আজ বুধবার | ২২ জানুয়ারি ২০২৫ | ৮ মাঘ ১৪৩১ | ২১ রজব ১৪৪৬ | সকাল ১১:০২

শামীম ওসমানের অস্ত্রের রক্ষক রানা-রামু এখনো অধরা

ডান্ডিবার্তা | ১৮ জানুয়ারি, ২০২৫ | ১০:৩২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
স্বৈরাচার বিরোধী আন্দোলনে গত ৫ আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তার দোসররাও নারায়ণগঞ্জ ছেড়েছে। নারায়ণগঞ্জের শামীম ওসমানের বাহিনীর সকল সদস্যরা গা ঢাকা দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই শামীম ওসমান তার বাহিনীসহ শতাধিক অস্ত্র নিয়ে বঙ্গবন্ধু সড়কে প্রকাশ্যে গুলি ছুঁড়তে থাকে। এতে শিশু রিয়া গোপসহ ২ জন নিহত হয়। আওয়ামী সরকারের পুরো জুলাই মাস শামীম ওসমানের সন্ত্রাসী বাহিনী নারায়ণগঞ্জ ক্লাব দখল করে রাখে। শামীম ওসমানের বাহিনীর অবস্থানের কারণে নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যরা ১৯ জুলাই পর থেকে ক্লাবে ভয়ে আসা যাওয়া বন্ধ করে দেয়। শামীম ওসমানের ১৯ জুলাইতে ব্যবহৃত অস্ত্র ভান্ডারের দায়িত্ব ছিল সেই সময়কার নারায়ণগঞ্জ ক্লাবের সহ সভাপতি ভ’মিদস্যু এস এম রানা ও রামু সাহা। এদের সাথে শামীম ওসমানের শ্যালক তানভীর আহামেদ টিটুর সখ্যতা ছাড়াও ব্যবসায়ীক সম্পর্ক ছিল। নারায়ণগঞ্জের বিভিন্ন অঘটনের সাথে তানভীর আহামেদ টিটুর পাশাপাশি এস এম রানা ও রামু সাহা সরাসরি জড়িত থাকলেও রহস্যজনক কারণে এরা দু’জনেই রাজধানীতে প্রভাবশালীদের শেল্টারে বহালতবিয়তে রয়েছে বলে একাধিক সূত্র দাবি করেছে। জুলাই-আগষ্টের হত্যামামলার আসামী নারায়ণগঞ্জ ক্লাব লি: এর সাবেক সহ-সভাপতি এসএম রানার বিসিবির সভাপতি ফারুক আহমেদের সাথে অবাধ বিচরণ রয়েছে। এস ্টমে রানার সাথে বিসিবি চেয়ারম্যান ফারুক আহাম্মেদের ব্যবসার সন্ধানও দিয়েছে একাধিক সূত্র। রামু সাহা ও এস এম রানা হত্যা মামলার আসামী হয়েও বিপিএল খেলা দেখছেন ভিআইপি বক্সে বসে! এমনই দৃশ্য দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম সোসাল মিডিয়ায। জুলাই-আগষ্ট বিপ্লব চলাকালীন নারায়ণগঞ্জের ত্রাস শামীম ওসমানের সহচর এস,এম রানা ছাত্রদের ওপর গুলি চালিয়েছেন তা ভিডিওতে ভাইরাল হয়েছে। তার নামে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় করা হত্যা মামলা। রাজধানীতে বহাল তবিয়তে থাকলেও তাদেরকে পুলিশ এখনো গ্রেফতার করেনি। প্রত্যেকটি জায়গায় যদি খুনিরা এভাবে পুনর্বাসিত হতে থাকে তাহলে হাজারো শহীদ প্রাণ দিল কি কারণে? এখনো শহিদদের রক্তের দাগ বাংলার জমিন থেকে মুছে যাযনি। এমন প্রশ্ন এখন শহরময় ঘুরে বেড়াচ্ছে। শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটুর সাথে নারায়ণগঞ্জ ক্লাব চালানো এই রানার রযেছে অনেক সম্পদের পাহাড়। অভিযোগ রয়েছে এস এম রানা বাংলাদেশ থেকে বিভিন্ন কায়দায় গোগনগেরের এক নব্য বিএনপি নেতার মাধ্যমে নিয়মিত দুবাইতে টাকা পাচার করে চলেছে। শুধু তাই নয়, আওয়ামীলীগ আমলে শহরের দক্ষিনাঞ্চল তথা নিতাইগঞ্জ, শীতলক্ষ্যা, মাছুয়াবাজার, শহীদনগর, গোগনগর ইউনিয়ন ও কয়লাঘাটসহ আশপাশের প্রায় ১০টি এলাকা নিয়ন্ত্রণ করতেন  এস,এম রানা। মূলত নারায়ণগঞ্জের প্রভাবশালীগের কাঁধে ভর করে এস, এম রানা তার নিজ এলাকায় ডন হিসেবে আবির্ভূত হয়েছিলেন। সাধারণ মানুষের জমি দখলের মতো ভয়াবহ অপরাধ থেকে শুরু করে মাদক ব্যবসা, শীতলক্ষ্যা নদী তীরের বালু মহল পরিচালনা, ডকইয়ার্ডের লোহা বিক্রি, বিচার শালিস করে অর্থ আত্মসাৎ ও বিরোধপূর্ণ জমি ক্রয় বিক্রয়সহ সব ধরনের অপকর্মে লিপ্ত ছিলেন এস,এম রানা। তাই জনমনে এখন প্রশ্ন একটাই কেন ছাত্র হত্যা মামলার আসামী এস, এম রানাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? একই ভবে লিটন সাহাকে গ্রেফতার করা হলেও রামু সাহা বহাল তবিয়তে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে বলে একাধিক সূত্রে জানা গেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা