আজ শনিবার | ১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ মাঘ ১৪৩১ | ১ শাবান ১৪৪৬ | সকাল ১০:১৬

গোপন মিশনে না’গঞ্জ আ’লীগ

ডান্ডিবার্তা | ০১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামীলীগের নেতাকর্মীরা আত্মেগোপনে থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নাম দিয়ে দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে এমন অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দলের। বিদেশে পালিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করতে অর্থ যোগানসহ নানা ভাবে তৎপরতা শুরু করার অভিযোগ পাওয়া গেছে। তবে তারা গোপনে প্রস্তুতি নিলেও বিএনপিসহ সমমনা দলগুলি তাদের প্রতিহত করতে সর্ব শক্তি দিয়ে মাঠে থাকার ঘোষনা দিয়েছে। এদিকে ছাত্র জনতার তোপের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই স্থবির হয়ে পড়েছে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম। মামলা, গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় দলটি পরিচালনা করার কোনো নেতা পাওয়া যাচ্ছে না। এর ফলে দীর্ঘ সাড়ে ১৫ বছর শাসন করা দেশের অন্যতম বৃহত্তম দল আওয়ামী লীগের মধ্যে দেখা দিয়েছে নেতৃত্বশূণ্যতা। একই দূরাবস্থা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদেরও। এমন অবস্থায় কেন্দ্র থেকে আগামী ফেব্রæয়ারিতে বড় আন্দোলনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। সেই সঙ্গে ৫টি কর্মসূচির ঘোষণা করা হয়েছে। যে অবস্থায় কেন্দ্র থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে তাতে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের পক্ষে এসব কর্মসূচি পালন করা পুরোই অসম্ভব বিষয়। কেননা বর্তমানে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের পুরোই টালমাটাল অবস্থায়। প্রত্যেক নেতাকর্মী বিচ্ছিন্ন রয়েছেন। যখন আওয়ামী লীগ বাদে অন্যান্য রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠনগুলো রাজপথ দখলে রেখেছে ওই অবস্থায় আওয়ামী লীগের পক্ষে একত্রিত হওয়া মোটেও সহজ বিষয় না। গত ২৮ জানুয়ারি প্রেরকের নাম ছাড়াই দলটির ই-মেইল থেকে পাঠানো বার্তায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বলা হয়, আগামী ১ ফেব্রæয়ারি থেকে ৫ ফেব্রæয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি, ৬ ফেব্রæয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, ১০ ফেব্রæয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ, ১৬ ফেব্রæয়ারি অবরোধ কর্মসূচি এবং ১৮ ফেব্রæয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল। ওই বার্তায় হুঁশিয়ারি দেওয়া হয়, দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের এ সকল কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এই নারায়ণগঞ্জ থেকেই আওয়ামী লীগের গোড়াপত্তন হয়েছিল। সে কারণে নারায়ণগঞ্জকে বলা হয়ে থাকে আওয়ামী লীগের জন্মস্থান। অর্থাৎ বেসামাল দলটির নেতাকর্মীরা নিজ জন্মস্থান জেলাতেই বিলুপ্তির পথে রয়েছে। বরং এই অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মসূচি পালন করতে রাজপথে নামলে তা নিজেদের জন্যই খারাপ হবে। অন্যদিকে, ধীরে ধীরে আবার রাজপথে ফেরার রাস্তা খুঁজছে দলটির নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে বিদেশের মাটিতে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে সরব হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসব সভা-সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন দলের সভাপতি শেখ হাসিনা। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্র্বতীকালীন সরকারের সমালোচনা করার পাশাপাশি নিজেদের জানান দিচ্ছেন তারা। এতে পিছিয়ে নেই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরাও। আওয়ামী লীগের কেউ কেউ মনে করছেন, টানা ক্ষমতায় থাকাকালে যেসব ভুল হয়েছে সেগুলো স্বীকার করে জনগণের কাছে যাওয়া দরকার। আওয়ামী লীগের ভাষ্য, কোনো শক্তি এসে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দেবে না। এখনো দেশের অনেক জনগণই আওয়ামী লীগকে সমর্থন করে। তারা জনগণের কাছে যাওয়ার আগে সাংগঠনিকভাবে নিজেদের শক্তিশালী করবে আওয়ামী লীগ। এর আগে গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের সরকারের পতন ঘটবে তা কখনোই আন্দাজ করতে পারে নি দলটির নেতাকর্মীরা। এর ফলে নেতাকর্মীদের মধ্যে আত্মবিশ্বাসের কোনো ঘাটতি ছিল না। বরং শেখ হাসিনা এভাবে পালিয়ে যাবেন তা কখনোই চিন্তা করতে পারেন নি আওয়ামী লীগের নেতাকর্মীরা। সারাদেশের মতোন নারায়ণগঞ্জেও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হামলা, ভাঙ্গচুর করা হয়েছে। অনেক কার্যালয় লুটপাট করে পুড়িয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনার সরকারের পতন ও দেশত্যাগের পর থেকেই সারাদেশের মতো নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতির মোড় ঘুরে গেছে। যেখানে কিছুদিন আগেও আওয়ামী লীগের নেতাকর্মীরা বড় বড় কথা বলতেন নিজেদের জানান দিতে ব্যস্ত থাকতেন সেখানে তারা একেবারেই আড়াল হয়ে গেছেন। কেউ কেউ প্রকাশ্যে আসার চেষ্টা করলেও সেটা খুবই অল্প সময়ের জন্য। কয়দিন আগেও জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা বড় বড় হুংকার দিয়েছেন। দলীয় যে কোনো কর্মসূচিতে নিজেদের বিভিন্নভাবে জানান দেয়ার জন্য ব্যস্ত থাকতেন। সেই সাথে দলীয় পদ-পদবী ব্যবহার করে বিভিন্নভাবে সুবিধাভোগী হয়েছেন। কিন্তু বর্তমান সংকটকালিন সময়ে আর তাদের দেখা মিলছে না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা