ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশ আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি শহরের বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করেছে। এসময় আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র বা কর্মসূচির বিরুদ্ধে তারা রাজপথে থাকবেন এবং প্রতিরোধ গড়ে তুলবেন বলে ঘোষণা দেন বিএনপি নেতারা। গতকাল রোববার সন্ধ্যায় মহানগর বিএনপির আহŸায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মিছিলটি নিতাইগঞ্জ নগরভবনের সামনে থেকে শুরু হয়। মিছিলটি নিতাইগঞ্জ মোড়, পাইকপাড়া, জল্লারপাড়া, দেওভোগ পাক্কারোড়, দুই নং রেলগেট, বিবি রোড হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মহানগর বিএনপির নেতারা বলেন, “দেশবিরোধী খুনি শেখ হাসিনার সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। বিএনপির নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে। আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সাধারণ জনগণ ও বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। তারা আরও বলেন, “অর্জিত বিজয় যাতে কোনো ষড়যন্ত্রকারী নস্যাৎ করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগের যেকোনো কর্মসূচির বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা দিলো বিএনপি। মিছিলে অংশগ্রহণ করেন, মহানগর বিএনপির যুগ্ম আহŸায়ক মনির হোসেন খান, আহŸায়ক কমিটির সদস্য: এডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মহানগর যুবদলের আহŸায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদসহ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ মহানগর ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের অকল্পনীয় পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিনও ভাবেনি তার সরকারের শুধু পতনই ঘটবে না, বরং তাকে চুপিসারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আওয়ামীলীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর পরই আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। এর […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯