ডান্ডিবার্তা রিপোর্ট
চট্টগ্রামের মিরসরাইয়ে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। মানসিক প্রতিবন্ধী এক পথচারীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসের নিচে চাপা পড়ে ওই পথচারী নিহত হন এবং বাসের চালকসহ ছয়জন আহত হন। গতকাল শুক্রবার সকাল সাতটার দিকে উপজেলার মিঠাছড়া বাজারের দক্ষিণ পাশে হাদি মূসা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাস জানান, “গত বৃহস্পতিবার রাত ১২টায় ৪০ জন শিক্ষক ও শিক্ষার্থী নিয়ে দুটি বাসে করে নারায়ণগঞ্জ থেকে রাঙামাটি ও কক্সবাজারের উদ্দেশে রওনা দিই। মিরসরাই এলাকায় পৌঁছে সড়কে উঠে আসা এক পথচারীকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের বাইরে ছিটকে পড়ে। বাসের নিচে চাপা পড়ে ওই পথচারী নিহত হন। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে তিনজন শিক্ষার্থী।” আহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন—শিক্ষার্থী শাখাওয়াত হোসেন, মোহাম্মদ আশিক এবং আঁখি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। জোরারগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মো. জিয়াউদ্দিন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছাই। দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের অকল্পনীয় পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিনও ভাবেনি তার সরকারের শুধু পতনই ঘটবে না, বরং তাকে চুপিসারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আওয়ামীলীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর পরই আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। এর […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯