আজ সোমবার | ২৭ জানুয়ারি ২০২৫ | ১৩ মাঘ ১৪৩১ | ২৬ রজব ১৪৪৬ | সকাল ১১:০৯
শিরোনাম:
না’গঞ্জে রাজনৈতিক দলগুলিতে চলছে রাজপথ দখলের প্রতিযোগিতা    ♦     মহানগর যুবদলের পিছু ছাড়ছেনা বির্তক    ♦     ১৫ আগস্টের মূল পরিকল্পনাকারীর পর্দা ফাঁস করলেন কর্নেল রাশেদ    ♦     নাসিক ১৭নং ওয়ার্ডে বিএনপি নেতাদের কান্ড সাইনবোর্ড লাগিয়ে সরকারি জায়গা দখল!    ♦     ছাত্রলীগের পোস্টারিংয়ের প্রতিবাদে না’গঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল    ♦     সন্তান হত্যার বিচার চেয়ে সোনারগাঁয়ে সংবাদ সম্মেলন    ♦     নায়িকা পরীমণির বিরুদ্ধে ওয়ারেন্ট    ♦     অন্তর্বর্তী সরকার কি দীর্ঘমেয়াদি সংস্কার করতে পারে?    ♦     বিএনপি সংস্কার-নির্বাচন দুটিই চায়    ♦     এবার এমপি পদও হারাচ্ছেন টিউলিপ    ♦    

জেলা বিএনপির কমিটির তালিকা প্রস্তুত এখন শুধু ঘোষণার অপেক্ষা

ডান্ডিবার্তা | ২৭ জানুয়ারি, ২০২৫ | ১০:২৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দেশবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রামকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণার অপেক্ষায়। বিএনপির কেন্দ্রীয় সূত্রে জানা যায়, অতীতের সব ব্যর্থতা মুছে ঘুরে দাঁড়াতে চায় নারায়ণগঞ্জ জেলা বিএনপি। রাজপথে নেতাকর্মীদের চাঙা রাখতে হলে নেতাদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। তাই জেলা কমিটি ঢেলে সাজাতে চাইছে হাইকমান্ড। জেলা বিএনপির নতুন কমিটির তালিকা ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জমা দিয়েছে তারা। এদিকে জেলা বিএনপির দুই শীর্ষ পদেই থাকছে নতুন চমক। বিএনপির কেন্দ্রীয় সূত্রমতে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমোদনের অপেক্ষায় রয়েছে নতুন কমিটি। ওখান থেকে গ্রীন সিগন্যাল পেলেই দলীয় মহাসচিব স্বাক্ষরিত কমিটি ঘোষণা করবে।
সবকিছু ঠিক ঠাক শিগগিরই আসছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহŸায়ক কমিটি। পুরোনো ও নতুনদের সমন্বয়ে গঠিত হতে পারে নতুন কমিটি। তরুণ নেতৃত্ব অগ্রাধিকার পাচ্ছে এই কমিটিতে। তারই জন্য সাংগঠনিক দিকসহ সবকিছু বিবেচনা করে গত ৫ আগস্টের আগে যেসকল নেতারা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে নিজেদের জীবন বাজি রেখে দলীয় ঘোষিত কর্মসূচি নেতাকর্মীদের নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রামের সাহসী ভূমিকা রেখেছিলেন সেইসব ত্যাগী ও পরীক্ষিত নেতা এবং সাবেক জনপ্রিয় ছাত্রনেতা ও তরুণ নেতৃত্বের হাতে দেয়া হচ্ছে দায়িত্ব। আর নারায়ণগঞ্জ জেলা বিএনপির শক্তিশালী কমিটি করতে দলের সিনিয়র নেতাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবকিছু ঠিকঠাক চলতি মাসের মধ্যেই নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি হতে পারে বলে জানান বিএনপির দায়িত্বশীল নেতারা।
তারা জানান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটির তালিকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে। নতুন কমিটিতে থাকবে অনেক চমক। কমিটিতে আসছেন নতুন অনেকেই। আসছেন সাংগঠনিকভাবে সুপরিচিত ও ইমেজধারী নেতাদের পাশাপাশি সাবেক ছাত্রনেতাদের কেউ কেউ। বিগত সময়ের আন্দোলন সংগ্রামে রাজনীতিতে সক্রিয় ছিলেন এমন নেতাদেরও মূল্যায়ন করা হচ্ছে এ কমিটি গঠনে। জানা যায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটিতে সভাপতি অথবা আহŸায়ক হিসেবে আলোচনায় রয়েছে জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহŸায়ক নাসির উদ্দিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক লুৎফর রহমান আব্দু আলোচনায় রয়েছে। তাদের মধ্যে যেকোনো একজনকে সভাপতি কিংবা আহŸায়ক করে নতুন কমিটি গঠন করা হবে। কারন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম তাদের ভূমিকা ছিল প্রশংসিত। সূত্র আরও জানায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সভাপতি পদ নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও সাধারণ সম্পাদক বা সচিব পদটি প্রাথমিক ভাবে নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিক এই পদে দেখা যেতে পারে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহŸায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক এবং সাংগঠনিক সম্পাদক এক সময়ের তুখোর ছাত্রনেতা মাশুকুল ইসলাম রাজিবকে। জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও বিএনপি নীতিনির্ধারকদের তার নাম ডাক বাজছে। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটিতে আলোচনায় রয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার। এরা এর আগেও নারায়ণগঞ্জ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আর গত ২৮ অক্টোবরের পর থেকেই যাদের ভূমিকা সব থেকে বেশি লক্ষ্য করা গেছে এদেরকে মূল্যায়ন করে জেলা বিএনপির কমিটি দেওয়া হতে পারে। উল্লেখ্য , গত ২৪ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের কমিটি বিলুপ্ত করা হয়। আর বিজ্ঞপ্তিতে বলা হয় অতিসত্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র কমিটি ঘোষণা করা হবে। আর গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের এই কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ আসতে থাকে। অভিযোগ তদন্তে একটা কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় বিএনপি। সেই কমিটির সুপারিশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হল। প্রসঙ্গত, গত ২০২৩ সালের ১৮ জুন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন সভাপতি ও গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা