আজ মঙ্গলবার | ৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২১ মাঘ ১৪৩১ | ৪ শাবান ১৪৪৬ | বিকাল ৩:৩৯

শহরে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

ডান্ডিবার্তা | ০৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশ আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি শহরের বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করেছে। এসময় আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র বা কর্মসূচির বিরুদ্ধে তারা রাজপথে থাকবেন এবং প্রতিরোধ গড়ে তুলবেন বলে ঘোষণা দেন বিএনপি নেতারা। গতকাল রোববার সন্ধ্যায় মহানগর বিএনপির আহŸায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মিছিলটি নিতাইগঞ্জ নগরভবনের সামনে থেকে শুরু হয়। মিছিলটি নিতাইগঞ্জ মোড়, পাইকপাড়া, জল্লারপাড়া, দেওভোগ পাক্কারোড়, দুই নং রেলগেট, বিবি রোড হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মহানগর বিএনপির নেতারা বলেন, “দেশবিরোধী খুনি শেখ হাসিনার সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। বিএনপির নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে। আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সাধারণ জনগণ ও বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। তারা আরও বলেন, “অর্জিত বিজয় যাতে কোনো ষড়যন্ত্রকারী নস্যাৎ করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগের যেকোনো কর্মসূচির বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা দিলো বিএনপি। মিছিলে অংশগ্রহণ করেন, মহানগর বিএনপির যুগ্ম আহŸায়ক মনির হোসেন খান, আহŸায়ক কমিটির সদস্য: এডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মহানগর যুবদলের আহŸায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদসহ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ মহানগর ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা