আজ শনিবার | ১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ মাঘ ১৪৩১ | ১ শাবান ১৪৪৬ | সকাল ১১:১০

সিদ্ধিরগঞ্জের অপরাধ প্রতিরোধের ঘোষণা ওসির

ডান্ডিবার্তা | ০১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৪৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
এলাকাবাসীকে সাথে নিয়ে মাদক ব্যবসায়ী, চুরি, ছিনতাই ও কিশোরগ্যাং প্রতিরোধের ঘোষণা দিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম। তিনি বলেন, এলাকার কোথায় কোথায় এবং কারা মাদক, চুরি, ছিনতাই এবং কিশোরগ্যাংয়ের সাথে জড়িত আপনারা সবাই আমাকে তথ্য দিয়ে সহায়তা করুন। আপনাদের কাছ থেকে তথ্য পেলে আমরা তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে ব্যবস্থা গ্রহন করব। আপনাদেকে সাথে নিয়ে সিদ্ধিরগঞ্জর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একসাথে কাজ করব। আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন, আপনাদের পরিচয় গোপন রাখা হবে। সমাজের সকল স্তরের মানুষ যদি ঐক্যবদ্ধভাবে থানা পুলিশকে সহযোগিতা করেন তাহলে অপরাধীরা সমাজে টিকতে পারবে না। গতকাল শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ২ নম্বর ওয়ার্ডের মৌচাক চিস্তিয়া বেকারী এলাকায় মুক্তাঝিল আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির পরিচিতি সভা ও মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় ওসি শাহীনুর আলম বলেন, সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের মধ্যে আপনারা সর্ব প্রথম একটি ভাল উদ্যোগ গ্রহণ করেছেন। আমি চাই সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের মধ্যে মুক্তাঝিল আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটি একটি মডেল হিসেবে কাজ করবে যেন অন্যরা তাদেরকে অনুসরণ করে সামাজিক শৃঙ্খলা তৈরীতে ভুমিকা রাখতে পারে। আপনাদের পাশে আমরা সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। মুক্তাঝিল আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সভাপতি মাওলানা মাহমুদুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবুর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অত্র পঞ্চায়েতের উপদেষ্টা মাওলানা আব্দুল আজিজ, হাফেজ জাহের আলী, মুহাম্মদ আলী, আলহাজ¦ মো: মিজানুর রহমান মিঞা, আলহাজ¦ মুহাম্মদ দুলাল মিয়া, মো: মুসলিম, মো: বাদল ও মো: শরীফুল ইসলাম। এসময় ৩৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয় এবং তাদেরকে উপস্থিত সকলের সামনে পরিচয় করিয়ে দেয়া হয়।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা