আজ সোমবার | ২৭ জানুয়ারি ২০২৫ | ১৩ মাঘ ১৪৩১ | ২৬ রজব ১৪৪৬ | সকাল ১০:৫৮
শিরোনাম:
না’গঞ্জে রাজনৈতিক দলগুলিতে চলছে রাজপথ দখলের প্রতিযোগিতা    ♦     মহানগর যুবদলের পিছু ছাড়ছেনা বির্তক    ♦     ১৫ আগস্টের মূল পরিকল্পনাকারীর পর্দা ফাঁস করলেন কর্নেল রাশেদ    ♦     নাসিক ১৭নং ওয়ার্ডে বিএনপি নেতাদের কান্ড সাইনবোর্ড লাগিয়ে সরকারি জায়গা দখল!    ♦     ছাত্রলীগের পোস্টারিংয়ের প্রতিবাদে না’গঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল    ♦     সন্তান হত্যার বিচার চেয়ে সোনারগাঁয়ে সংবাদ সম্মেলন    ♦     নায়িকা পরীমণির বিরুদ্ধে ওয়ারেন্ট    ♦     অন্তর্বর্তী সরকার কি দীর্ঘমেয়াদি সংস্কার করতে পারে?    ♦     বিএনপি সংস্কার-নির্বাচন দুটিই চায়    ♦     এবার এমপি পদও হারাচ্ছেন টিউলিপ    ♦    

না’গঞ্জে রাজনৈতিক দলগুলিতে চলছে রাজপথ দখলের প্রতিযোগিতা

ডান্ডিবার্তা | ২৭ জানুয়ারি, ২০২৫ | ১০:৫৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের সকল রাজনৈতিক দলগুলি নিজেদের অবস্থান শক্ত করার প্রতিযোগিতায় নেমেছে। যেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব ও বিরোধপূর্ণ সম্পর্কের মত সৃষ্টি হচ্ছে এমন আলোচনা হলেও দলীয় নেতাদের মতে এখনো আমরা কেউ কারো প্রতিপক্ষ নয় দলীয় আদর্শ অনুসরণের মাধ্যমে নির্বাচন আসন্ন হওয়ায় দলীয় স্বার্থে অবস্থান সৃষ্টির লক্ষ্যে দলীয় কর্মকান্ড পরিচালনা করছি।তবে এর মূলে রয়েছে দলীয় অবস্থান সৃষ্টি জনমত সৃষ্টি করা। দলীয় সূত্র বলছে, নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র বিএনপি সক্রিয় ভূমিকায় রয়েছে। তবে বিএনপির সাথে রাজনৈতিক প্রতিযোগীতায় বর্তমানে ইসলামদল থেকে বাম রাজনৈতিক দলগুলো অগ্রসর হচ্ছে। এরমধ্যে ইসলামী দলগুলোর মধ্যে রয়েছে জামায়াত ইসলাম,হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস। এছাড়া বাম গণনার রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে ন্যাপ, গণঅধিকার পরিষদ, বাসদ। তবে এসকল রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি অবস্থান তৈরীতে সর্বত্ত তৎপর রয়েছে। যার মাধ্যমে অন্যতম হলেন-নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। যারা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১দফা নিয়ে বিএনপির অবস্থান সৃষ্টিতে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। অপরদিকে নারায়ণগঞ্জের ইসলামী রাজনৈতিকদলগুলো মধ্যে অন্যতম হিসেবে কাজ করছেন জামায়েত ইসলামের মহানগরীর সাবেক আমির মাও মহিউদ্দিন,হেফাজত ইসলামের জন্য কাজ করছেন জেলার সভাপতি মুফতি মনির হোসেন কাশেমী ও মাও ফেরদাউসুর রহমান, খেলাফত মজলিসের জন্য কাজ করছেন কেন্দ্রƒীয় যুগ্ম সচিব এবিএম সিরাজুল ইসলাম মামুন, ইসলামী আন্দোলনের জন্য কাজ করছেন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাসুম বিল্লাহ। ইসলামী দলগুলো ক্লিন ইমেজের অধিকারী হওয়ায় জনসম্পৃক্ততা তৈরীর আগে সাংগঠনিক গতি বাড়াতে কাজ করছে। এছাড়া ইসলামী দলগুলোর মধ্যে আসন্ন নির্বাচনের প্রার্থীরা ইতিমধ্যেই কৌশলে দলীয় নির্দেশ মোতাবেক এগিয়ে যাচ্ছে। এদিকে বাম গণনার রাজনৈতিকদলগুলো বর্তমানে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রকার জনমত সৃষ্টি বা অবস্থান সৃষ্টের জন্য কোন কর্মকান্ড পরিচালনা না করলেও বিভিন্ন দাবি নিয়ে কথা বলছেন। এছাড়া অন্তবর্তীকালীন সরকারের নিকট অন্যায় অত্যাচার দুঃশাসনের বিরুদ্ধে কথা বলছেন তুলে ধরছেন। এসকল বামদলগুলোর মধ্যে-বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক নিখিল দাস, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলার সভাপতি কমরেড হাফিজুল ইসলাম,ন্যাপ নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জের সমন্বয়ক তরিকুল সুজন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা