আজ রবিবার | ৯ মার্চ ২০২৫ | ২৪ ফাল্গুন ১৪৩১ | ৮ রমজান ১৪৪৬ | রাত ১০:২৪

মহাসড়কের ডাকাত চক্রের কমান্ডার যে ভাবে আটক

ডান্ডিবার্তা | ০২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:২৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতিতে অতিষ্ট হয়ে পড়েছে দুরপাল্লার যাত্রীরা। ইতিমধ্যে পুলিশ ডাকাত দলের একটি চক্রকে গ্রেফতার করার পর বেরিয়ে আছে এ চক্রের কমান্ডারের নাম। পুলিশ গ্রেফতারকৃত ডাকাতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এ দলের কমান্ডার নারায়ণগঞ্জ বন্দরের উত্তরাঞ্চলের শীর্ষ মাদক কারবারি মোহাম্মদ আলীকে গ্রেফতার করে। রিমান্ডে ডাকাত সদস্যদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে মোহাম্মদ আলী মাদক ব্যবসার অন্তরালে গড়ে তুলেছে এক ভয়ঙ্কর সংঘবদ্ধ ডাকাত দল। আর এ চক্রকে অস্ত্র দিয়ে সহায়তা করে নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের ভাতিজা শীর্ষ সন্ত্রাসী আজমেরী ওসমানের সহযোগী বন্দরের শীর্ষ সন্ত্রাসী আমির হোসেন। ডাকাত মোহাম্মদ আলী যাত্রীবাহী বাস ডাকাত দলের আঞ্চলিক কমান্ডার। তার নিয়ন্ত্রণে র‍্যাব পরিচয়ে যাত্রীবাহী বাসে ডাকাতি করা হয়। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে লাঙ্গলবন্দ এলাকায় গত দেড় মাসে যাত্রীবাহী বাসে পৃথক তিনটি ডাকাতির ঘটনা ঘটিয়েছে এ বাহিনী। অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ ব্যবসায়ী ও দুই প্রবাসী সহ তিন ব্যবসায়ীকে বাস থেকে টেনে হেঁচড়ে নামিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে প্রায় দেড় কোটি টাকা লুটে নেয়ার ঘটনা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছে মোহাম্মদ আলী। দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়। গত ১৪ জানুয়ারি দিন দুপুরে প্রকাশ্যে ২১ লাখ টাকাসহ দুই প্রবাসীকে বাস থেকে টেনে হেঁচড়ে নামানোর ধারণকৃত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে টনক নড়ে পুলিশের। ধারণকৃত ওই ভিডিওতে থাকা শহিদুল ইসলাম মাঝি (৫৪), নেসার উদ্দিন বাচ্চু (৫২) ও বাবুল (৪০) নামে তিন ডাকাতকে প্রথমে গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারি অফিসার এসআই জহিরুল ইসলাম। জানাগেছে, আবু হানিফ (৩৫) ও রাজিব ভূঁইয়া (৩৫) দুই প্রবাসী গত ১৪ জানুয়ারি দুবাই থেকে বাংলাদেশে আসেন। বিমানবন্দর থেকে তারা একটি প্রাইভেটকার যোগে বাইতুল মোকাররম মার্কেটে এসে ডলার ভাঙ্গান। তার পর রাজধানী ফ্লাইওভার থেকে এশিয়া লাইন (১৪-৭৫৩৩) যাত্রীবাহী বাসে উঠে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন। দুপুর আড়াই টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানাধীন জাঙ্গাল এলাকায় আব্দুল মোনেম লিমিটিড গেইটের সামনে বাসটি পৌঁছালে একটি সাদা রংয়ের হাইয়েজ বাসটি গতিরোধ করে ৩/৪ জন লোক র‍্যাবের পোষাক পরিহিত অবস্থায় বাসের ভেতর প্রবেশ করে। এরপর ডাকাতরা নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে প্রবাসী রাজিব ভূইয়া ও আবু হানিফের বিরুদ্ধে মামলা আছে বলে বাস থেকে নামিয়ে ডাকাতদের ব্যবহৃত হাইয়েজ গাড়িতে তুলে। এসময় প্রবাসীদের সঙ্গে থাকা কালো ও বুলু রংয়ের ব্যাগে থাকা নগদ ৫ হাজার ব্রিটিশ পাউন্ড, ২ হাজার অস্ট্রেলিয়ান টাকা, ২টি মোবাইল ফোন, ৩টি পাসপোর্ট সহ ২১ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে তাদেরকে ডেমরা এলাকার একটি পরিত্যাক্ত রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। এঘটনায় প্রবাসী আবু হানিফ বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। গত ৪ জানুয়ারি কুমিল্লা দেবিদ্ধারের মৃত চাঁন মিয়ার ছেলে রফিকুল ইসলাম(৫০) নামে এক স্বর্ণ ব্যবসায়ী ৬৫ লাখ নিয়ে এশিয়া লাইন পরিবহনে ঢাকা আসার পথে লাঙ্গলবন্দ এলাকায় পৌঁছালে র‍্যাব পরিচয়ে বাস নামিয়ে একই কায়দা সর্বস্ব লুটে নিয়ে যায় ডাকাতদল। গত বছরের ২৮ অক্টোবর রাতে চট্রগ্রাম সদর থানার ২২নং গোলাপ সিং লেন এলাকার মৃত সুকুমার রায়ের ছেলে চন্দন রায় (৫৩) ঢাকা থেকে চট্রগ্রাম যাচ্ছিলেন। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ পৌঁছালে ৪০ ভরি স্বর্ণালঙ্কারসহ হানিফ পরিবহন থেকে নামিয়ে নিয়ে যায় ডাকাতরা। পরে ব্রিজের নিচে ফেলে রেখে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে র‍্যাব পরিচয়ে যাত্রীবাহী বাসে ৩টি ডাকাতির ঘটনায় আঞ্চলিক কমান্ডার মোহাম্মদ আলী সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনটি ঘটনা ঘটিয়েছে বলে রিমান্ডে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি প্রদান করে তারা। গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা