আজ শনিবার | ১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ মাঘ ১৪৩১ | ১ শাবান ১৪৪৬ | সকাল ১০:১৬

ফতুল্লায় জামায়াতের ওরিয়েন্টেশন সভা

ডান্ডিবার্তা | ০১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উত্তর থানার ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে ইউনিট সভাপতিদের নিয়ে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ফতুল্লা থানা আমীর গাজী আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত ও সেক্রেটারি হাফেজ এনামুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ওমর ফারুক নোমানী, আমিন উদ্দিন মোস্তান প্রমূখ। ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, একটি ন্যায়, ইনসাফপূর্ণ, কল্যাণমূখী রাষ্ট্র গঠনের পূর্ব শর্ত। আদর্শ চরিত্রবান সৎ, দক্ষ ও দূর্নীতিমুক্ত নেতৃত্ব। জামায়াতে ইসলামী এমন একদল সৎ, ন্যায়নিষ্ঠ, আদর্শ ও চরিত্রবান লোক তৈরির সংগ্রাম করছে। এ লক্ষ্য অর্জনের সমাজের প্রতিটি মানুষের কাছে ইসলামি আদর্শের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দেয়া এবং প্রতিটি গ্রাম ও মহল্লায় মজবুত সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার জন্য তিনি তৃণমূল নতৃবৃন্দের প্রতি আহŸান জানান। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস তার বক্তব্যে আগামী ৭ ফেব্রæয়ারি নারায়ণগঞ্জ স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর উদ্যোগে যে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে তাতে সর্বস্তরের জনগণের উপস্থিতি নিশ্চিত করার জন্য তিনি ইউনিট সভাপতিদের প্রতি আহŸান জানান। সভাপতির বক্তব্যে গাজী আবুল কাশেম বলেন, আগামীর বাংলাদেশ হবে চাদাবাজ ও দূর্নীতিবাজমুক্ত বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা