আজ রবিবার | ২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯ মাঘ ১৪৩১ | ২ শাবান ১৪৪৬ | সকাল ৯:২২
শিরোনাম:
বিতর্কিত কর্মকাÐে গিয়াস বলয়ের পতন!    ♦     যুবদলের তৃনমুলে ক্ষোভ বাড়ছে    ♦     পুরনো রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে দেশ চলতে পারে না : নুরুল হক নুর    ♦     হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদিউজ্জামান বদু প্যানেলের গণসংযোগ    ♦     শীতলক্ষ্যাপাড়ে ওয়াকওয়েতে বেড়েছে ছিনতাই    ♦     প্রকাশ্যে দাপুটে মহড়ায় শামীম ওসমানের বিশ্বস্ত দুই নৌকার চেয়ারম্যান!    ♦     সিদ্ধিরগঞ্জে একই মঞ্চে বিএনপি ও আ’লীগ নেতাদের উপস্থিতি নিয়ে সমালোচনার ঝড়    ♦     আড়াইহাজারে জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত    ♦     দেশে গভীর ষড়যন্ত্র চলছে-তারেক রহমান    ♦     আইসিইউ থেকে এইচডিইউতে সাবিনা ইয়াসমিন    ♦    

ফতুল্লায় কিশোরগ্যাং সদস্যদের অস্ত্রের মহড়ায় এলাকায় আতঙ্ক

ডান্ডিবার্তা | ০২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:২৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লার জেলা পরিষদ সংলগ্ন ফকির গার্মেন্টস রোড এলাকায় জমি সংক্রান্ত জেরে মাদক ব্যবসায়ী ও কিশোরগ্যাং এ সদস্য শফিকুল ও খোরশেদগং অত্যাচার ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির আশপাশ এলাকায় মোহড়া দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মো.ইদ্রিস শেখের ছেলে মো.মঞ্জু শেখ ফতুল্লা মডেল থানায় শফিকুল ও খোরশেদগংয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায় যে, সস্তাপুর জেলা কারাগারের পাশের বাসিন্দা আবদুল মজিদ বেপারীর ছেলে শফিকুল, মৃত.জামালের ছেলে রনি ও জনি,তাদের সহযোগি কাউসার,অপর সহযোগি কাউসার, খোরশেদ, মৃত, আনিছউদ্দিনের ছেলে ইউসুফ ও কাশেমসহ অজ্ঞাতনামা ৪/৫জন বিবাদীগণ জায়গা জমির জের ধরিয়া আমাদের সহিত শত্রুতা পোষণ করিয়া আসিতেছে এবং ঝায়-ঝামেলা করিয়া আসিতেছে। উক্ত বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজননের মধ্যস্থতায় আপোষ মিমাংশা হওয়া সত্তে¡ও বিবাদীগণ গত শুক্রবার রাতে  শফিকুলের নেতৃত্বে সকল বিবাদীগণ ছুরি, চাকু সহ বিভিন্ন দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়া বে-আইনী জনতাবদ্ধে দলবদ্ধ হইয়া আমার উপরোক্ত ঠিকানার বাসায় আমাকে হত্যার করার উদ্দেশ্যে আসিয়া আমাদের তালাবদ্ধ গেইট ভাঙ্গার চেষ্টা করে। অতঃপর আশেপাশের লোকজন আগাইয়া আসিলে এবং বিবাদীগণ আমার গেইটের তালা ভাঙ্গিতে ব্যর্থ হইলে ৬নং বিবাদী খোরশেদ তাহার মোবাইল হইতে আমাকে ফোন করিয়া যেখানে পাবে চিরতরে হত্যা করিবে মর্মে হুমকি প্রদান করে। থানায় অভিযোগকারী মঞ্জু শেখ বলেন, থানায় অভিযোগের পর থেকে বিবাদীরা আরও বেপরোয়া আকাওে রুপ ধারন করেছে। তারা আমাকে এবং আমার ছোটভাইকে যেখানে পাবে সেখানেই ক্ষতিসাধন করবে মর্মে অব্যাহত হুমকী প্রদান করে আসছে। তাদের অব্যাহত হুমকীর কারনে আমি আমার পুরো পরিবার নিয়ে শংকার মাঝে দিনানিপাত করছি। সরেজমিনে গিয়ে জানা যায় যে, শফিকুল জেলা পরিষদ এলাকাতে একজন চিহিৃত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে থানায় মাদক মামলাও রয়েছে। খোরশেদ এবং জনি তারা উক্ত এলাকায় কিশোরগ্যাং সক্রিয় সদস্য হিসেবে র্বজন পরিচিত। ৫ আগষ্টের পর পালিয়ে যাওয়া নগরীর ভাইজান হিসেবে খ্যাত আজমেরী ওসমানের সেকেন্ড ইন কমান্ড নাসির ওরফে নোয়াখাইল্লা নাসির বাহিনীর সদস্য ছিলেন তারা। তাদের বাহিনীর সদস্যরা প্রতিদিনই এলাকাতে সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে মোহড়া দিয়ে সাধারন মানুষের মাঝে আতংক ছড়িয়ে থাকে। শুক্রবারের ঘটনা তার মধ্যে অন্যতম। সেখানে শফিকুল ও খোরশেদগংরা উক্ত রোডের পাশে একটি অটো গেরেজের সামনে মোহড়া দিয়েছে তার ভিডিও ফুটেজ ও অভিযোগের বাদীকে মুঠোফোনে হুমকী দেয়ার ভয়েজ রেকর্ডটি অত্র প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে। স্থানীয়রা শফিকুল ও খোরশেদগংদের অত্যাচার থেকে বাচঁতে ফতুল্লা মডেল থানা পুলিশ ও র‌্যাব-১১’র সদস্য হস্তক্ষেপ কামনা করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা