ডান্ডিবার্তা রিপোর্ট
‘করবো রক্ত দান, আল্লাহ তায়ালা বাঁচাবে প্রাণ’ এই ¯েøাগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত মদনপুর বøাড ডোনার সোসাইটির উদ্যোগে ডিগবার নাইট ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গত শুক্রবার রাতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের বাগদোবাড়িয়া এলাকায় নাগিনা জোহা উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় সবুজ বাংলা ক্লাব টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে অমিত একাদশকে পরাজিত করে শিরোপা অর্জন করে। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে সুদৃশ্য ফ্রীজ ও রানারআপ দলকে স্মার্ট টিভি তুলে দেন আগন্তক অতিথিবৃন্দ। এসময় ইট প্রস্তুতকারী মালিক সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ (আমান) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, ‘আলোকিত সমাজ গড়তে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবার জন্য খেলাধুলার প্রয়োজন। যারা এ আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যুবসমাজকে নিয়ে আমরা আশাবাদী। তারা অন্যায় ও অপরাধ থেকে দূরে থাকবে এবং আশা করছি তারা সমাজের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। খেলা দেখে আমরা অনেক আনন্দ পেয়েছি। আগামী দিনেও এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে বলে আমাদের প্রত্যাশা। খেলাধুলায় আমার সর্বাত্মক সহায়তা থাকবে’। মদনপুর বøাড ডোনার সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক রিফাত আহমেদ ও সভাপতি রাহুল ইসলাম রাজের সার্বিক তত্ত¡াবধানে উক্ত অনুষ্ঠানের সহ-সভাপতি হিসেবে মদনপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম শফিক উপস্থিত ছিলেন। তাছাড়া এসময় মদনপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার আক্তার হোসেন মোল্লা, বিশিষ্ট শিক্ষানুরাগী জাহাঙ্গির ভূঁইয়া, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা, বিশিষ্টজন ও হাজার হাজার ক্রীড়ামোদি দর্শকরা উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের অকল্পনীয় পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিনও ভাবেনি তার সরকারের শুধু পতনই ঘটবে না, বরং তাকে চুপিসারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আওয়ামীলীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর পরই আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। এর […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯