আজ মঙ্গলবার | ২১ জানুয়ারি ২০২৫ | ৭ মাঘ ১৪৩১ | ২০ রজব ১৪৪৬ | সকাল ১০:৪১

জিয়াউর রহমা‌নের জন্মবা‌র্ষিকী উপল‌ক্ষে সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ

ডান্ডিবার্তা | ২১ জানুয়ারি, ২০২৫ | ১০:১২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে স্বাধীনতা যুদ্ধের ঘোষক ও শহীদ রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমা‌নের ৮৯তম জন্মবা‌র্ষিকী পালন করেছেন মহানগর ছাত্রদলের সাবেক সংগ্রামী সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগর। স্বাধীনতা যুদ্ধের ঘোষক ও শহীদ রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমা‌নের ৮৯তম জন্মবা‌র্ষিকী উপল‌ক্ষে বাংলা‌দেশ জাতীয়তাবাদী ছাত্রদল নারায়ণগঞ্জ মহানগর শাখার সাবেক সংগ্রামী সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগরের উদ্যো‌গে গতকাল সোমবার সিদ্ধিরগঞ্জের আদমজী নগর কবরস্থান কমপ্লক্সে মসজিদে মিলাদ মাহফিল ও মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়েছে। এ সময় এডভোকেট রাকিবুর রহমান সাগর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মকাÐকে যদি আমরা বুকে ধারণ এবং লালন করতে পারি তাহলে জিয়াউর রহমান এদেশের মানুষের মনের ভিতরে যে স্থান করে নিয়েছে এটাকে আমরা আরো ত্বরান্বিত করতে পারব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলেও এবং সাহসিকতার কর্মকান্ড না ঘটলে আজকে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে বুকে একটি আলাদা রাষ্ট্র হিসাবে স্থান করে নিতে পারতো না বলে আমার মনে হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের মনের ভিতরে স্থান করে নিয়েছেন কিভাবে অনেকগুলো কারণ রয়েছে। জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে সততার উৎকৃষ্ট উদাহরণ হিসেবে নিজেকে তার কর্মকাÐ দিয়ে প্রতিষ্ঠিত করে গেছেন। বাংলাদেশে অবৈধ সরকার ছিল। স্বৈরাচারী শাসক সরকার ছিল। তারা কখনো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততাকে নিয়ে একটি প্রশ্ন তুলতে পারেনি। বাংলাদেশে যে কলুষিত হওয়ার রাজনীতি কারণ হলো মানুষ সৎ রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার কারণেই। আমরা যদি যার যার স্থান থেকে সততা ও আদর্শ নিয়ে রাজনীতি করতে পারি তাহলে বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতন প্রত্যেকটা নেতাকে তাদের বুকে টেনে নিবে। এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ নাদিম মাহামুদ, সিফাতুর রহমান রাজু, মুক্তাদির হোসেন হৃদয়, মোঃ কামাল, মোঃ বাবু, মোঃ মুন্না, নবির হোসেন, মোঃ মানিক, মোঃ কাদির,মোঃ রাসেল সাবেক যুগ্ন সম্পাদক, মুহাম্মদ আলী,মোঃ হাবিব, সাবেক সাংস্কৃতিক সম্পাদক, মোঃ সালাউদ্দিন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ মোহন সাবেক সহ সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, আরাফাত খালেক, সাবেক সহ প্রচার সম্পাদক মোঃ মিরাজ সাবেক সদস্য মোঃ ফয়সাল, রাজীব, আকতার, সাজ্জাদ, বিপ্লব, আশিক, ইব্রাহিম, সোহেল, ইকবাল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা