ডান্ডিবার্তা রিপোর্ট
আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে মাঠের রাজনীতিতে সরব হয়েছেন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বিভিন্ন প্রার্থীরা। এ দৌড় থেকে পিছিয়ে নেই বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। এবার জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন চাইতে ইতোমধ্যে প্রস্তুত নিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপির নবীন ও তরুণ নেতারা। জেলার ৫টি নির্বাচনী আসনে দলের তরুণ নেতাদের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে। এর মাঝে অনেকে আছেন যারা মনোনয়ন না পেলেও চাইছেন আলোচনায় থাকতে যেন ভবিষ্যতে তাদের মনোনয়নের পথ সুগম হয়। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, নারায়ণগঞ্জের ৫টি আসনেই দলের তরুণ যারা বিগত দিনে রাজপথে লড়াই সংগ্রাম করেছে তারা প্রার্থী হতে আগ্রহী। দলের প্রয়োজনে যদি তরুণদের দল সামনে এগিয়ে দেয় তাহলে তারা মনোনয়ন পত্র কিনতে চান। তবে তারা বলছেন, এ ক্ষেত্রে দল যাকে মনোনয়ন দেবে তার হয়েই কাজ করবে সবাই। এদিকে তারুণ্যের এত বড় আন্দোলনের পর দল থেকে তরুণদের মূল্যায়ন বাড়বে বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা। এক্ষেত্রে ৫টি আসনের একটি কিংবা দুটি তরুণ প্রার্থীদের কাছে দেয়া হোক এমন প্রত্যাশাও রয়েছে তাদের। দলীয় একাধিক সূত্র জানায়, এবার ৫টি আসনেই দলের একাধিক প্রার্থী যারা তরুণ তারা প্রস্তুত আছেন। যদি দল তরুণদের ব্যাপারে সিদ্ধান্ত নেয় তাহলে তারা প্রার্থী হতে চাইবেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের অকল্পনীয় পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিনও ভাবেনি তার সরকারের শুধু পতনই ঘটবে না, বরং তাকে চুপিসারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আওয়ামীলীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর পরই আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। এর […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯