ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁয়ে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাতে দোকান বসিয়ে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে।কাচঁপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সরকারি যায়গা দখল করে গড়ে উঠেছে প্রায় ৩ শতাধিক অস্থায়ী দোকান। আর এসব দোকান ও বিভিন্ন পরিবহন থেকে একটি সংঘবদ্ধ চক্র প্রতি মাসে কোটি টাকা চাঁদা আদায় করছে।তাছাড়া মাদক ব্যবসা,ছিনতাই,ডাকাতী ও চোর চক্রের হটস্পট হিসেবেও পরিচিতি পেয়েছে কাচঁপুর বাসস্ট্যান্ড এলাকাটি। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর সারা দেশের এসব অপকর্ম বন্ধ বা কিছুটা নিয়ন্ত্রণ হলেও কাঁচপুরের ফুটপাতে চাঁদাবাজি,ছিনতাই,ডাকাতী মাদক ব্যবসা আরও বৃদ্ধি পেয়েছে।দিনে দিনে আতঙ্কের এক এলাকা হিসেবে রুপ নিয়েছে কাঁচপুর। পূর্বে ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের আমলে দলীয় পরিচয়ে প্রভাব খাটিয়ে যারা ফুটপাতে দোকান বসিয়ে চাঁদাবাজি,চুরি,ডাকাতি,ছিনতাই,মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতো তারাই ৫ আগষ্ট ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের পতনের পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তায় বা কোন কোন ক্ষেতে তাদের পরোক্ষ সহযোগীতায় এসব অপকর্ম করে যাচ্ছে। সরেজমিনে গিয়ে জানা যায়, কাচঁপুর জামির-খান কমপ্লেক্সের সামনে ফুটপাতে দোকান বসিয়ে চাঁদা আদায় করে আওয়ামীলীগ নেতা ও গত সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হওয়ার মনোনয়ন প্রত্যাশী মতিন খান,যার বিরুদ্ধে ৫ আগষ্টের পর বিভিন্ন থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। স্কয়ার কোম্পানির জুট ব্যবসা নিয়ন্ত্রণ করে চাঁদাবাজি করছে সেনপাড়ার আওয়ামীলীগ নেতা আল আমিন।তার নামেও ৫ আগষ্টের ছাত্র আন্দোলনের পর বিভিন্ন থানায় হত্যা মামলা রয়েছে। রুপালী মার্কেটের সামনে ফুটপাত ও হকার ব্যবসায়ীদের থেকে চাঁদা আদায় করে আকমল হোসেন। সোনারগাঁ ফিলিং স্টেশনে ফুটপাতে দোকান বসিয়ে চাঁদা আদায় করে আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম। টিনসেড মার্কেটের সামনে ফুটপাত দখল করে চাঁদাবাজি করে আরেক প্রভাবশালী আওয়ামীলীগ নেতা আবুল খায়ের। ঢাকা-সিলেট মহাসড়কের মোড়ে বাস কাউন্টার নিয়ন্ত্রণ করে জাতীয়পার্টীর জোহরা মেম্বার, শাহাদাত ও নিজাম উদ্দিন।কলাপট্রিতে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসা করে ডাকাত বাবুল। হাইওয়ে পুলিশের ডাম্পিংয়ের সামনে শতাধিক অবৈধ দোকান বসিয়ে চাঁদাবাজি করছে ইসমাইল ও মনির হোসেন । ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চট্টগ্রাম গামী রোডে কাউন্টার ও ফুটপাত নিয়ন্ত্রণ করেন আওয়ামীলীগ নেতা নুরআলম খান, মান্নান মেম্বার,কাঁচপুর মসজিদ মার্কেটে চোরাই বিদুৎ ব্যবসা নিয়ন্ত্রণ করে নাহিদ। উত্তর সেনপাড়া মাদক ব্যবসা ও ফুটপাত নিয়ন্ত্রণ করে নাদিম। ডাকাতি, ছিনতাই ও গাঁজা ব্যবসা নিয়ন্ত্রণ করে আফজাল হোসেন।সোনাপুর থেকে গঙ্গাপুর পর্যন্ত এলাকায় ডাকাতি,ছিনতাই ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে ডাকাত মোমেন। এরা সবাই আওয়ামীলীগের নেতাকর্মী দলীয় ক্যাডার হিসেবে পরিচিত। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দোকান মালিক জানান, আমরা গরীব মানুষ। সরকারি যায়গায় দোকান করে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করছি। সরকার যদি আমাদের দোকান ভেঙ্গে দেয় আমরা চলে যাবো। কিন্তু এলাকার প্রভাবশালী ও আওয়ামীলীগ,যুবলীগের নেতারা প্রত্যেক দোকান থেকে জোরপূর্বক প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকস করে চাঁদা নিয়ে যায়। চাঁদা দিতে রাজি না হলে তারা আমাদের মারদর করে প্রাণনাশ ও দোকানে আগুন ধরিয়ে দিবে বলে হুমকি প্রদান করে। কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক রুমি বলেন, ছাত্র-জনতার রক্ত আর প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু দুঃখের বিষয়, এই কাঁচপুরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো আওয়ামীলীগ ও তাদের সন্ত্রাসী বাহিনীর চাঁদাবাজি, ডাকাতি এবং ছিনতাই থেমে নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় জড়িত ফ্যাসিস্টরা এখনো সোনারগাঁয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে!আমি প্রশাসনকে অনুরোধ করবো অনতিবিলম্বে এসব চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক। এবিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, ফুটপাতে অবৈধ দোকান বসিয়ে চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই বেড়ে গেছে। ইতোমধ্যে ইউএনও মহোদয় ও প্রশাসনের উপর মহলে বিষয়টি নিয়ে আলোচনা করেছি।আমরা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল বারী জানান, সরকারী জায়গায় ফুটপাতে দোকান বসিয়ে হোক বা যেকোন ভাবেই হোক কোন চাঁদাবাজি করতে দেয়া হবে না।অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। নারায়ণগঞ্জ র্যাবর্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাদিক বলেন”এসব চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের অকল্পনীয় পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিনও ভাবেনি তার সরকারের শুধু পতনই ঘটবে না, বরং তাকে চুপিসারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আওয়ামীলীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর পরই আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। এর […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯