ডান্ডিবার্তা রিপোর্ট
স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছে একদল নারী উদ্যোক্তা। নারায়ণগঞ্জ জেলা নারী উদ্যোক্তা, এ. এন. এ ‘স্বল্প মূল্যের বাজার’ এই ব্যানারে পণ্য তুলে দেয়া হচ্ছে ভোক্তাদের হাতে। এখান থেকে বাজারের তুলনায় অপেক্ষাকৃত কম দামে তিনটি পণ্য কিনতে পারছেন ভোক্তারা। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডে নিত্যপ্রয়োজনীয় পণ্য ডাল, তেল ও আটা সুলভমূল্যে ভোক্তাদের হাতে তুলে দেন সংঠনের সাথে জড়িতরা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী ও অন্যতম নারী উদ্যোক্তা আইভি আরিফিন, সংগঠনের আরেক সমন্বয়কারী ও নারী উদ্যোক্তা মায়া খন্দকার, সমন্বয়কারী ও নারী উদ্যোক্ত কাকলী আক্তার, সমন্বয়কারী পান্না বেগম। তাদের সাথে সহযোগীতায় ছিলেন সমন্বয়কারী মিশু, তানজিল খান, আসিফ প্রমুখ। সংগঠনটির নারী উদ্যোক্তা ও সমন্বয়কারীরা জানান, নি¤œ ও মধ্যবিত্ত পরিবারগুলো যেন স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে এ লক্ষ্যে সরকার টিসিবি কার্যক্রম হাতে নিয়েছে। যদিও চাহিদার তুলনায় তা অনেকটাই অপ্রতুল। তাই টিসিবি কার্যক্রমের আওতায় যারা আসতে পারেন নি, তারাও যাতে বঞ্চিত না হয়, তাই নারায়ণগঞ্জ জেলা নারী উদ্যোক্তাদের পক্ষ থেকে এই এ. এন. এ ‘স্বল্প মূল্যের বাজার’ এর কার্যক্রম আমরা শুরু করেছি। আমরা ৫ কেজি আটা, ১ কেজি তেল ও ১ কেজি মশুরের ডাল দিচ্ছি মাত্র ৪৫০ টাকায়। যেটা বাজার থেকে ক্রয় করতে খরচ হবে ৫২০/৫৩০ টাকা। সুতরাং আমরা বাজার থেকে ৭০/৮০ টাকা কম মূল্যে পণ্যগুলো নি¤œ ও মধ্যবিত্ত পরিবারগুলোর কাছে পৌছে দিচ্ছি। তারা আরও বলেন, প্রাথমিকভাবে আমরা মিশনপাড়াতে এই কার্যক্রম পরিচালনা করে আসছিলাম। অন্যতম নারী উদ্যোক্তা ও সংগঠনের আরেক সমন্বয়কারী মায়া খন্দকার আপার উদ্যোগে আজ থেকে আমরা দেওভোগ এলাকায় এই কার্যক্রম শুরু করলাম। প্রতি সপ্তাহে তিন দিন দেওভোগ এলাকায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা। এছাড়া, পণ্য বিক্রির মাধ্যমে স্বল্প যে আয় হবে, তার শতভাগই আবার ব্যয় হবে এতিমখানা, ছিন্নমূল মানুষের মাঝে। পর্যায়ক্রমে এই কার্যের পরিধি আরও বৃদ্ধি করা হবে জানান সংগঠনের সাথে জড়িতরা। এদিকে, স্বল্পমূল্যে এসব পণ্য কিনতে পেরে খুশী ভোক্তারা। ভোক্তারা জানান, আমরা টিসিবি কার্ড পাই নাই। তাই এখানে স্বল্পমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে জানতে পেরে পণ্য কিনতে এসেছি এবং কিনেছি। বাজার থেকে প্রায় ১০০ টাকার মতো কম দামে পণ্যগুলো পেয়ে আমরা খুশী। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক প্রমুখ।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের অকল্পনীয় পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিনও ভাবেনি তার সরকারের শুধু পতনই ঘটবে না, বরং তাকে চুপিসারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আওয়ামীলীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর পরই আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। এর […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯