আজ রবিবার | ২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯ মাঘ ১৪৩১ | ২ শাবান ১৪৪৬ | সকাল ৮:৫৬
শিরোনাম:
বিতর্কিত কর্মকাÐে গিয়াস বলয়ের পতন!    ♦     যুবদলের তৃনমুলে ক্ষোভ বাড়ছে    ♦     পুরনো রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে দেশ চলতে পারে না : নুরুল হক নুর    ♦     হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদিউজ্জামান বদু প্যানেলের গণসংযোগ    ♦     শীতলক্ষ্যাপাড়ে ওয়াকওয়েতে বেড়েছে ছিনতাই    ♦     প্রকাশ্যে দাপুটে মহড়ায় শামীম ওসমানের বিশ্বস্ত দুই নৌকার চেয়ারম্যান!    ♦     সিদ্ধিরগঞ্জে একই মঞ্চে বিএনপি ও আ’লীগ নেতাদের উপস্থিতি নিয়ে সমালোচনার ঝড়    ♦     আড়াইহাজারে জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত    ♦     দেশে গভীর ষড়যন্ত্র চলছে-তারেক রহমান    ♦     আইসিইউ থেকে এইচডিইউতে সাবিনা ইয়াসমিন    ♦    

শীতলক্ষ্যাপাড়ে ওয়াকওয়েতে বেড়েছে ছিনতাই

ডান্ডিবার্তা | ০২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৩৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
চল্লিশোর্ধ্ব সাদা মিয়া। পেশায় রাজমিস্ত্রি কাজ শেষে অপর পাঁচ সহকর্মীর সাথে শীতলক্ষ্যাপাড়ে বিআইডবিøউটিএ নির্মিত ওয়াকওয়ে (হাঁটার পথ) ধরে বাড়ি ফিরছিলেভ। তখন দুপুর দুইটা। ভর দুপুর বেলা ধারালো অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার হন এ রাজমিস্ত্রি। মাসখানেক আগের ঘটনার বর্ণনা দিতে গিয়ে সাদা মিয়া বলেন, “চারজন কিশোর ছেলে ছিল৷ তাদের হাতে ছিল সুইচ গিয়ার চাকু। আমরা ছিলাম ছয়জন, কিš‘ ওরা ছুরি বের করে যা আছে দিয়ে দিতে বলে। আমাদের কারো হাতে আর কিছু ছিল না। আমার হাতের টাচ মোবাইলটি নিয়ে চলে যায়। ওদের হাতে ছুরি দেখে আর ভয়ে আমরা কিছু বলিনি। এমন প্রতিদিনই ঘটছে। নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ ঘাট থেকে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকা পর্যন্ত নদীর তীর ঘেঁষে হাটার পথ তৈরি করা হয়েছে। আগেও এ এলাকায় ছিনতাই হলেও গত কয়েকমাস ধরে এই এলাকায় বিআইডবিøউটিএ নির্মিত ইকো পার্ক চালু হওয়ায় তা বেড়েছে কয়েকগুন। এতে ভীত ¯’ানীয় লোকজনও। স্থ’ানীয়দের সাথে কথা হলে তারা জানান, আশেপাশের এলাকা এ ওয়াকওয়েতে হাঁটতে আসা লোকজন প্রায় সময় ছিনতাইয়ের শিকার হন। ¯’ানীয়রাও বাদ পড়েন না। নদীর পাড়ের জায়গাটি নির্জন থাকায় দিনের বেলায়ও চলে ছিনতাই। যা বাড়ে সন্ধ্যার পর৷“চোখের সামনে ছিনতাই হতে দেখলেও ধারালো অস্ত্র বহনকারী ছিনতাইকারীদের বাধা দেবার সাহস কেউ করেন না”, বলছিলেন সরকারি তোলারাম কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্র। অমিত হাসান নামে ওই ছাত্র বলেন, “জায়গাটি খুব সুন্দর। তাই আশেপাশের অনেকেই এখানে হাঁটতে আসেন। তাদেরই টার্গেট করে ছিনতাইকারীরা। বিশেষ করে কোনো তরুণ-তরুণীকে ওয়াকওয়ে ধরে হাঁটতে দেখলেই ছুরি ধরে সবকিছু লুটে নেয়৷ পাঁচ-সাত মিনিটের মধ্যেই লুট করে চলে যায় তারা। ছিনতাইকারীদের বেশিরভাগই আশেপাশের বখে যাওয়া কিশোর-তরুণ বলে জানান স্থানীয়রা৷ তারা জানান, ওয়াকওয়ের পাশেই বেশকিছু শিল্প কারখানা রয়েছে৷ এসব কারখানার পেছনের খালি অংশে আড্ডা দেয় এসব ছিনতাইকারীরাভ। বিনা বাধায় সেখানে মাদকসেবনও চলে। সন্ধ্যার পর এ হাঁটার পথটি অনিরাপদ হয়ে ওঠে। হাজীগঞ্জ-গোদনাইল ওয়াকওয়েতে ঘুড়ি ওড়াচ্ছিলেন একদল কিশোর। আশেপাশেই তাদের বাসা৷ তাদের মধ্যে ল²ীনারায়ণ কটনমিল হাই স্কুলের দশম শ্রেণির এক ছাত্র বলেন, দুই সপ্তাহ আগে সকাল সাড়ে নয়টার দিকে এক তরুণকে আটকে তার মোবাইল-মানিব্যাগ লুটে নেয় দুই ছিনতাইকারী৷ ওই তরুণ মাঝিপাড়া এলাকা থেকে হাজীগঞ্জ ঘাটের দিকে যা”িছলেন৷ “সারাদিন চিপায়-চাপায় বইসা নেশা-টেশা করে, তারপর লোকজনের সামনে ছুরি লইয়া ছিনতাই করে৷ এৱাকার সবাই তাগোরে চিনে, কিš‘ কেউ কিছু কয় না৷ পুলিশের তো কোনো খবরই থাকে এদিকে৷” ¯’ানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, হাজীগঞ্জ থেকে গোদনাইল পর্যন্ত এ এলাকায় অনেক ভ্রাম্যমান লোকের বসবাস৷ ছিনতাইকারীদের একটি অংশ অসংখ্য হত্যা ও চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত আজমেরী ওসমানের সন্ত্রাসী বাহিনীর সদস্য৷ এছাড়া, ¯’ানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষরাও তাদের স্বার্থে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন, যারা ছিনতাই করে বেড়ান৷ শুধু শীতলক্ষ্যার পাড়ঘেঁষা হাঁটার পথই না, পাশের হাজীগঞ্জ এম সার্কাস, মাঝিপাড়া, হাজীগঞ্জ কেল্লার আশেপাশেও ছিনতাইকারীদের আনাগোনা৷ এ পথে চলাচলকারী ব্যক্তিরা প্রায় সময়ই ছিনতাইয়ের শিকার হন৷ কয়েকদিন আগে এক ছিনতাইকারীকে ধরে ¯’ানীয়রা গণপিটুনিও দিয়েছেন বলেও জানান এম সার্কাস এলাকার এক দোকানি৷ নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “এম সার্কাস, হাজীগঞ্জ রোড, কেল্লার পাশের রোডসহ তার আশেপাশের এলাকায় ছিনতাই তো নিত্যনতুন ঘটনা৷ সন্ধ্যার পর কেউ হাঁইটা গেছে ইয়া নফসি করতে থাকে৷ সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ছিনতাইয়ের কিছু অভিযোগ আমরাও শুনেছি। ¯’ানীয়দের মাধ্যমে কিছু অভিযোগ আমরাও পেয়েছি৷ এ ব্যাপারে আমি পুলিশের টহল পার্টিকে নির্দেশনা দিয়েছি৷ নিয়মিত ওই এলাকায় পুলিশের টহল থাকবে৷ ছিনতাইকারীদের চিহ্নিত করতেও পুলিশ কাজ করছে বলে তিনি জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা