হাবিবুর রহমান বাদল
ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের অকল্পনীয় পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিনও ভাবেনি তার সরকারের শুধু পতনই ঘটবে না, বরং তাকে চুপিসারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আওয়ামীলীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর পরই আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। এর আগে ছাত্র-জনতার আন্দোলন যত বেগবান হচ্ছিল ততই আওয়ামীলীগের প্রভাবশালী নেতা থেকে শুরু করে জেলা পর্যায়ের শীর্ষ নেতারা দেশের শত শত কোটি টাকা বিদেশে পাচার করে পালিয়ে যায়। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর তৃনমূল পর্যায়ের নেতা থেকে শুরু করে প্রায় সকল নেতাকর্মী এমন কি আওয়ামী ঘরানার সকলেই আত্মগোপনে রয়েছে। ইতিমধ্যে অনেকেই গ্রেফতারও হয়েছে। বিগত ১৬ বছরে আওয়ামীলীগের ছায়াতলে যারা টোকাই থেকে কোটিপতি হয়েছে তারাও ৫ আগস্টের পর ভোলপাল্টে বিএনপির পরিচয়ে মাঠ দাবড়িয়ে বেড়াচ্ছে। অনেকে আবার বিগত আওয়ামী সরকারের দু:শাসনের সময় বিএনপির সাথে সংশ্লিষ্ট থাকলেও জুলাই বিপ্লবের পর তারাই এখন হাক-ডাক বেশী দিচ্ছে। বিগত ১৬ বছর বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলি আওয়ামী সরকারের বিরুদ্ধে মাঠে নেমে হামলা মামলার শিকার হয়েছিল তারাই এখন অনেকটাই অবহেলিত। আওয়ামী দু:শাসনের বিরুদ্ধে বিএনপি রাজনৈতিক ভাবে মাঠে নেমে সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করার চেষ্টা করলেও বাস্তবে বিএনপি সাধারণ মানুষকে তাদের আন্দোলনে সম্পৃক্ত করতে পারেনি। জুলাই বিপ্লবে ছাত্র-জনতা বুক পেতে আওয়ামী দু:শাসনের বিরুদ্ধে গর্জে উঠে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আইন শৃঙ্খরা বাহিনীর বুলেট বুক পেতে নেয়ার সাহস দেখিয়েছিল বলেই মধ্য জুলাইয়ের পর থেকে ছাত্র-জনতার আন্দোলনে সাধারণ মানুষের সম্পৃক্ত ঘটে। ছাত্র-শিক্ষক, পেশাজীবী, শ্রমজীবী এমনকি ঘরের মা বোনেরাও ছাত্র-জনতার এই আন্দোলনে যোগ দেয়। এমনকি সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরাও সেনা বাহিনীকে জনতার পাশে থাকার আহবান জানালে সেনা বাহিনী আগস্টে জনতার বিরুদ্ধে না দাঁড়ানোর ঘোষনা দিয়ে পাশে থাকার কথা বলেন। যে কারণে সাধারণ মানুষ আন্দোলনে আরও উজ্জীবীত হয়ে উঠে। মাত্র ৩৬ দিনের আন্দোলনে দেড় সহশ্রাধীক তাজা প্রাণ আত্মহোতি দেয়। হাজার হাজার মানুষ আহত হয়। এখনো ২০ হাজারেরও বেশী ছাত্র-জনতা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। এতকিছুর পরও সাধারণ মানুষের মনে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। এই জুলাই বিপ্লবের আত্মত্যাগে আমরা কি পেলাম? সাধারণ মানুষ ভেবেছিল শেখ হাসিনা ও তার দোসরদের হাজার হাজার কোটি টাকা লুটপাট বন্ধ হবে, সিন্ডিকেট থাকবে না, গণতন্ত্র আর বাক স্বাধীনতা ফিরে আসবে তথা সাধারণ মানুষ শান্তির নিশ^াস ফেলবে। ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রিতি আর লুটপাটের রাজত্ব বন্ধ হবে। বাস্তবে জুলাই বিপ্লবের পর সাধারণ মানুষ অন্তর্বতিকালী সরকারের কাছে যে আশা করেছিল তার সিকিভাগও পায়নি। অন্তর্বতিকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন ধরেনর কথাবার্তা বাজারে চলছে। এরা শক্তহাতে কোন কিছুই দমন করতে পারেনি। দ্রব্যমূল্য দিন দিন বেড়েই চলেছে। কোন কিছুই কঠোর হাতে দমন করতে পারছে না। আইন শৃঙ্খলা বাহিনীর খুব একটা উন্নতি হয়নি। ঘুষ দুর্নীতি সে আগের মতই চলছে। তা হলে অন্তর্বতিকালীন সরকারের কাজটা কি? কোটি কোটি মানুষের সাথে তাল মিলিয়ে বলতে চাই আগামী যে সময়টুকু আপনা থাকবেন সেই সময়টুকুতে কঠোর ভাবে দেশকে নিয়ন্ত্রণ করে দেশবাসীকে স্বস্তিতে রেখে যান। জুলাই বিপ্লবের পর একটি শ্রেনী গা ঢাকা দিলেও আরেকটি শ্রেনী রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেল। এ যেন, লুটপাটের হাত বদল মাত্র। দেশের সব অঞ্চলের মত নারায়ণগঞ্জেও বিএনপির নামে হাট-মাঠ-ঘাট দখলসহ আওয়ামী স্টাইলে সব চলতে দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারংবার এদেরকে সাবধান করে অবশেষে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করেছেন। গত রবিবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, আমরা যদি ভুল করি তা হলে আমাদেরকেও পস্তাতে হবে। ভুলে গেলে চলবেনা, জনগণ আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলে আমাদের জন্য রাজনীতি করা কষ্টকর হয়ে উঠবে। আওয়ামীলীগের পতনও এ কারণেই হয়েছে। জনগণ সাথে না থাকলে কি হতে পারে তা ৫ আগষ্ট দেশের ্পামর জনগণ দেখিয়ে দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই হুমকি ধামকি এবং সত্য অনুধাবন করার ক্ষমতা যাদের নেই তাদের দিয়ে দেশ চালানোতো দুরের কথা দেশের সাধারণ মানুষের সেবা করা দু:সাধ্য হয়ে দাঁড়াবে। তারেক রহমানের এই ইঙ্গিত বিএনপি ও অঙ্গসংগঠনের যেসব নেতাকর্মীরা অবহেলার চোখে দেখবে তাদের পরিনামযে আগামী রাজনীতিতে সুখকর হবে না তা বলাই বাহুল্য।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের অকল্পনীয় পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিনও ভাবেনি তার সরকারের শুধু পতনই ঘটবে না, বরং তাকে চুপিসারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আওয়ামীলীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর পরই আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। এর […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯