আজ শনিবার | ১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ মাঘ ১৪৩১ | ১ শাবান ১৪৪৬ | সকাল ১০:১৬

নারী উদ্যোক্তাদের স্বল্প মূল্যের বাজার

ডান্ডিবার্তা | ০১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছে একদল নারী উদ্যোক্তা। নারায়ণগঞ্জ জেলা নারী উদ্যোক্তা, এ. এন. এ ‘স্বল্প মূল্যের বাজার’ এই ব্যানারে পণ্য তুলে দেয়া হচ্ছে ভোক্তাদের হাতে। এখান থেকে বাজারের তুলনায় অপেক্ষাকৃত কম দামে তিনটি পণ্য কিনতে পারছেন ভোক্তারা। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডে নিত্যপ্রয়োজনীয় পণ্য ডাল, তেল ও আটা সুলভমূল্যে ভোক্তাদের হাতে তুলে দেন সংঠনের সাথে জড়িতরা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী ও অন্যতম নারী উদ্যোক্তা আইভি আরিফিন, সংগঠনের আরেক সমন্বয়কারী ও নারী উদ্যোক্তা মায়া খন্দকার, সমন্বয়কারী ও নারী উদ্যোক্ত কাকলী আক্তার, সমন্বয়কারী পান্না বেগম। তাদের সাথে সহযোগীতায় ছিলেন সমন্বয়কারী মিশু, তানজিল খান, আসিফ প্রমুখ। সংগঠনটির নারী উদ্যোক্তা ও সমন্বয়কারীরা জানান, নি¤œ ও মধ্যবিত্ত পরিবারগুলো যেন স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে এ লক্ষ্যে সরকার টিসিবি কার্যক্রম হাতে নিয়েছে। যদিও চাহিদার তুলনায় তা অনেকটাই অপ্রতুল। তাই টিসিবি কার্যক্রমের আওতায় যারা আসতে পারেন নি, তারাও যাতে বঞ্চিত না হয়, তাই নারায়ণগঞ্জ জেলা নারী উদ্যোক্তাদের পক্ষ থেকে এই এ. এন. এ ‘স্বল্প মূল্যের বাজার’ এর কার্যক্রম আমরা শুরু করেছি। আমরা ৫ কেজি আটা, ১ কেজি তেল ও ১ কেজি মশুরের ডাল দিচ্ছি মাত্র ৪৫০ টাকায়। যেটা বাজার থেকে ক্রয় করতে খরচ হবে ৫২০/৫৩০ টাকা। সুতরাং আমরা বাজার থেকে ৭০/৮০ টাকা কম মূল্যে পণ্যগুলো নি¤œ ও মধ্যবিত্ত পরিবারগুলোর কাছে পৌছে দিচ্ছি। তারা আরও বলেন, প্রাথমিকভাবে আমরা মিশনপাড়াতে এই কার্যক্রম পরিচালনা করে আসছিলাম। অন্যতম নারী উদ্যোক্তা ও সংগঠনের আরেক সমন্বয়কারী মায়া খন্দকার আপার উদ্যোগে আজ থেকে আমরা দেওভোগ এলাকায় এই কার্যক্রম শুরু করলাম। প্রতি সপ্তাহে তিন দিন দেওভোগ এলাকায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা। এছাড়া, পণ্য বিক্রির মাধ্যমে স্বল্প যে আয় হবে, তার শতভাগই আবার ব্যয় হবে এতিমখানা, ছিন্নমূল মানুষের মাঝে। পর্যায়ক্রমে এই কার্যের পরিধি আরও বৃদ্ধি করা হবে জানান সংগঠনের সাথে জড়িতরা। এদিকে, স্বল্পমূল্যে এসব পণ্য কিনতে পেরে খুশী ভোক্তারা। ভোক্তারা জানান, আমরা টিসিবি কার্ড পাই নাই। তাই এখানে স্বল্পমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে জানতে পেরে পণ্য কিনতে এসেছি এবং কিনেছি। বাজার থেকে প্রায় ১০০ টাকার মতো কম দামে পণ্যগুলো পেয়ে আমরা খুশী। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা