ডান্ডিবার্তা রিপোর্ট
ব্যাপক অভিযোগের প্রেক্ষিতে গত ২৪ ডিসেম্বর বিলুপ্ত করা হয় জেলা বিএনপির কমিটি। কেন্দ্র কর্তৃক প্রেরিত বিলুপ্তির চিঠিতেই বলা হয় শীঘ্রই গঠন করা হবে নতুন কমিটি। এরপর থেকেই জেলাজুড়ে গুঞ্জন চলছে কে হচ্ছেন সভাপতি আর কে হচ্ছেন সাধারণ সম্পাদক। তৃণমূল নেতাকর্মীদের সাথে আলাপকালে জানা যায়, সভাপতি পদে আলোচনায় আছেন তারা হলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক লুৎফর রহমান খোকা, বিএনপির নির্বার্হী সদস্য অধ্যাপক মামুন মাহমুদ, মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, সোনারগার উপজেলা বিএনপির আহŸায়ক আজহারুল ইসলাম মান্নান। এছাড়া সাধারণ সম্পাাদক পদে আলোচনায় আছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক মাশুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সাবেক আহŸায়ক জাহিদ হাসান রোজেল, সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। সভাপতি পদ প্রত্যাশী একাধিক নেতার নাম শোনা গেলেও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক লুৎফর রহমান খোকা অন্যদের চেয়ে এগিয়ে রয়েছেন বলে দাবি তার কর্মী-সমর্থকদের। কর্মী-সমর্থকরা জানান, জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে ১৯৭৭ সালে জগন্নাথ কলেজ ছাত্র সংসদে জেনারেল জিয়া পরিষদ নামের সংগঠনের মধ্য দিয়ে রাজনীতিতে তথা বিএনপির রাজনীতিতে হাতে খড়ি হয় লুৎফর রহমান খোকার। ভিপি ছাগীর এর নেতৃত্বে তৎকালীণ আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন তিনি। বিএনপি গঠন হওয়ার পর থেকেই সরাসরি বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন বিএনপির এই নেতা। ২০০৩ সালে তথা বিএনপির শাসনামলে গ্রাম সরকার ক্যাটাগরিতে গ্রাম সরকার নির্বাচিত হয়ে সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে নিয়োজিত ছিলেন। পরবর্তীতৈ ২০০৯ সালে ২ লক্ষ এর অধিক ভোটারের ভোটে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে নির্বাচিত হন। বিগত আওয়ামী শাসনামলে জেল-জুলুম, হামলা-মামলা, অত্যাচার-নির্যাতন সহ্য করে যারা রাজপথে ছিলেন তাদের মধ্যে লুৎফর রহমান খোকা অন্যতম। ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘ ১৪ বছর দায়িত্ব পালন করেন। ইউনিয়ন বিএনপির সভাপতি হওয়ার কারণে এমন কোনো নির্যাতন নেই, যা তিনি সহ্য করেননি। তবুও দলের আন্দোলন সংগ্রামে থেকে কখনো পিছপা হননি এই নেতা। এরই প্রতিদান হিসেবে প্রথমে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং পরে ২০২২ সালে কেন্দ্র ঘোষিত জেলা বিএনপির কমিটিতে যুগ্ম অহŸায়কের দায়িত্ব পালন করেন তিনি। নেতাকর্মীদের কাছেও প্রিয় খোকা ভাই হিসেবেই পরিচিত তিনি, দাবি অনুসারীদের। আর তাই আগামী জেলা বিএনপির সম্মেলন কিংবা কেন্দ্র কর্তৃক ঘোষিত কমিটিতে লুৎফর রহমান খোকাকে সভাপতি হিসেবে দেখতে চায় তার কর্মী-সমর্থকরা। লুৎফর রহমান খোকা বলেন, তৃণমূলের আকাঙ্খা ভিত্তিতে আমাকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক করা হলে মহান আল্লাহর রহমতে নারায়ণগঞ্জ বিএনপিকে আরও শক্তিশালী দল হিসেবে গড়ে তুলবো। আগামী নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনেই বিএনপির প্রার্থীদের বিজয়ী করবো ইনশাআল্লাহ।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের অকল্পনীয় পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিনও ভাবেনি তার সরকারের শুধু পতনই ঘটবে না, বরং তাকে চুপিসারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আওয়ামীলীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর পরই আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। এর […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯