ডান্ডিবার্তা রিপোর্ট
ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের উজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দলটির শীর্ষ নেতাদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এ জন্য দলটির সাবেক মন্ত্রী ও এমপিদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রæপও খোলা হয়েছে। গত বছরের ৫ আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী, এমপি ও দলের নেতাকর্মীরা ভারতে পাড়ি জমান। আর দেশে থাকা অনেকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হন। অনেকে আত্মগোপনে থেকে দিন কাটাচ্ছেন। আওয়ামী লীগ সরকার পতনের প্রায় ছয় মাস পর দলটির সাবেক মন্ত্রীদের কয়েকজনের সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। গত শুক্রবার সংবাদমাধ্যমটি ওই প্রতিবেদন প্রকাশ করে। তারা দলটির নেতাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে নিশ্চিত করেছে। হোয়াটসঅ্যাপ গ্রæপ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, ‘৩০ থেকে ৪০ জন সাবেক মন্ত্রী ও এমপি এই হোয়াটসঅ্যাপ গ্রæপের মাধ্যমে যুক্ত আছেন।’ এই গ্রæপে ভারত সরকারের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ‘আপা’ নামে যুক্ত রয়েছেন। আত্মগোপনে থাকা এসব মন্ত্রী-এমপি বাংলাদেশে ফিরে নির্বাচনে অংশ নিতে চান জানিয়ে নাহিম রাজ্জাক বলেন, ‘যদি দেশে ফিরে নির্বাচনের দাবি জানাই, তাহলে আমাদের সবাইকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। আওয়ামী লীগ আলোচনায় বসতে এবং নির্বাচন নিয়ে কথা বলতে প্রস্তুত। কিন্তু এর জন্য কোনো পরিবেশ নেই।’ ‘এখনই আমাদের পক্ষে মাঠে থাকা বা রাজনীতিতে অংশগ্রহণ করা সম্ভব নয়,’ এমনটা জানিয়ে প্রয়াত আব্দুর রাজ্জাকের সন্তান নাহিম রাজ্জাক বলেন, ‘আওয়ামী লীগ নেতাদের প্রায় সবার জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে।’ তার মতে, আওয়ামী লীগের নেতারা ভয়াবহ এক পরিস্থিতিতে অসহায় অবস্থায় আত্মগোপনে রয়েছেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কোনো বিচারিক অধিকার নেই। কেউ জামিন পাচ্ছেন না।’
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের অকল্পনীয় পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিনও ভাবেনি তার সরকারের শুধু পতনই ঘটবে না, বরং তাকে চুপিসারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আওয়ামীলীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর পরই আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। এর […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯