আজ সোমবার | ২৭ জানুয়ারি ২০২৫ | ১৩ মাঘ ১৪৩১ | ২৬ রজব ১৪৪৬ | সকাল ১১:০৬
শিরোনাম:
না’গঞ্জে রাজনৈতিক দলগুলিতে চলছে রাজপথ দখলের প্রতিযোগিতা    ♦     মহানগর যুবদলের পিছু ছাড়ছেনা বির্তক    ♦     ১৫ আগস্টের মূল পরিকল্পনাকারীর পর্দা ফাঁস করলেন কর্নেল রাশেদ    ♦     নাসিক ১৭নং ওয়ার্ডে বিএনপি নেতাদের কান্ড সাইনবোর্ড লাগিয়ে সরকারি জায়গা দখল!    ♦     ছাত্রলীগের পোস্টারিংয়ের প্রতিবাদে না’গঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল    ♦     সন্তান হত্যার বিচার চেয়ে সোনারগাঁয়ে সংবাদ সম্মেলন    ♦     নায়িকা পরীমণির বিরুদ্ধে ওয়ারেন্ট    ♦     অন্তর্বর্তী সরকার কি দীর্ঘমেয়াদি সংস্কার করতে পারে?    ♦     বিএনপি সংস্কার-নির্বাচন দুটিই চায়    ♦     এবার এমপি পদও হারাচ্ছেন টিউলিপ    ♦    

মহানগর যুবদলের কমিটি নিয়ে বিতর্ক

ডান্ডিবার্তা | ২৬ জানুয়ারি, ২০২৫ | ১১:৪৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ আহŸায়ক কমিটি নিয়ে শুরুতেই চলছে নানা বিতর্ক। ব্যাক্তি পুজারী এবং সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় ও আহŸায়ক ও সদস্য সচিবের আশির্বাদপুষ্ট ওয়ানম্যান অযোগ্য অনেকেই এ কমিটিতে আছেন বলে অভিযোগ করেছেন যুবদলের তৃণমূল নেতা-কর্মীরা। তাঁরা বলছেন, ত্যাগী অনেক নেতাই কমিটিতে ঠাঁই পাননি। এমনকি যাঁরা বিগত আন্দোলন-সংগ্রামে অংশগ্রহনের মাধ্যমে ঘাম ঝরিয়েছেন, তাঁরাও নেই। নারায়নগঞ্জ মহানগর যুবদলের গঠিত আংশিক কমিটি গত ১৪ই জানুয়ারি ৫১ সদস্যের পূর্ণাঙ্গ আহŸায়ক কমিটি ঘোষনা করা হয়। এতে  আহŸায়ক হিসেবে দায়িত্ব পান মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান শাহেদ আহমেদ। দলটির কেন্দ্রীয় যুবদল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। উক্ত পূর্ণাঙ্গ আহŸায়ক কমিটিতে ১ জন সিনিয়র যুগ্ম আহবায়ক ও ১১ জন যুগ্ম আহবায়ক এবং ৩৭ জন সদস্য হিসেবে দায়িত্ব পান। এদিকে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণার পরপরই দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে উপস্থিত থাকা নেতৃবৃন্দের একাংশের নাম উক্ত কমিটিতে না থাকায়  ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা ঘোষিত কমিটি যাচাই বাছাই করে অযোগ্যদের বাদ দিয়ে সংশোধিত কমিটি ঘোষণার আহŸান জানান। এ ছাড়া নতুন এই আহŸায়ক কমিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও অনেকেই সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করছেন। পদবঞ্চিত নেতা-কর্মীদের অভিযোগ, ব্যাক্তিপুজারী মাইম্যান ও সাংগঠনিক অযোগ্যরা ঠাই পেলেও দীর্ঘদিনের পরীক্ষিত, যোগ্য ও ত্যাগী অনেক নেতা কমিটিতে নেই। অথচ এসব নিবেদিতপ্রাণ নেতৃবৃন্দরা ১৭ বছর ধরে দলীয় সকল কর্মসূচিতেই ছিলেন। তারা আরো জানান, সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় ব্যক্তিরা কমিটিতে থাকার পাশাপাশি মিছিলের সামনে ক্যামেরাবন্দী অথবা নেতার পাশাপাশি অবস্থান থাকতে গিয়ে এবং ফটোসেশন করার নামে দলীয় কর্মসূচিতে বিশৃঙ্খলা করেও অনেক নেতা এখন সফলভাবেই এই কমিটির উচ্চ পদে আসিন হয়েছেন। তারা আরোও অভিযোগ করে বলেন, বিগত দিনের দলীয় কর্মসূচী, আন্দোলন-সংগ্রাম বা মিটিং-মিছিলে মাত্র ১জন হিসেবে অংশগ্রহণকারী অথবা কেউ কেউ বড়জোর মাত্র ৫-৬ জন নিয়ে দলীয় কর্মসূচী, আন্দোলন-সংগ্রাম বা মিটিং-মিছিলে এসেছেন। সেসব নেতাও এই কমিটির এখন যোগ্যতম পদে আসিন হয়েছে এবং এদের একমাত্র যোগ্যতা ছিলো দলীয় কর্মসূচীতে অপ্রয়োজনীয়ভাবে স্টেজে উঠে কর্মসূচীর সৌন্দর্য নষ্ট করা আর নেতাদের পাশে গিয়ে জোরজবরদস্তি দাড়িয়ে ক্যামেরার সামনে ফোকাসে থাকা। তবে এসব মাঠপর্যায়ের নিষ্ক্রিয় নেতারা আবার লবিংপর্যায়ে সক্রিয়তার মাধ্যমে এসব পদে অধিষ্ঠিত হতে পেরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের তৃণমূলের একাধিক নেতা-কর্মী বলেছেন, উক্ত কমিটিকে কোনোভাবেই পূর্নাঙ্গ বলা যায় না কারন বিগত আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা সত্তে¡ও নারায়নগঞ্জ মহানগর যুবদলের সাবেক নেতা শাহজালাল (কালু) সহ গুরুত্বপূর্ণ ১০ থেকে ১৫ জন নেতা এই আহŸায়ক কমিটিতে ঠাঁই পাননি। তাছাড়া যুগ্ম আহŸায়ক হওয়ার যোগ্যতা থাকা স্বত্তেও একাধিক নেতাদের সদস্য হিসেবে রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক যুবদলের তৃনমুল পর্যায়ের একজন কর্মী জানান, বিগত দিনের আন্দোলন-সংগ্রাম ও দলীয় কর্মসূচীতে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের শহিদুল ইসলাম, আরমান ও শাহজালাল (কালু) এর নেতৃত্বে মিছিল না গেলে নারায়নগঞ্জ মহানগর যুবদলকে মনে হতো ১১ জনের ১টি ক্রিকেট টিম। তাদের নেতৃত্বে আমরা তা নিজেদের চোখে দেখেছি। অথচ তাদেরকে যোগ্যতা অনুযায়ী পদে কিংবা অনেককেই তো কমিটিতেই রাখা হয়নি। তাই এই সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতৃবৃন্দের সাথে এরকম বৈষম্য করায় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং ভবিষ্যৎতে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের মূল কমিটি ঘোষণাকালে অধিকতর যাচাই-বাছাই করে যোগ্যতা অনুযায়ী নেতা নির্বাচন করার আহবান জানিয়েছেন। এ বিষয়ে নারায়নগঞ্জ মহানগর যুবদলের সিদ্ধিরগঞ্জ থানার সাবেক নেতা শাহজালাল (কালু) বলেন, আমার বয়স ৪৬ চলছে। বিগত ১৭ বছর নারায়ণগঞ্জসহ ঢাকা ভিত্তিক কেন্দ্র ঘোষিত মিছিল-মিটিং হয়েছে আর আমি ছিলাম না, এমন নজির নেই। আমাকে বাদ দিয়ে এই কমিটির লিষ্ট করা হয়েছে যা কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দান করেছে এতে আমার কোনো অভিযোগ বা ক্ষোভ নেই। তবে যাঁরা গত ১৭ বছর পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়ে আন্দোলন করেছে, তপ্ত রাজপথে শরীরের রক্ত, ঘাম বিসর্জন দিয়ে মৃত্যু মুখ থেকে ফিসে এসেছে এমন ব্যক্তিরাও ঠাই পায়নি, এটা ভেবে খারাপ লাগছে। ছাত্র-জনতার আন্দোলনে আমার ছোটভাই শাহআলম গুলিবিদ্ধ হয়েছে। বিগত দিনের আন্দোলন-সংগ্রামে শরীর থেকে ঘাম ঝরেছে। এই ঘামের প্রতিটি ফোঁটা আমি কমিটিতে না থাকা নেতা-কর্মীদের উৎসর্গ করলাম। তিনি আরো বলেন, কমিটিতে ঠাঁই না পেলেও শহীদ জিয়ার বিশ্বস্ত সৈনিক হিসেবে দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করব। কিন্তু ব্যক্তি পুজারীরা আর কর্মীবিহিন মাইম্যানেরা ঠাঁই পেলেও বিগত আন্দোলন-সংগ্রামে কর্মীবাহিনি নিয়ে রাজপথে ভূমিকা রাখা যুবদলের নেতাদের কমিটিতে ঠাঁই হয়নি, এটা দুঃখজনক। এ বিষয়ে তৃনমূল পর্যায়ে একজন যুবদলের কর্মী দুঃখ প্রকাশ করে বলেন, নারায়নগঞ্জের বিএনপির রাজনীতি হচ্ছে প্যানেল ভিত্তিক। কেউ দলীয় সাংগঠনিক সংস্কৃতি সম্পর্কে অবগত নয়। এমনকি সিনিয়র রাজনৈতিক ব্যাক্তিরাও এই প্যানেল ভিত্তিক রাজনৈতিক চর্চা করে থাকে। শাহজালাল কালু নারায়ণগঞ্জ মহানগর যুবদলের রাজনৈতিক কর্মকান্ডে জড়িত। তিনি ৫নং ওয়ার্ডের বাসিন্দা। তার কাছে প্যানেল ভিত্তিক রাজনীতি করার সুযোগ থাকা স্বত্তেও সে করে নাই। তিনি দলীয় সাংগঠনিক সংস্কৃতি বজায় রেখে সর্বদা নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিগত সময়ের দ্বায়িত্ব পালনকারী প্রত্যেক আহŸায়ক এবং সদস্য সচিবের নেতৃত্বে দলীয় সকল কর্মসূচী এবং মিটিং-মিছিলে অংশগ্রহণ করেছিলেন। এটাই দলীয় সাংগঠনিক রাজনীতির সৌন্দর্য। কিন্তু সেই অবদানের নূন্যতম মূল্যয়ন নারায়নগঞ্জ মহানগর যুবদল তাকে না দেখানটা অত্যন্ত দুঃখজনক। ক্ষুদ্ধ যুবদল কর্মী আরো বলেন, পদবঞ্চিত নেতাদের অন্তর্ভুক্ত করে শক্তিশালী পূর্নাঙ্গ আহŸায়ক কমিটি ঘোষণা করা অথবা সামনে সিদ্ধিরগঞ্জ থানা কমিটি ঘোষণার ক্ষেত্রে অধিকতর যাচাই-বাছাই করে বিগত আন্দোলন সংগ্রামে অবদানকারী প্রত্যেক নেতাদের গুরত্বপূর্ণ পদে বসিয়ে যথাযথ মূল্যয়ন করা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা