আজ শনিবার | ১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ মাঘ ১৪৩১ | ১ শাবান ১৪৪৬ | সকাল ১০:১৬

রূপগঞ্জে ডন সেলিমের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল

ডান্ডিবার্তা | ০১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের ৫৬জন নেতাকর্মীর বিরুদ্ধে ক্যাসিনো স¤্রাট সেলিম প্রধান ওরফে ডন সেলিম বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলা প্রত্যাহার ও রূপগঞ্জ আওয়ামী লীগের মদদদাতা ডন সেলিমের গ্রেপ্তার দাবিতে গতকাল শুক্রবার দুপুরে কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল করে। ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের করা হয়। উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রজব আলী ফকিরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন- গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক গোলজার হোসেন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, বিএনপি নেতা শাহীন মিয়া, রেজাই মেম্বার, চন্দন ফকির, নুরুজ্জামান, ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, যুগ্ন সম্পাদক অলিউর হাসান অপু, থানা শ্রমিকদলের সভাপতি কনক, সাইদুর রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা মোমেন ভুঁইয়া, নাঈম ভুঁইয়া সহ আরো অনেকে। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ডন সেলিম রূপগঞ্জে আওয়ামী লীগের নেতাদের এজেন্ডা হিসেবে কাজ করছে। গত ২৮ জানুয়ারি স্বেচ্ছাসেবকদলের শান্তিপূর্ণ মিছিলে ডন সেলিম মাদক কারবারি ও আওয়ামী লীগের লোকজন নিয়ে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। গুলির বেশ কিছু খোসা ডন সেলিমের বাসার ভিতর থেকে উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। উপজেলার সাওঘাট এলাকার বিসমিল্লাহ আড়তের দখল নিয়ে ৫ আগস্টের পর থেকে সেলিম প্রধান নানা অপকর্ম চালিয়ে আসছেন। সেলিম প্রধান ওরফে ডন সেলিম আওয়ামী লীগের লোকজন নিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন। ক্যাসিনো স¤্রাট সেলিমকে দ্রæত গ্রেপ্তারসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান। এর আগে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, গোলাকান্দাইল, সাওঘাট এলাকা প্রদক্ষিণ করে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা