বন্দর প্রতিনিধি
ওএমএস নীতিমালা ভঙ্গ করে ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাজী নাছিরা আক্তারের বিরুদ্ধে মানববন্ধন করেছেন দরপত্রে অংশ নেওয়া ব্যক্তিরা। এ সময় অনিয়মের মাধ্যমে দেওয়া ওএমএস এর ডিলার নিয়োগ বাতিল সহ কর্মকর্তাদের অপসারণের জোড়ালো দাবি তোলা হয়। সরকারি ওই দুই কর্মকর্তাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর বলেও আখ্যায়িত করা হয়েছে। গতকাল রোরবার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের সিএসডি সরকারি খাদ্যগুদামের সামনে ডিলার নিয়োগ আবেদনকারীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ডিলার নিয়োগের অনেক আবেদনকারী সহ সর্বসাধারণ লোকজন অংশ নেন। মানববন্ধনে ডিলার নিয়োগ আবেদনকারী মহিউদ্দিন শিশিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শাহাদুল্লাহ মুকুল, আমিনুল ইসলাম। মানববন্ধনে বক্তরা বলেন, সিএসডি সরকারি খাদ্যগুদাম নিয়ন্ত্রক কার্যালয়ে থেকে ওএমএস ডিলার নিয়োগে সরকারি নীতিমালা ভঙ্গ করে লটারি না দিয়ে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দোসর ইউএনও মোস্তাফিজুর রহমান এবং খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাজী নাছিরা আক্তার এরা দুজন তাদের পছন্দের লোককে ডিলার হিসেবে নিয়োগ দিয়েছেন। ডিলার নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ করা হবে। কিন্তু সরকারি নীতিমালা ভঙ্গ করে আবেদনকারীদের না জানিয়ে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং পূনরায় ডিলার নিয়োগ দেওয়ার দাবী জানান। মানববন্ধনে বক্তরা আরও বলেন, গত ১৩ জানুয়ারি ওএমএস ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে। সরকারি সকল নিয়ম মেনে ডিলার নিয়োগের জন্য ১৯জন প্রার্থী আবেদন করেছে। গত ১৯ জানুয়ারি লটারির মাধ্যমে ডিলার নিয়োগ হওয়ার কথা ছিল কিন্তু সরকারি নীতিমালার বাহিরে গিয়ে ইউএনও মোস্তাফিজুর রহমান এবং খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাজী নাছিরা আক্তার এই নিয়োগ দিয়েছেন। তারা যে কাজটি করেছে আমরা তীব্র নিন্দা জানাই এবং অতিশীঘ্রই টেন্ডার বাতিল করে নতুন করে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দেয়া হয়। এবং অনতিবিলম্বে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ও খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাজী নাছিরা আক্তারকে আওয়ামী ফ্যাসিবাদীর দোসর আখ্যায়িত করে অপসারণ দাবী করেছেন। মানববন্ধনে নিয়োগ আবেদনকারী নুর মোহাম্মদ, আজিজুল হাকিম তানজিল, শামীম, মেহেদী অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন শফিক, জামান, দীন ইসলাম, সাইদুল ইসলাম শুভ, জাহাঙ্গীর, হান্নান, রনি, সোলেমান, নিজাম, সাইদুল, রফিক সহ স্থানীয় এলাকাবাসী।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের অকল্পনীয় পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিনও ভাবেনি তার সরকারের শুধু পতনই ঘটবে না, বরং তাকে চুপিসারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আওয়ামীলীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর পরই আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। এর […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯