আজ সোমবার | ২৭ জানুয়ারি ২০২৫ | ১৩ মাঘ ১৪৩১ | ২৬ রজব ১৪৪৬ | দুপুর ১২:১০
শিরোনাম:
না’গঞ্জে রাজনৈতিক দলগুলিতে চলছে রাজপথ দখলের প্রতিযোগিতা    ♦     মহানগর যুবদলের পিছু ছাড়ছেনা বির্তক    ♦     ১৫ আগস্টের মূল পরিকল্পনাকারীর পর্দা ফাঁস করলেন কর্নেল রাশেদ    ♦     নাসিক ১৭নং ওয়ার্ডে বিএনপি নেতাদের কান্ড সাইনবোর্ড লাগিয়ে সরকারি জায়গা দখল!    ♦     ছাত্রলীগের পোস্টারিংয়ের প্রতিবাদে না’গঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল    ♦     সন্তান হত্যার বিচার চেয়ে সোনারগাঁয়ে সংবাদ সম্মেলন    ♦     নায়িকা পরীমণির বিরুদ্ধে ওয়ারেন্ট    ♦     অন্তর্বর্তী সরকার কি দীর্ঘমেয়াদি সংস্কার করতে পারে?    ♦     বিএনপি সংস্কার-নির্বাচন দুটিই চায়    ♦     এবার এমপি পদও হারাচ্ছেন টিউলিপ    ♦    

হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় খালেদা জিয়া

ডান্ডিবার্তা | ২৫ জানুয়ারি, ২০২৫ | ১১:২৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
যুক্তরাজ্যের ‘ দ্য লন্ডন ক্লিনিকে’ দীর্ঘ ১৮দিন চিকিৎসার পর স্থানীয় সময় আজ শুক্রবার বাসায় নিয়ে যাওয়া হচ্ছে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। চিকিৎসায় শারীরিক অবস্থা কতটুকু উন্নতি হয়েছে, সেটার ওপর ভিত্তি করে খালেদা জিয়াকে দ্রæত দেশে নিয়ে যাওয়া হবে। তবে এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন তিনি। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের দেয়া ব্রিফিংয়ে এমনটি জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। জাহিদ হোসেন বলেন, ‘গত ৮ জানুয়ারি থেকে প্রফেসর প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলার পর সকল পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট হাতে এসেছে। তবে আরো দুই একটি পরীক্ষার রিপোর্ট বাকি আছে। ওই পরীক্ষাগুলো দ্য লন্ডন ক্লিনিকে হয় না, সেগুলো বাইরে করতে হয়। এই পরীক্ষাগুলোর ব্যবস্থা দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাই করেছেন। এগুলোর রিপোর্ট শিগগিরই চলে আসবে। তবে আগের চেয়ে অনেক ভালো আছেন বেগম খালেদা জিয়া।’ লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে তিনি বলেন, ‘এ নিয়ে এখনো সিদ্ধান্তে আসা যায়নি। বয়সের কারণে তা অনেকটাই বাধা হয়ে দাঁড়িয়েছে। কিডনি ও হার্টসহ অন্যান্য জটিলতার জন্য যুক্তরাষ্ট্রে জন হপকিন্স মেডিকেল এবং লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে বাংলাদেশের চিকিৎসার ধারাবাহিকতায় ওষুধের মাধ্যমে চিকিৎসা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাকি দু’টি পরীক্ষার রিপোর্ট আসার পর তার চিকিৎসার পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’ তিনি আরো বলেন, ‘মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বাংলাদেশে বেগম জিয়ার চিকিৎসার ভূয়সী প্রশংসা করেছেন। অনেক বাধ্যবাধকতা থাকা সত্তে¡ও এভারকেয়ার হাসপাতালে যে চিকিৎসা করা হয়েছে তা প্রশংসনীয়। দীর্ঘ সাড়ে পাঁচ বছর বেগম জিয়া কারাগারে থাকা অবস্থা যদি সঠিক চিকিৎসা দেয়া হত তাহলে এখন এতটা বেগ পেতে হতো না।’ এদিকে প্রতিদিন লন্ডন ক্লিনিকে মাকে সময় দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্যান্য সদস্যরা। চিকিৎসকদের সম্মিলিত সিদ্ধান্তে গতকাল শুক্রবার ছেলে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে। তবে প্রফেসর প্যাট্রিক কেনেডির তত্ত¡াবধানে দ্য লন্ডন ক্লিনিকের নিয়মনীতি মেনেই বাসায় তার চিকিৎসা চলবে। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছান খালেদা জিয়া। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের চিকিৎসক, দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসক ও বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের মাধ্যমে তার চিকিৎসা চলছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা