে একত্রিত হয়েছিলেন সাদেক-সজীব। তা ছাড়া বর্তমানে দুইজন দুই সাইডেই থাকছেন। তা ছাড়া বর্তমানে দলীয় সাংগঠনিক কোন কাজে অগ্রগতি নেই এই যুবদলের। মশিউর রহমান রনি বর্তমানে নারায়ণগঞ্জের রাজনীতি ছেড়ে ঢাকায় বেশি সময় দেন। অন্য দিকে সাদেকুর রহমান সাদেক বেশি সময় দিচ্ছেন ঢাকায়। তাছাড়া খাইরুল ইসলাম সজীব দেশের বাহিরে প্রায় ১৫/২০ দিন পরে দুইএকনি আগে এসেছেন। বর্তমানে এরা তিন জন যার যার যার অবস্থানে ব্যস্ত সময় পার করছেন। এ বাহিরে দলীয় সাংগঠনিক কাজে কোন প্রকারের আগ্রহ দেখা যাচ্ছে না এদের। তা ছাড়া গত দুইদিনে মহানগর যুবদল ও মহানগর কৃষকদলের পুর্ণাঙ্গ কমিটি চলে এসেছে কিন্তু তা নিয়ে সাদেক-রনি-সজীবের কোন মাথা নেই। সেই পরিপ্রেক্ষিতে নেতাকর্মীরা দ্রæত জেলা যুবদলের কমিটি বিলুপ্ত চাইছেন বলে শোনা যাচ্ছেন। বর্তমানে আওয়াজহীন হয়ে পড়েছে জেলা যুবদল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা