ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের রাজনীতিতেও বাংলাদেশী জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ আওয়ামী লীগের একটি বড় সমর্থক গোষ্ঠী রয়েছে। তবে সাংগঠনিকভাবে এখানকার ইসলামী দলগুলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচীতে তারা তাদের শক্তিমত্তার পরিচয় দিয়ে যাচ্ছে। যদিও ভোটের রাজনীতিতে বা ভোটের সংখ্যায় দলীয়ভাবে সরকারের প্রতিনিধিত্ব করার মতো বা ভূমিকা রাখার মতো তেমন একটি সাফল্যতা অর্জন করতে পারেনি। কিন্তু গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নারায়ণগঞ্জে ভোটের রাজনীতিতে এককভাবে নেতৃত্ব দেওয়ার জন্য বিএনপিকে একবাক্যে এগিয়ে রাখতেন রাজনৈতিক বোদ্ধারা। এমনকি বিএনপি ভক্ত অনেকেই আবার আওয়ামী লীগবিহীন নির্বাচনে নারায়ণগঞ্জে বিএনপির ধারেকাছেও কাউকে রাখতে নারাজ ছিলেন। তবে আওয়ামী লীগ পতনের প্রায় সাড়ে পাঁচমাসে সেই পরিস্থিতি ধীরে ধীরে অনেকটাই পাল্টিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। তাদের মতে একদিকে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটির স্থানীয় পর্যায়ের অনেক নেতাকর্মীই নিজেদের সংবরণ করে রাখতে পারছেন না বলে তাদের নিজেদের মধ্যেই মতপার্থক্য তৈরিসহ আভ্যন্তরীণ কোন্দল ও বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তারে ধৈর্য্য হারিয়ে ফেলার অভিযোগ। যার ফলে সাধারণ সমর্থক বা ভোটারদের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হচ্ছে। অন্যদিকে নারায়ণগঞ্জের বিভিন্ন ইসলামী দলগুলো তাদের সমস্ত হিসেব-নিকেশ মিলিয়ে নিতে ধৈর্য্যরে পরিচয় দিয়ে সাগঠনিকভাবে শক্তিশালী করে তুলছে। এমনকি যেসব ইসলামী দল মাঠেও দাঁড়াতে পারেনি তারাও এখন সাধারণ ভোটারদের আকৃষ্ট করতে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাচ্ছে। এরই মধ্যে একদিকে আওয়ামী লীগের পলায়ন অন্যদিকে বিএনপির মধ্যকার বিভেদ এবং তার ফাঁকে নারায়ণগঞ্জে সাংগঠনিকভাবে অনেকটাই গুছিয়ে নিচ্ছে ইসলামী রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক কার্যক্রম। স্থানীয় একাধিক সূত্র থেকে জানা যায়, অন্তত ৫ আগস্টের পরপর নারায়ণগঞ্জে বিএনপির নেতা, কর্মী ও সমর্থকদের মনে একটি ধারণা তৈরি হয়েছিল যে, এই মুহুর্তে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির সরকার গঠনসহ নারায়ণগঞ্জ জেলার ৫টি আসন থেকে বিএনপির জয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তবে পরবর্তী সময়ে নারায়ণগঞ্জে বিএনপি নেতাদের অন্তর্দ্ব›দ্ব, অনৈক্য ও বিভিন্ন সংস্থার নেতৃত্ব দখলে নেওয়া এমনকি স্বৈরাচার সরকারের দোসরদের প্রক্সি দেওয়া অভিযোগ উঠে দলীয় একাধিক নেতৃত্বদানকারী নেতার বিরুদ্ধে। যা সংগঠনটির ভাবমূর্তি অনেকটাই ক্ষুন্ন হচ্ছে বলে বিএনপি সমর্থকসহ রাজনৈতিক বোদ্ধাদের অভিমত। কিছু সুবিধাবাদী নেতা এখন আবার স্বৈরাচার আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের ব্যবসা-বাণিজ্য, ইজারা ও প্রাতিষ্ঠানের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন বলেও এসব সূত্র নিশ্চিত করেছেন। এসব নেতারা তাদের দালালীর ভাগ রেখে গোপন পন্থায় সেসব আওয়ামী লীগ নেতাদের ভাগ তাদের কাছে পৌছিয়ে দেন। এরই মধ্যে একাধিক নেতার বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে আর্থিক অনিয়মের অভিযোগে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হচ্ছে। যা নারায়ণগঞ্জ বিএনপির সুস্থ ধারার রাজনীতির ধারাবাহিক ঐতিহ্যকে ধূলিস্যাত করছে বলে মনে করছেন তারা। এরই মধ্যে এ ধরণের কর্মকাÐের বিষয় হুশিয়ার করে দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্পষ্টভাবেই বলেছেন যে, ‘‘আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি, সামনের নির্বাচন এতো সহজ নয়, আপনারা যত সহজ ভাবছেন।” স্থানীয় বিএনপির সচেতন সমর্থকসহ স্থানীয় রাজনৈতিক বোদ্ধাদের অভিমত, দীর্ঘ প্রায় ১৬ বছর আওয়ামী লীগের হাতে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া বিএনপির নেতা কর্মীদের উপর দেশবাসী এতটাই সহানুভূতিশীল ছিল যে গত ৫ আগস্ট আওয়ামী লীগের স্বৈরশাসকের পলায়নের পর যদি কোন লোককে প্রশ্ন করা হতো, এই মুহুর্তে জাতীয় সংসদ নির্বাচন হলে ক্ষমতায় যাবে কোন্ দল? নিশ্চয়ই সিংহভাগ উত্তরদাতা একবাক্যে বলতেন বাংলাদেশী জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে অভ্যুত্থান পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ বিএনপির বেশ কিছু কর্মকাÐ সাধারণ মানুষ ভালোভাবে গ্রহণ করেনি। এর উপর মরার উপর খাড়ার ঘা হিসেবে নারায়ণগঞ্জ বিএনপির পুরানো সেই অন্তর্দ্ব›দ্ব নতুন করে দৃশ্যপটে আসে। যা সমর্থক ও ভোটারদের কাছে দৃষ্টিকটু হিসেবে উপস্থাপিত হচ্ছে। যা রাজধানী লাগোয়া এই জেলার রাজনীতিতে বিএনপি এখন অনেকটাই সমালোচনার সৃষ্টি করছে বলে তাদের অভিমত। আর এই ধরণের পরিস্থিতির কথা বিবেচনা করেই যেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘‘আমি গত কয়েক মাস ধরে বলছি, সামনের নির্বাচন এতো সহজ নয়, আপনারা যত সহজ ভাবছেন। নিজের মনে যতই বড়াই করেন আরে বিএনপির তো শাখা-প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে, অন্যদের কি আছে? তাই তো বড়াই করছেন। তিনি আরও বলেন, ‘‘কিন্তু তারপরেও জনগণ ম্যাটারস। সেই জনগণ হচ্ছে আমাদের শক্তি আমাদের সমর্থন। জনগণ ৫ আগস্ট বুঝিয়ে দিয়েছে। কাজেই আমরা যদি ভুল করি, জনগণ আবার কোনো একটা কিছু বুঝিয়ে দেবে, তখন কিন্তু পস্তাতে হবে, তখন কিন্তু হায় হুতাশ করতে হবে।” রাজনৈতিক বোদ্ধাসহ স্থানীয় বিএনপির সমর্থকদের মতে এই মুহুর্তে বিএনপির বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন। বিভিন্ন সেক্টনের নিজেদের প্রভাব বিস্তার না করে মতানৈক্যে পৌছতে হবে। এখানে দলীয় মতপার্থক্য এবং সবাই নিজের ক্ষমতা জাহিরের প্রতিযোগিতার রাজনীতি এখানকার রাজনীতিতে বিএনপির রাজনৈতিক, দলীয়, সাংগঠনিক এবং আগামী সরকার গঠনের প্রক্রিয়ায় ক্ষতি ছাড়া লাভবান হতে পারবে না বলে মনে করেন তারা।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের অকল্পনীয় পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিনও ভাবেনি তার সরকারের শুধু পতনই ঘটবে না, বরং তাকে চুপিসারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আওয়ামীলীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর পরই আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। এর […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯