আজ বুধবার | ২২ জানুয়ারি ২০২৫ | ৮ মাঘ ১৪৩১ | ২১ রজব ১৪৪৬ | রাত ২:১০

ভুল করলে আমাদের পস্তাতে হবে

ডান্ডিবার্তা | ২০ জানুয়ারি, ২০২৫ | ১০:৩৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণই হচ্ছে আমাদের শক্তি। জনগণই হচ্ছে আমাদের সমর্থন। জনগণ সঙ্গে না থাকলে; জনগণ ৫ আগস্ট দেখিয়ে দিয়েছে। আমরা যদি ভুল করি তাহলে জনগণ আবার কোন একটা কিছু দেখিয়ে দেবে তখন কিন্তু পস্তাতে হবে। তিনি বলেন, আমাদের কাছে স্পষ্ট উদাহরণ রয়েছে, জনগণ যখন ক্ষিপ্ত হয়, তখন কিভাবে স্বৈরাচারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে। সহকর্মীর উদ্দিন তো মাত্র কদিন আগে এখনো চোখের সামনে জ্বলজ্বল করছে। জনগণ যদি ক্ষিপ্ত হয়। যদিও মনেমনে ভাবতে পারেন বিএনপি একটি বড় দল। গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপিদর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে। নেতা কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণের সমর্থন যদি পেতেই হয় তাহলে কেন আমরা ভালোভাবে নেওয়ার চেষ্টা করবো না। সহকর্মীবৃন্দ দিন শেষে জনগণের কাছে আপনাকে যেতে হবে। জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনার আমার কোন স্থান নেই। নিজেকে যত বড় কিছুই মনে করি না কেন। তারেক রহমান বলেন, সহকর্মীবৃন্দ এখনো সময় আছে আসুন আমরা জনগণের পাশে থাকি। যারা এমন করছে করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে, দল ক্ষতিগ্রস্ত হবে; আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণ যেন বুঝে তারা যেভাবে চায় আমরা সেভাবেই আছি। জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেভাবেই তাদের পাশে রয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে এই হোক আমাদের শপথ। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, অন্য কেউ যদি সরকার গঠন করে তাহলে আপনাদের মাথায় এতটুকু সেন্স থাকতে হবে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে হোক বা আন্তর্জাতিক প্রেক্ষাপটের শত্রæ হোক সেটা কি জাতির জন্য ভালো হবে? এখনো আমাদের হাতে সময় আছে মানুষের পাশে দাঁড়ানোর। এখনো আমাদের হাতে সময় আছে মানুষ যেভাবে চায় সেভাবে চলার জন্য। দিনশেষে রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক কর্মী হিসেবে দিন শেষে ওই মানুষটার কাছে ওই ভোটারের কাছে আপনাকে যেতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কিছু রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে ওই মোটরসাইকেল ওয়ালাদের কিছু কাজের কারণে তাদের সাথে আমাদের নেতা কর্মীদের যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে।আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে। কয়েক মাস ধরে বলছি সামনের নির্বাচন এত সহজ নয়। আপনারা যত সহজ ভাবছেন। ভাবতে পারেন বিএনপির তো গ্রাম পর্যন্ত শাখা প্রশাখা রয়েছে এত বড়াইয়ের কিছু নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, বিশিষ্ট কবি সাংবাদিক আব্দুল হাই সিকদার, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা