আজ বুধবার | ২২ জানুয়ারি ২০২৫ | ৮ মাঘ ১৪৩১ | ২১ রজব ১৪৪৬ | বিকাল ৪:৪৩

বায়ুদূষণে শীর্ষে নারায়ণগঞ্জ

ডান্ডিবার্তা | ১৮ জানুয়ারি, ২০২৫ | ১০:১০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান শীর্ষে। ঢাকার বায়ুষ্মান তার পাশের জেলা নারায়ণগঞ্জের প্রায় সমান। গতকাল শুক্রবার সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (৩৩৪) ও মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় (৩০৮) বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এছাড়া ঢাকার গুলশান লেক পার্ক (২৮০), সাভারের হেমায়েতপুর (২৭৮), কল্যাণপুর (২৬৩), পশ্চিম নাখালপাড়া সড়ক (২৫৬), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২৫৪), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল (২৫১), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৩৭), গোঁড়ান (২৩০) এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। গতকাল শুক্রবার বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় (২৩৪) ও উজবেকিস্তানের তাসখন্ত (২০১)। শহর দুটির বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আইকিউএয়ারের মানদÐ অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১শ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা