আজ মঙ্গলবার | ২১ জানুয়ারি ২০২৫ | ৭ মাঘ ১৪৩১ | ২০ রজব ১৪৪৬ | রাত ১১:০৫

বন্দরে ট্রাকের ধাক্কায় অটো চালক নিহত স্বজন ও এলাকাবাসীর সড়ক অবরোধ

ডান্ডিবার্তা | ২০ জানুয়ারি, ২০২৫ | ১০:২৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে সিমেন্টবাহী ট্রাক চাপায় অটো রিক্সা চালক নিহত ও ৩ জন যাত্রী আহত হয়েছে। গতকাল রবিবার সকালে বন্দর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় মদনপুর থেকে মদনগঞ্জগামী ট্রাকের ধাক্কায় এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম। নিহত অটো রিক্সা চালকের নাম আরশাদ মিয়া (৫২) সে বন্দরের চৌধুরীবাড়ি এলাকার মৃত আমীর হোসেনের ছেলে। এসময় স্থানীয়রা সকড় অবেরোধ করে এবং ১৫/২০টি গাড়ি ভাংচুর করে। অবরোধের কারণে সড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। তবে আহতদের মধ্যে আবুল হোসেন (৭০)কে বন্দর উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। বাকি ২জনের নাম পরিচয় পাওয়া যায়নি। বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সে সময় নিহতের আত্মীয় স্বজন ও এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করছিলো। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা করছি। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা