আজ সোমবার | ২৭ জানুয়ারি ২০২৫ | ১৩ মাঘ ১৪৩১ | ২৬ রজব ১৪৪৬ | সকাল ১০:৫০
শিরোনাম:
ছাত্রলীগের পোস্টারিংয়ের প্রতিবাদে না’গঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল    ♦     সন্তান হত্যার বিচার চেয়ে সোনারগাঁয়ে সংবাদ সম্মেলন    ♦     নায়িকা পরীমণির বিরুদ্ধে ওয়ারেন্ট    ♦     অন্তর্বর্তী সরকার কি দীর্ঘমেয়াদি সংস্কার করতে পারে?    ♦     বিএনপি সংস্কার-নির্বাচন দুটিই চায়    ♦     এবার এমপি পদও হারাচ্ছেন টিউলিপ    ♦     তরুণীকে এক সপ্তাহ আটকে রেখে ধর্ষণ    ♦     যানজটে স্থবির না’গঞ্জ    ♦     চির নিদ্রায় শায়িত দেশের প্রথম সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) কেএম সফিউল্লাহ    ♦     বন্দরে ওএমএসের ডিলার নিয়োগে অনিয়মে খাদ্য নিয়ন্ত্রকের অপসারণ দাবিতে মানববন্ধন    ♦    

আ.লীগের হোয়াটসঅ্যাপ গ্রæপ, ‘আপা’

ডান্ডিবার্তা | ২৬ জানুয়ারি, ২০২৫ | ১১:৪০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের উজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দলটির শীর্ষ নেতাদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এ জন্য দলটির সাবেক মন্ত্রী ও এমপিদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রæপও খোলা হয়েছে। গত বছরের ৫ আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী, এমপি ও দলের নেতাকর্মীরা ভারতে পাড়ি জমান। আর দেশে থাকা অনেকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হন। অনেকে আত্মগোপনে থেকে দিন কাটাচ্ছেন। আওয়ামী লীগ সরকার পতনের প্রায় ছয় মাস পর দলটির সাবেক মন্ত্রীদের কয়েকজনের সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। গত শুক্রবার সংবাদমাধ্যমটি ওই প্রতিবেদন প্রকাশ করে। তারা দলটির নেতাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে নিশ্চিত করেছে। হোয়াটসঅ্যাপ গ্রæপ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, ‘৩০ থেকে ৪০ জন সাবেক মন্ত্রী ও এমপি এই হোয়াটসঅ্যাপ গ্রæপের মাধ্যমে যুক্ত আছেন।’ এই গ্রæপে ভারত সরকারের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ‘আপা’ নামে যুক্ত রয়েছেন। আত্মগোপনে থাকা এসব মন্ত্রী-এমপি বাংলাদেশে ফিরে নির্বাচনে অংশ নিতে চান জানিয়ে নাহিম রাজ্জাক বলেন, ‘যদি দেশে ফিরে নির্বাচনের দাবি জানাই, তাহলে আমাদের সবাইকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। আওয়ামী লীগ আলোচনায় বসতে এবং নির্বাচন নিয়ে কথা বলতে প্রস্তুত। কিন্তু এর জন্য কোনো পরিবেশ নেই।’ ‘এখনই আমাদের পক্ষে মাঠে থাকা বা রাজনীতিতে অংশগ্রহণ করা সম্ভব নয়,’ এমনটা জানিয়ে প্রয়াত আব্দুর রাজ্জাকের সন্তান নাহিম রাজ্জাক বলেন, ‘আওয়ামী লীগ নেতাদের প্রায় সবার জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে।’ তার মতে, আওয়ামী লীগের নেতারা ভয়াবহ এক পরিস্থিতিতে অসহায় অবস্থায় আত্মগোপনে রয়েছেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কোনো বিচারিক অধিকার নেই। কেউ জামিন পাচ্ছেন না।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা