ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, “আওয়ামী দুঃশাসন আমলে যারা গুম, খুন, লুটপাট এবং দুর্নীতিতে জড়িত ছিল, তাদের অনেকে এখনো বহাল তবিয়তে আছে। জুলাই গণহত্যায় যারা জড়িত ছিল, তাদের অনেকে এখনো গ্রেফতার হয়নি। দ্রæত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। গতকাল শনিবার সকালে বান্টি বাজারে আড়াইহাজার উপজেলার দুপতারা ইউনিয়ন জামায়াতের আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুহাম্মদ হাফিজুর রহমান আরও বলেন, “বিগত ফ্যাসিস্ট আমলে গুম হওয়া অনেকেই এখনো ফিরে আসেনি। গুম হওয়াদের পরিবারের সদস্যরা এখনো তাদের ফিরে পাবার আশা নিয়ে অশ্রæ ঝরাচ্ছে, শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি, আহতরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে। অথচ এত অপরাধ করার পরেও ফ্যাসিস্টদের সহযোগীরা সবাই এখনো গ্রেফতার হয়নি। তাদের দ্রæত বিচারের আওতায় না আনলে, তারা আবারও গুম-খুনের রাজত্ব কায়েমের অপচেষ্টা চালাবে। দুপতারা ইউনিয়ন আমীর মোহাম্মদ কামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য, সাবেক ছাত্রনেতা অধ্যাপক গিয়াস উদ্দিন মাসুদ, দুপতারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইলিয়াস আলী মোল্লা, মাওলানা আশরাফুল ইসলাম, আড়াইহাজার উত্তর উপজেলা আমীর মাওলানা মনিরুল ইসলাম, আড়াইহাজার দক্ষিণ উপজেলা আমীর মাওলানা হাদিউল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি আকরাম হোসাইন এবং মোতাহার হোসাইন প্রমুখ।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের অকল্পনীয় পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিনও ভাবেনি তার সরকারের শুধু পতনই ঘটবে না, বরং তাকে চুপিসারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আওয়ামীলীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর পরই আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। এর […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯