আজ রবিবার | ২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯ মাঘ ১৪৩১ | ২ শাবান ১৪৪৬ | সকাল ৮:৪৫
শিরোনাম:
বিতর্কিত কর্মকাÐে গিয়াস বলয়ের পতন!    ♦     যুবদলের তৃনমুলে ক্ষোভ বাড়ছে    ♦     পুরনো রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে দেশ চলতে পারে না : নুরুল হক নুর    ♦     হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদিউজ্জামান বদু প্যানেলের গণসংযোগ    ♦     শীতলক্ষ্যাপাড়ে ওয়াকওয়েতে বেড়েছে ছিনতাই    ♦     প্রকাশ্যে দাপুটে মহড়ায় শামীম ওসমানের বিশ্বস্ত দুই নৌকার চেয়ারম্যান!    ♦     সিদ্ধিরগঞ্জে একই মঞ্চে বিএনপি ও আ’লীগ নেতাদের উপস্থিতি নিয়ে সমালোচনার ঝড়    ♦     আড়াইহাজারে জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত    ♦     দেশে গভীর ষড়যন্ত্র চলছে-তারেক রহমান    ♦     আইসিইউ থেকে এইচডিইউতে সাবিনা ইয়াসমিন    ♦    

যুবদলের তৃনমুলে ক্ষোভ বাড়ছে

ডান্ডিবার্তা | ০২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ আহŸায়ক কমিটি নিয়ে শুরুতেই চলছে নানা বিতর্ক। ব্যাক্তি পুজারী এবং সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় এবং যারা গত আওয়ামীলীগ সরকারের ১৬ বছরে রাজপথে যুবদলের আন্দোলন সংগ্রামে ছিলো তাদের দিয়ে করা হয়নি মহানগর কমিটি কিন্তু যারা কখনোই যুবদলের আন্দোলনে এমনকি একদিন ও অংশগ্রহন করেনি তাদের দিয়ে করা হয়েছে এই পকেটে কমিটি। মহানগর কমিটির আহŸায়ক ও সদস্য সচিবের আশির্বাদপুষ্ট ওয়ানম্যান অযোগ্য অনেকেই এ কমিটিতে আছেন বলে অভিযোগ করেছেন যুবদলের তৃণমূল নেতা-কর্মীরা। তাঁরা বলছেন, ত্যাগী অনেক নেতাই কমিটিতে ঠাঁই পাননি। এমনকি যাঁরা বিগত আন্দোলন-সংগ্রামে অংশগ্রহনের মাধ্যমে ঘাম ঝরিয়েছেন, তাঁরাও নেই। সদস্য সচিব শাহেদের আদমজী ইপিজেটসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঝুট ব্যাবসা ও একক আধিপত্য বিস্তার ও করতেই অযোগ্য যারা গত আওয়ামীলীগ দোসরেদের দিয়ে পকেট কমিটি করার অভিযোগ রাজপথের আন্দোলন সংগ্রামে থাকা ত্যাগী নেতা-কর্মীদের। শাহেদের আশির্বাদপুষ্ট ওয়ানম্যান অযোগ্য অনেকেই এ কমিটিতে আছেন বলে অভিযোগ করেছেন যুবদলের তৃণমূল নেতা-কর্মীরা। এদিকে, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণার পরপরই দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে উপস্থিত থাকা নেতৃবৃন্দের একাংশের নাম উক্ত কমিটিতে না থাকায়  ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা ঘোষিত কমিটি যাচাই বাছাই করে অযোগ্যদের বাদ দিয়ে সংশোধিত কমিটি ঘোষণার আহŸান জানান। এ ছাড়া নতুন এই আহŸায়ক কমিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও অনেকেই সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করছেন। পদবঞ্চিত নেতা-কর্মীদের অভিযোগ, ব্যাক্তিপুজারী মাইম্যান ও সাংগঠনিক অযোগ্যরা ঠাই পেলেও দীর্ঘদিনের পরীক্ষিত, যোগ্য ও ত্যাগী অনেক নেতা কমিটিতে নেই। অথচ এসব নিবেদিতপ্রাণ নেতৃবৃন্দরা ১৭ বছর ধরে দলীয় সকল কর্মসূচিতেই ছিলেন। তারা আরো জানান,  সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় ব্যক্তিরা কমিটিতে থাকার পাশাপাশি মিছিলের সামনে ক্যামেরাবন্দী অথবা নেতার পাশাপাশি অবস্থান থাকতে গিয়ে এবং ফটোসেশন করার নামে দলীয় কর্মসূচিতে বিশৃঙ্খলা করেও অনেক নেতা এখন সফলভাবেই এই কমিটির উচ্চ পদে আসিন হয়েছেন। এ বিষয়ে যুবদলের সাবেক সিদ্ধিরগঞ্জের ত্যাগী নেতা মাহবুব হোসেন বলেন, বিগত দিনের দলীয় কর্মসূচী, আন্দোলন-সংগ্রাম বা মিটিং-মিছিলে মাত্র ১জন হিসেবে অংশগ্রহণকারী অথবা কেউ কেউ বড়জোর মাত্র ৫-৬ জন নিয়ে দলীয় কর্মসূচী, আন্দোলন-সংগ্রাম বা মিটিং-মিছিলে এসেছেন। সেসব নেতাও এই কমিটির এখন যোগ্যতম পদে আসিন হয়েছে এবং এদের একমাত্র যোগ্যতা ছিলো দলীয় কর্মসূচীতে অপ্রয়োজনীয়ভাবে স্টেজে উঠে কর্মসূচীর সৌন্দর্য নষ্ট করা আর নেতাদের পাশে গিয়ে জোরজবরদস্তি  দাড়িয়ে ক্যামেরার সামনে ফোকাসে থাকা। তবে এসব মাঠপর্যায়ের নিষ্ক্রিয় নেতারা আবার লবিংপর্যায়ে সক্রিয়তার মাধ্যমে এসব পদে অধিষ্ঠিত হতে পেরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  তিনি বলেন শুধুমাত্র শাহেদের একক অধিপত্য বিস্তার ও ঝুট সন্ত্রাস নিয়ন্ত্রনের জন্য এই পকেট কমিটি করা হয়েছে, এই কমিটিকে শাহেদ তার বাপের পৈত্তিক সম্পত্তি মনে করছে তাই এখানে কোন ত্যাগী নেতাকর্মী নেই। এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিদ্ধিরগঞ্জ থানার সাবেক নেতা শাহজালাল (কালু) বলেন, আমার বয়স ৪৬ চলছে। বিগত ১৭ বছর নারায়ণগঞ্জসহ ঢাকা ভিত্তিক কেন্দ্র ঘোষিত মিছিল-মিটিং হয়েছে আর আমি ছিলাম না, এমন নজির নেই। আমাকে বাদ দিয়ে এই কমিটির লিষ্ট করা হয়েছে যা কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দান করেছে এতে আমার কোনো অভিযোগ বা ক্ষোভ নেই। তবে যাঁরা গত ১৭ বছর পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়ে আন্দোলন করেছে, তপ্ত রাজপথে শরীরের রক্ত, ঘাম বিসর্জন দিয়ে মৃত্যু মুখ থেকে ফিসে এসেছে এমন ব্যক্তিরাও ঠাই পায়নি, এটা ভেবে খারাপ লাগছে। ছাত্র-জনতার আন্দোলনে আমার ছোটভাই শাহআলম গুলিবিদ্ধ হয়েছে। বিগত দিনের আন্দোলন-সংগ্রামে শরীর থেকে ঘাম ঝরেছে। এই ঘামের প্রতিটি ফোঁটা আমি কমিটিতে না থাকা নেতা-কর্মীদের উৎসর্গ করলাম। তিনি আরো বলেন, কমিটিতে ঠাঁই না পেলেও শহীদ জিয়ার বিশ্বস্ত সৈনিক হিসেবে দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করব। কিন্তু ব্যক্তি পুজারীরা আর কর্মীবিহিন মাইম্যানেরা ঠাঁই পেলেও বিগত আন্দোলন-সংগ্রামে কর্মীবাহিনি নিয়ে রাজপথে ভূমিকা রাখা যুবদলের নেতাদের কমিটিতে ঠাঁই হয়নি, এটা দুঃখজনক। এ বিষয়ে যুবদলের সাবেক নেতা মোঃ ইকবাল হোসেন বলেন, বর্তমান ক‌মি‌টির অ‌নে‌কেই ই‌তিপূ‌র্বে বিএন‌পির সা‌থে স‌ক্রিয় ছিল না যুবদল‌তো প‌রের বিষয়। বর্তমান ক‌মি‌টি কার্যত এক‌টি অথর্ব ক‌মি‌টি। অথচ বিগত দি‌নে যারা যুবদ‌লের জন্য সবসময় রাজপ‌থে ছিল এবং আ‌ছে তা‌দের‌কে ক‌মি‌টি‌তে স্থান দেওয়া হয়‌নি। শুধুমাত্র নিজস্ব বলয় করার জন্য কিছু ব‌হিরাগ‌তের নি‌য়ে ক‌মি‌টি করা হ‌য়ে‌ছে। অ‌নেক সা‌বেক ত্যা‌গি যুবদ‌লের নেতা র‌য়ে গে‌ছে যা‌দের বতর্মান মহানগর ক‌মি‌টি‌তে রাখাই হয়‌নি। প‌রি‌শে‌ষে এক‌টি কথায় বল‌বো বর্তমান ক‌মি‌টি‌তে দল পাগল লোক‌দের চে‌য়ে ব্য‌ক্তি পাগল লো‌কে‌দেরই স্থান হ‌য়ে‌ছে বে‌শি। যা‌দের‌কে ক‌মি‌টিতে স্থান দেওয়া হ‌য়েছে এদের ম‌ধ্যে অ‌নে‌কেই পঁচ তা‌রি‌খের পূ‌র্বে এক‌দি‌নের জন্যও বিএন‌পি কর‌ছেন এমন কোন প্রমান দেখা‌তে পার‌বেন না। উল্লেখ্য, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের গঠিত আংশিক কমিটি গত ১৪ই জানুয়ারি ৫১ সদস্যের পূর্ণাঙ্গ আহŸায়ক কমিটি ঘোষনা করা হয়। এতে  আহŸায়ক হিসেবে দায়িত্ব পান মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান শাহেদ আহমেদ। দলটির কেন্দ্রীয় যুবদল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। উক্ত পূর্ণাঙ্গ আহŸায়ক কমিটিতে ১ জন সিনিয়র যুগ্ম আহবায়ক ও ১১ জন যুগ্ম আহবায়ক এবং ৩৭ জন সদস্য হিসেবে দায়িত্ব পান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা