ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আমি চাই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। গত ১৫বছর আমরা যাদের মাঠে পেয়েছি তারাই এখানে উপস্থিত। ভেদাভেদ ভুলে আপনার ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থেকে আপনাদের নেতৃত্ব বজায় রাখবেন। বর্তমানে কিছু নেতা নিজেদের শক্তি প্রদর্শনের জন্য আওয়ামী লীগের সি টিম ও ডি টিমকে তাদের সাথে করে যে সন্ত্রাস চালাচ্ছে সেটার জন্য বিএনপি বদনাম হচ্ছে। সেই অনুপ্রবেশকারীদের স্থান নারায়ণগঞ্জ বিএনপিতে হবেনা, যুবদলে হবেনা ছাত্রদলে হবেনা কোন সংগঠনে হবে। অনুপ্রবেশকারীরা দলের শত্রæ দেশের শত্রæ, তারা শেখ হাসিনার দোসর সুতরাং বিএনপিতে কোন অনুপ্রবেশকারীর স্থান হবেনা। যারা তাদেরকে স্থান দিবেন তাদের বিরুদ্ধে দল শক্ত অবস্থান নিতে বাধ্য হবে। যারা মাঠে ছিলাম তাদের বিরুদ্ধে যেন বিভেদ সৃষ্টি না হয়। গতকাল রোববার বিকেল ৪টায় শহরের মিশনপাড়া এলাকায় হোসিয়ারি অ্যাসোসিয়েশনের কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে মহানগর বিএনপির উদ্যোগে সাবেক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মিলাদ ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানকে নিয়ে আমরা সব সময় গর্ব করতে পারি। আর যারা স্বাধীনতার যুদ্ধে নেতৃত্বদানকারী হিসেবে নিজেদেরকে জাহির করেন তারা ১৯৭১ সালের ২৫মার্চের সময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে নিজেকে আত্মসমর্পন করে নিরাপদে চলে গিয়েছিলো। আওয়ামী লীগে যারা নেতৃত্ব সারির নেতা ছিল তারা সবাই ভারতে পালিয়ে গিয়ে ছিল। সে সময় বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার মত কেউ ছিল না। যে সময় বাংলাদেশে নেতৃত্বে অনিশ্চয়তার মত একটি অবস্থা ছিল সেই অবস্থা থেকে অত্যন্ত পরিচিত মুখ সেনাবাহিনীর একজন কর্মকর্তা চট্টগ্রাম ইস্টবেঙ্গল রেজিমেন্টের উপ-কমান্ডার ছিলেন, সেদিন শেখ মুজিবুর রহমানের ব্যর্থতার গ্লানি মুছে দিয়ে তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে ছিলেন। সেদিন স্বাধীনতার ঘোষণার পর বাংলাদেশের মানুষ পাকিস্তানি স্বৈরাচারী শাসক গোষ্ঠির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আমাদের নেতা শুধু স্বাধীনতা ঘোষণাই করেন নাই, রণাঙ্গনে যুদ্ধ করেছেন। স্বাধীনতা যুদ্ধের পর উনি বেরাকে চলে গেছেন। আওয়ামী লীগ বাংলাদেশে যে একদলীয় ব্যবস্থা বাকশাল কায়েম করেছিল জিয়াউর রহমান ১৯৭৫ সালের পরে এসে বহুদলীয় গণতন্ত্র, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতা চালু করে ছিলেন। আওয়ামী লীগ সংসদে মাত্র ১১মিনিটে দেশের গণতন্ত্রকে হত্যা করেছিলো। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি জনতা বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান বাংলাদেশের দায়িত্ব নিয়েছিল। আওয়ামী লীগ বাংলাদেশকে যে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল, জিয়াউর রহমান সেখান থেকে উদ্ধার করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছিল। বাংলাদেশে শিল্প বিপ্লব ঘটিয়েছিলেন। পরবর্তীতে দেশি বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছিল। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই ২০০৭ সালে ১/১১ এর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। শেখ হাসিনার ক্ষমতা চিরস্থায়ী করতে তত্ত¡াবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছিল। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আন্দোলন করে সব তারেক রহমানের নির্দেশে ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশে থেকে ৫আগস্ট সৃষ্টি করা হয়েছিল। বিএনপি সহ সহযোগী সংগঠনের ৪৮৭জন আমাদের নেতাকর্মী এই আন্দোলনে নিহত হয়েছে। অন্তর্র্বতী সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিবেন এটাই আমাদের আশা। সরকারের কাছে অনুরোধ থাকবে প্রয়োজনীয় সংস্কার দ্রæত শেষ করে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন। মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহŸায়ক আনোয়ার হোসেন আনু, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজিব, সিনিয়র সদস্য অ্যাডভোকেট রফিক আহম্মেদ, সিনিয়র সদস্য ডা. মজিবর রহমান, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এইচ.এম আনোয়ার প্রধান, মহানগর যুবদলের আহŸায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহম্মেদ, মহানগর শ্রমিক দলের আহŸায়ক এসএম আসলাম, মহানগর বিএনপির আহŸায়ক কমিটির সদস্য মাকিমুল ইসলাম চিপলু, কামরুল হাসান মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, মহানগর ওলামা দলের আহŸায়ক হাফেজ মামুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহŸায়ক মীর্জা কামাল উদ্দিন জনি প্রমুখ।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের অকল্পনীয় পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিনও ভাবেনি তার সরকারের শুধু পতনই ঘটবে না, বরং তাকে চুপিসারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আওয়ামীলীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর পরই আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। এর […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯