ডান্ডিবার্তা রিপোর্ট
স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতনের পর বিএনপির মধ্যে চাঙ্গাভাব এসে যায়। আশা জাগে নির্বাচনে অংশ নেয়ার। আর এর জন্য তাদের শক্তিশালী হতে হচ্ছে। কিন্তু সময় যতই ঘনিয়ে আসছে বিএনপির মধ্যে নির্বাচনের প্রার্থীতা নিয়ে বেড়েছে প্রতিযোগিতা। সেই সাথে রয়েছে বিভিন্ন দলের সাথে নির্বাচনী লড়াই করার যোগ্যতা অর্জন। তাই নির্বাচনকে সামনে রেখে যার যা মত মাঠ গুছানোসহ মাঠ দখলের চেষ্টা অব্যাহত রেখেছে। আর এ সকল কাজ করতে গিয়ে বাধছে সংঘর্ষ। উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিবেশ। এ জন্য বিএনপির সামনে কঠিন অতিবাহিত করতে হবে। আর এ জন্য নারায়ণগঞ্জ বিএনপির নেতা, কর্মী ও সমর্থকগণ জেগে উঠেছে। এর আগে গত ২০০৬ সালের পর থেকেই বিএনপির কোন নেতা কর্মীর পক্ষেতো বাড়িতে স্বস্তিতে থাকা সম্ভব ছিলই না এমনকি বিএনপির সাধারণ সমর্থকগণও বাড়িতে থাকতে পারতো না। কোন আন্দোলন সংগ্রামেই আওয়ামী লীগের পেটুয়া বাহিনীসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের অতিমাত্রা চাটুকারিতায় তারা রাজপথে দাঁড়াতে পারেনি। এমনও সময় গেছে বিএনপির সমর্থকদের না পেলে তাদের পরিবার পরিজনদেরও ধরে নিয়ে গিয়ে এক ধরণের গ্রেফতার বাণিজ্যেও মেতে উঠেছিল কেউ কেউ। এমনকি শান্তিতে দলীয় কোন সম্মেলন বা কমিটি গঠনেরও কোন সুযোগ পেতো না বিএনপির বিভিন্ন সংগঠনগুলো। অনেকটা চড়াই উতরাই পার হওয়ার পর এবার কমিটিগুলো পুনর্গঠনের কাজে হাত দিয়েছে জেলা ও মহানগর বিএনপি। এরই মধ্যে জেলা বিএনপির আহŸায়ক কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে। খুবই শীঘ্রই হয়তো মহানগর বিএনপির আহŸায়ক কমিটিও ভেঙ্গে উভয় কমিটিকেই নতুন করে সাজানো হবে বলে নিশ্চিত করেছেন দলীয় একাধিক সূত্র। এরই মধ্যে গত সরকারের শেষ সময়ের দিকে বিএনপি বেশ কিছু মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনের কমিটি গঠন করেছে। তবে বর্তমানে নারায়ণগঞ্জের এই গুরুত্বপূর্ণ কমিটি দুটি গঠন করার পরই তৃণমূল পর্যায়ে দল গুছানোর কাজ শেষ করতে চায়। বিশেষ করে আগামী নির্বাচনের আগেই কমিটিগুলোকে চাঙা করার চেষ্টা করবে বলে জানা গেছে। স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের সাথে কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জ বিএনপির নেতৃত্বকে সুসংগঠিত এবং শক্তিশালী করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। সেসব নির্দেশনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে খুব শীঘ্রই ঘোষণা করা হতে জেলা বিএনপির কমিটি। এরপর মহানগর বিএনপির আহŸায়ক কমিটিও পুনর্গঠন ও পূর্ণাঙ্গ করার দিকে মনোনিবেশ করা হবে। যেহেতু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তাই আপাতত দলীয় কর্মসূচীর দিকে মনোযোগ কমিয়ে দলকে সুসংগঠিত করার জন্য নারায়ণগঞ্জ বিএনপিকে তাগিদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে তাই নারায়ণগঞ্জ বিএনপির সিনিয়র নেতারা ইতিমধ্যেই তৎপর হওয়া শুরু করেছেন বলেও জানা গেছে। দীর্ঘদিন আন্দোলন করে ক্লান্ত হওয়ার পর আওয়ামী লীগের পতনের কারণে দলীয় নেতাকর্মীদের মনোবল এখন চাঙ্গা। সংগঠনের বিভিন্ন কাজে তাই তাদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে। দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত না হলে এই বছর শুরু থেকেই রাজপথে আন্দোলন জোরদার করার পরিকল্পনা ছিল বিএনপির। সে অনুযায়ী তাদের প্রস্তুতি নেওয়ার কথা ছিল। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের পলায়ন বেকায়দায় থাকা বিএনপিকে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। তাই এখন আর সরকার পতন আন্দোলনের দিকে মনোনিবেশ করতে হচ্ছে না। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হওয়া নেতাকর্মীরা মুক্তি পেয়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে পারছেন। এই বিষয়ে অন্তবর্তীকালীন সরকার বিভিন্ন ভূয়া ও হয়রানিমূলক মামলা থেকে মুক্তি পেতে রাজনৈতিক দলগুলোকে সহায়তা করছেন। বিভিন্ন দুর্নীতি ও ফ্যাসিবাদির কারণে নারায়ণগঞ্জের সাধারণ জনগণও এখন আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিএনপি ও সমমনা দলগুলোর দিকে সহানুভূতির দৃষ্টি দিচ্ছেন। তাই দলকে গুছিয়ে এখন আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়াই এখন বিএনপির মূল লক্ষ্য। এ জন্য যা যা করণীয় তাই এখন দলের নেতাকর্মীরা করবে। তাদের অভিমত গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে জুলুমের অবসান ঘটেছে। এবার মানুষ একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক উপায়ে ভোট প্রদানের মাধ্যমে নতুন সরকার গঠনের উদ্যোগ নিবে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের অকল্পনীয় পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিনও ভাবেনি তার সরকারের শুধু পতনই ঘটবে না, বরং তাকে চুপিসারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আওয়ামীলীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর পরই আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। এর […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯