আজ বুধবার | ২২ জানুয়ারি ২০২৫ | ৮ মাঘ ১৪৩১ | ২১ রজব ১৪৪৬ | সকাল ১১:৪৬

সিদ্ধিরগঞ্জের ডন জসিম গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ২০ জানুয়ারি, ২০২৫ | ১০:৫০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অতর্কিতভাবে বিস্ফোরণ ঘটিয়ে আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় হত্যাচেষ্টার মামলায় অপরাধ জগতের ডন যুবলীগ ক্যাডার চিহ্নিত মাদক ব্যবসায়ী জসিমকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের মিজিমিজি এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জসিম আদমজীর আবু সাঈদের ছেলে। জসিম মিজমিজি বাতেন পাড়া এলাকায় বসবাস করে। তার বিরুদ্ধে ছিনতাই ও মাদক মামলা, নারী কেলেঙ্কারি, ধর্ষণের অভিযোগ, হামলা-লুটপাট-ভাংচুর, চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এছাড়া অপরাধ জগৎ নিয়ন্ত্রনে তার রয়েছে একাধিক কিশোরগ্যাং ও সন্ত্রাসী সিন্ডিকেট। সে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের মজিবুর রহমানের কর্মী হয়ে অপরাধ জগত নিয়ন্ত্রন করতো। মামলা সূত্রে জানাগেছে, সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে আগ্নেয়াস্ত্র, মরনঘাতি বিস্ফোরক ককটেল, দেশীয় অস্ত্রসস্ত্র, লাঠি-সোটা সহকারে সজ্জিত হইয়া অতর্কিতভাবে বিস্ফোরণ ঘটিয়ে আন্দোলনকারীদের উপর হামলার ঘটনা ঘটে। জসিম স্ব দলবলে এ হামলায় অংশ নেয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ৪৮ জনের নাম উল্লেখ করে ২০০ জন অজ্ঞাত আসামী করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের হয়। জসিম ওই মামলার মামলার এজাহারভুক্ত ৩৫নং আসামি। এদিকে পুলিশ সূত্রে জানা যায়, গত ২০২১ সালের ১ ফেব্রæয়ারি রাত আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি টিসি রোড এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল করিমের বাড়ির সামনের গলি থেকে পেশাধার ছিনতাইকারী জসিম (৩৫)কে আটক করা হয়। তাকে তল্লাশী কের ১৩ ইঞ্জি লম্বা একটি সুইচ গিয়ার চাকু ও ছিনতাইকৃত ২টি মোবাইল সেট উদ্ধার করে থানা পুলিশ। জেল খেটে পরে জামিনে বের হয়। ২০২২ সালে ২১ মার্চ মধ্য রাতে নাসিক ১নং ওয়ার্ড এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করে। সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজিকে কেন্দ্র করে সংগঠিত হয়ে সংঘর্ষের ঘটনায় জসিম সহ ১০ জনের নামে দায়ের করা মামলায় গ্রেফতার করে থানা পুলিশ। জেল খেটে পরে জামিনে বের হয়। ২০২২ সালের ২৪ আগষ্ট মিজমিজি তেরা মার্কেট দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলার মামলার আসামি, জেল খেটে জামিনে বের হয়। ২৫ আগস্ট চিকনা ফারুককে প্রধান আসামী করে সিদ্ধিরগঞ্জ থানার মামলা দায়ের করেন। জেল খেটে জামিনে বের হয়। ২০২৩ সালের ৫ মে গভীর রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি টিসি রোডস্থ পূর্বপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে জসিম সহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। ঐসময় তাদের দেহ তল্লাশি করে ৩০০ পিছ ইয়াবা ও ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। তৎকালীন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান ৬ মে গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে বলেছিলেন গ্রেপ্তারকৃত জসিম মাদক ব্যবসায়ীদের মূলহোতা। সে দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থান থেকে মাদক এনে তার সিন্ডিকেট দ্বারা সিদ্ধিরগঞ্জে ব্যবসা পরিচালিনা করে আসছে। তার মাদক ব্যবসার একাধিক সিন্ডিকেট রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে জামিনে বের হয়।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা