আজ সোমবার | ৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২০ মাঘ ১৪৩১ | ৩ শাবান ১৪৪৬ | রাত ১০:২৬

অবশেষে ত্যাগীদের সমন্বয়ে বিএনপি হচ্ছে!

ডান্ডিবার্তা | ০৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৪৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। ত্যাগী ও রাজপথের নেতাদের সমন্বয়ে জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদকে আহŸায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভী। এদিকে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক কমিটি ঘোষনার পর থেকে দলের তৃনমূল নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দলের সাধারন নেতাকর্মীরা মনে করেন, নারায়ণগঞ্জ বিএনপিকে শক্তিশালী করার জন্য বর্তমান আহŸায়ক কমিটি বিশেষ গুরুত্ব বহন করবে। আহŸায়ক কমিটিতে যারা রয়েছেন প্রত্যেকেই মাঠের রাজনীতি থেকে উঠে এসেছে। সে সাথে আহŸায়ক কমিটির প্রত্যেকেই তৃণমূলের কাধে কাদ মিলিয়ে স্বেরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সফল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই সাধারন নেতাকর্মীরা বর্তমান কমিটিকে সাধুবাদ জানিয়ে নারায়ণগঞ্জে তাদের নেতৃত্বেই বিএনপির রাজনীতিকে শক্তিশালী করার জন্য পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন। তাছাড়া, আহŸায়ক কমিটির মতই জেলা বিএনপির পূনাঙ্গ কমিটি ঘোষনার ক্ষেত্রে ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়ন করবেন কেন্দ্রের কাছে এমনটাই দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জের বিএনপির সাধারন নেতাকর্মীরা। সূত্রমতে, নারায়ণগঞ্জ জেলা বিএন‌পির কমিটি বিলুপ্ত করার ৪০ দিন পর ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহŸায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার বিএনপির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা দেয়া হয়। আংশিক ক‌মি‌টি‌তে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদকে আহŸায়ক করা হয়েছে।নজাতীয় নির্বাহী কমিটির আরেক সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে করা হয়েছে ১ নং যুগ্ম আহŸায়ক। এছাড়াও মাশুকুল ইসলাম রাজিব ও শরীফ আহমেদ টুটুলকে যুগ্ম আহŸায়ক এবং জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে সদস্য করা হয় এই কমিটিতে। উল্লেখ্য, গত বছরের ২৪ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়ছিল, অতি সত্ত¡র বিলুপ্ত এই কমিটি ঘোষণা করা হবে। এর আগে গত ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের নেতৃত্বাধীন কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। অভিযোগ তদন্তে বিএনপির কেন্দ্র থেকে করা হয় কমিটি।বসেই কমিটির সুপারিশের ভিত্তিতে গিয়াস-খোকনের কমিটি বিলুপ্ত করা হয়। প্রসঙ্গত, ২০২৩ সালের ১৮ জুন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন সভাপতি ও গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা